![weekly hangout cover design25.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWmXhkmsaBVgjxguwBYW4WLe7QwaSGspPuKXoBMDrDYzE/weekly%20hangout%20cover%20design25.png)
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১৬২৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২২৮।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-২৫
কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই যথাসময়ে হ্যাংআউট শুরু করেন। শুরুতেই শুভ ভাই সবাইকে স্বাগতম জানিয়ে কমিউনিটির কিছু বিষয় নিয়ে কথা বলেন, আমরা চেষ্টা করি আপনাদের নিয়েই কাজ করার জন্য। যার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি আপনাদের খোঁজ খবর নেয়ার এবং সঠিকভাবে গাইড করার, সাপ্তাহিক এই হ্যাংআউটের মাধ্যমে। তবে সব কিছুর মূলে রয়েছে দাদার অবদান, তাই ধন্যবাদ প্রাপ্য দাদা, যার কারনেই আমার বাংলা ব্লগবাসী দারুণ এই সুযোগটি পেয়েছে।
আমাদের জন্য এটা দারুণ খবর যে, অবাঙালী হয়েও আজ অনেকেই আমাদের কমিউনিটিতে পোষ্ট করার চেষ্টা করছেন এবং বাংলা শেখার চেষ্টা করছেন, বাংলার প্রতি তাদের আন্তরিকতা আমাদের যেমন অবাক করছে ঠিক তেমনি আমাদের বাঙালীদের ভাষার প্রতি অবহেলাও দারুণভাবে ব্যথিত করছে। আমি কে? আমার পরিচয় কি? আমরা সবাই সেই বিষয়টি ভুলে যাচ্ছি, আমি বাঙালী আর বাংলা আমার পরিচয় এবং গর্ব। ভাষার প্রতি কিংবা স্বদেশীদের প্রতি আমারও তিক্ত অভিজ্ঞতা ছিলো কিন্তু দাদার সান্নিধ্যে আসার পর আমার ভাবনাগুলো পরিবর্তন হতে থাকে এবং আমি সে অবস্থান হতে সরে আসি।
বাঙালী পরিচয়টাই এখানে বড় এবং আমরা সেই পরিচয়টাকেই আমাদের কমিউনিটিতে প্রাধান্য দেয়ার চেষ্টা করছি। তাই কেউ এখানে ভিন্ন কিছুর সংযোজন করে পরিস্থিতি ও পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না দয়াকরে। একটা মানুষ ভাষা কিংবা বাঙালীদের জন্য এতো কিছু করে যাচ্ছে, আর আমরা অনাকাংখিত নানা বিষয়কে সম্মুখে এনে পরিবেশ নষ্ট করার চেষ্টা, যা সত্যি আমাদের সকলের জন্য দুঃখজনক। তারপর সবাইকে স্পর্শকাতর কিছু নিয়ে কথা বলতে নিষেধ করেন শুভ ভাই।
![Untitled-new.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmT2UZy5H745FTvhKMUimAzUwxpYuUwtZKm1Pm5WMs4q3E/Untitled-new.png)
এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই কথা বলেন, তিনিও সবাইকে অনুরোধ করেন বর্ণবাদ কিংবা রাজনৈতিক ইস্যুগুলো হতে বিরত থাকার। সব মিলিয়ে আমরা একটা পরিবার এটা মাথায় রাখতে হবে। আমাদের কমিউনিটি তথা আমার বাংলা ব্লগের শান্তিপূর্ণ পরিবেশ যেন নষ্ট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে চাই। তাই সবাই কমিউনিটির নিয়মগুলোর ব্যাপারে সচেতন থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা কাউকে কখনো শত্রু মনে করি না কিংবা কাউকে খুব বেশী প্রাধান্য দেয়ার চেষ্টা করি না।
এরপর সুমন ভাই আমার বাংলা ব্লগের চলমান পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, গত কনটেষ্টের তুলনায় এই সপ্তাহে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মোট অংশগ্রহণ ছিলো ৩৭ জন এবং মোট পাওয়ার আপ হয়েছে ৩১৬৩ স্টিম। এরপর এই সপ্তাহে অংশগ্রহণকারীদের মাঝ হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা সবাই মোটামোটি ভালো কাজ করছেন তাই তাদের বিরুদ্ধে এই সপ্তাহে কোন অভিযোগ নেই। তবে একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত কিন্তু যে বিষয়ে জানেন না সেটা নিয়ে মন্তব্য করে অযথা তর্ক-বিতর্ক করবেন না। কমিউনিটির এ্যাডমিন কিংবা মডারেটররা যে বিষয়গুলোর ব্যাপারে সতর্ক করবে, সেগুলো অবশ্যই যথাযথভাবে মেনে চলবেন। অনাকাংখিত কিংবা ধর্মীয় কোন বিষয়ের প্রসঙ্গ টেনে পরিবেশ নষ্ট করবেন না। এরপর তিনি প্রতিযোগিতা-১০ নিয়ে কথা বলেন, সকলের বেশ ভালো অংশগ্রহণ ছিলো, অনেকেই বেশ সুন্দরভাবে অংশগ্রহণের চেষ্টা করেছেন তবে অনেকেই অংশগ্রহণ করেন নাই, তারা ভেবেছিলেন সময় বৃদ্ধি করা হবে কিন্তু এরপর হতে তা আর হবে না।
এরপর আমি
@hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগ শুধুমাত্র বাংলা ভাষা ভিত্তিক কমিউনিটি, বাংলা ছাড়া অন্য কোন ভাষা এখনে এলাউ করা হয় না এবং হবেও না, আর এটা যে আপনাদের জন্য কত বড় একটা সুযোগ, সেটা আপনারা এখনো বুঝতে পারছেন না। যদি বুঝতে পারতেন, তাহলে কমিউনিটির নিয়মগুলো ভালোভাবে পড়তেন এবং অনাকাংখিতভাবে নিয়মগুলো ভঙ্গ করতেন না, আমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মাঝে ঠেলে দিতেন না। আমি আজ আবারও আপনাদের অনুরোধ করবো, কমিউনিটির নিয়মগুলোর ব্যাপারে সচেতন হোন এবং ধর্মীয় কিংবা রাজনৈতিক বিষয়গুলোকে সম্মুখে এনে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবেন না।
![Untitled-nw2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd15eiQChRYBbKPfFung6ZXteykb1rbLj1cBoXbZwPY64/Untitled-nw2.png)
আমরাতো আপনাদের রাজনৈতিক কিংবা ধর্মীয় কোন ব্যাপারে বাধা দিচ্ছি না, আমরাতো আপনাদের ধর্মীয় নিয়ম ছিন্ন করতে বলছি না, এখানে সবাই সমান, আমরা সবাই বাঙালী এটাই আমাদের পরিচয়। এখানে সংস্কৃতি এবং ভাষাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করা হচ্ছে, কেন এই বন্ধনটাকে নস্ট করার চেষ্টা করছেন? এরপর আমার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের মাঝ হতে সার্বিক দিক বিবেচনায় সেরা অবস্থান নিশ্চিত করায় পাঁচ স্টিম করে পুরস্কার দেয়া হয়
@razuan12 এবং
@jibon47 কে।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@rupok ভাই বলেন, শুরুতেই তিনি অনাকাংখিত একটি পরিস্থিতির উল্লেখ করেন যদিও বিষয়টি আপাদত সমাধান করা হয়েছে। তবুও আমরা আশা করছি ভবিষ্যতে এই রকম পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না। তারপর তিনি দাদাকে অনুরোধ করেন কিছুটা কঠিন হওয়ার জন্য, কারন কেউ কেউ দাদার সহানুভূতিকে দুর্বলতা না ভাবেন। নতুনদের সম্পর্কে বলেন, অনেকেই শুধু মাত্র পরিচিতিমূলক পোষ্ট করার উধাও হয়ে যাচ্ছেন কিন্তু যারা লেভেল-৩ পর্যন্ত এসেছেন এবং লেভেল-৩ উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়। কারন তাদের মাঝ হতে অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ইউজার আসবে।
এরপর
@kingporos ভাই বলেন, সব ব্যাপারে সবাইকে একটু সংযত থাকার অনুরোধ করেন শুরুতে। আসলে একটা বিষয় আমি বার বার বলতেছি সেটা হলো বানান ভুল। কেউ বিষয়টি নিয়ে যত্নশীল হচ্ছে না, যদিও সবাই পোষ্ট ঠিকঠাক করেন কিন্তু কমেন্ট করার সময় বানান ভুল করেন। একটু ভুলের কারনে পুরো অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ভুলটি ধরার পরও কেউ সেটা সংশোধণ করছেন না, এটা সত্যি দৃষ্টিকটু লাগছে আমাদের নিকট। ভুলটি সংশোধন করা কিংবা ধন্যবাদ দেয়া, সামান্য ম্যানারটুকু দেখানো উচিত।
তারপর
@alsarzilsiam ভাই বলেন, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আগের তুলনায় আগ্রহ কিংবা এনগেজমেন্ট কিছু হ্রাস পেয়েছে, বুঝতে পারছি না কেন হচ্ছে? নতুনরা যারা ক্লাস করছেন তাদের ধন্যবাদ জানান আর পুরাতনদের অনুরোধ করেন এবিবি-স্কুলের ক্লাসে উপস্থিত থেকে নিজেদের দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করার জন্য। ডিসকর্ডে যারা থাকেন, আমরা সবাই তাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করি কিন্তু সবাই সেটার গুরুত্ব না বুঝেই নানা ধরনের অনাকাংখিত শব্দ কিংবা আচরণ করেন, এটা হতে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।
![Untitled-nw 4.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNUJ83KMBy2o6jg7J39NXHkXuk7YAKPkNxeEdtUVShLs2/Untitled-nw%204.png)
এরপর
@nusuranur আপু কথা বলেন, শুরুতেই তিনি ব্যক্তিগত তথ্য আদান-প্রদান এর বিষয়টি উল্লেখ করেন। কমিউনিটিতে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করতে নিষেধ করেছি আমরা কিন্তু কেউ সে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করছেন না উল্টো তর্ক জুড়ে দিচ্ছেন, যা ঠিক না। হ্যা, হতে পারে আপনাদের কারো কারো সাথে সম্পর্ক খুবই ভালো কিন্তু কোন কারনে যদি সম্পর্ক নষ্ট হয় এবং অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টির হয়, সেটার দায়ভার কিন্তু আমরা নিবো না। মাঝে মাঝে অনেকেই আবার বাজে মন্তব্য করেন, এটাও ঠিক না। অনেকেই আমার ব্যাপারে নানা মন্তব্য করেন ভোট নিয়ে।
পুরাতনদের অনেকেই বেনিফিশিয়ারির বিষয়টির প্রতি সতর্ক থাকছেন না, আমরা সে বিষয়ে তাদের সতর্ক করার চেষ্টা করছি কিন্তু পুরাতনদের মাঝে যদি কেউ এমনটা করেন তাহলে তার বা তাদের পোষ্ট আমরা কিউরেট করবো না। কমেন্টের বানান ভুল দেখলে মাঝে মাঝে কান্না চলে আসে আমার, সত্যি কি বলবো আর। আমরা যাদের ভেরিফিকেশন এর জন্য ডিএম করছি অনেকেই খুবই বিরক্তি ভাব প্রকাশ করছেন কিন্তু অনেকেই আবার খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন। অনেকেই টিকেট এর বিষয়টি নিয়ে বাজে মন্তব্য করছেন, বুঝতে চাইছেন না এখানে আমাদের স্বার্থ নেই। আমার বাংলা ব্লগ হবে স্টিমিটে শতভাগ ফেইক আইডিমুক্ত কমিউনিটি। আর আপুদের যে কোন সমস্যায় আমি পাশে আছি।
এরপর কমিউনিটির শিক্ষানবিশ মডারেটর
@ayrinbd আপু বলেন, শুরুতেই সবাইকে কমিউনিটির পরিবেশ ঠিক রাখার অনুরোধ করেন, অনাকাংখিতভাবে কেউ পরিবেশ নষ্ট করবেন না। ডিসকর্ডে কোন ধরনের উল্টা পাল্টা কমেন্ট করবেন না, এ বিষয়ে নির্দিষ্ট নিয়মগুলো ফলো করার অনুরোধ করেন। রেসিপি পোষ্ট করছেন অনেক নতুন ইউজাররা কিন্তু তাদের এ ব্যাপারে কোন ধারনা নেই, বিষয়টি অনেকেই বুঝেন না। তাদের সবার উচিত এ বিষয়ে কমিউনিটির রুলসগুলো পড়া।
কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ কিছুটা অসুস্থ হওয়ার তার পরিবর্তে সুমন ভাই কুইজ পরিচালনা করেন, যথা নিয়মে কুইজ পর্বটি পরিচালিত হয় এবং ব্যাপারে শুভ ভাই এবং নুসুরানুর আপু সহযোগিতা করেন। কুইজ পর্বটি বেশ আকর্ষনীয় হয়ে উঠছে হ্যাংআউটে। শুভ ভাই আরিফ ভাইয়ের সুস্থতা কামনা করেন।
![Untitled ndw4.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW3c9CTTE6E4VgLbC7ZCdiXLMFg5musDicUkb8uPxpF2F/Untitled%20ndw4.png)
এরপর সুমন ভাই আমার বাংলা ব্লগের প্রমোশন বিষয়ে কথা বলেন, আমার বাংলা ব্লগের Twitter এর পেজ খোলা হয়েছে, সকলের সাথে সেটির লিংক শেয়ার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় বড় বড় ইউজাররা টুইটারে এ্যাকটিভ থাকতেন এবং সেখান হতে ইউজাররা ভালো সাপোর্ট সংগ্রহ করতে পারতেন। আমরা আশা করছি সেই রকম পরিবেশ আবার সৃষ্টি হবে। এরপর টুইটার নিয়ে আমার বাংলা ব্লগের পরিকল্পনা শেয়ার করেন, যদিও যথা সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সোস্যাল সাইড নিয়ে কথা বলেন, এটা আমাদের জন্য খুবই ভালো একটি উদ্যোগ। এরপর শুভ ভাই এবিবি-চ্যারিটি নিয়ে কথা বলেন, আমরা যেন ভুলে না যাই মানুষ মানুষের জন্য। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, হিরোইজম আামাদের প্রজেক্ট, নানা ধরনের অনাকাংখিত পরিস্থিতি হতে হিরোইজম আমাদের প্রটেক্ট করবে। এবিবি-স্কুল আপনাদের জন্য নেয়া হয়েছে, আপনাদের অবস্থার উন্নতি নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে, তাই সকলের উচিত যথা সময়ে ক্লাসগুলোতে উপস্থিত থাকা।
এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-১০ প্রসঙ্গে কথা বলেন, অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান, অনেকের অশংগ্রহণ বেশ ভালো ছিলো। তারপর অংশগ্রহণকারীদের মাঝ হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তারপর সবচেয়ে আকর্ষনীয় বিষয় সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন শুভ ভাই।
‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা কথা বলেন, ক্রিপ্টো কারেন্সিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন দাদা। আসলে কমিউনিটির সবাই বেশ আগ্রহ নিয়ে বসে থাকেন, দাদা কি বলেন সেটা শুনার জন্য। ক্রিপ্টোর দাম এই মুর্হুতে কিছুটা নিম্নগামী, যদিও এ বিষয়ে দাদা একটা পূর্বভাস দিয়েছিলেন। কিন্তু তার হতেও কিছু বেশী নিম্নগামী হয়েছে, তবে আমার বাংলা ব্লগে এর তেমন একটা প্রভাব পড়বে না । যদিও এই সপ্তাহে লাজুক খ্যাঁক হতে কিছু কিছু ভোটের ক্ষেত্রে ভুল পার্সেন্ট গেছে। আবার অনেকের ভোট মিস গেছে, সেটা ঠিক করা হচ্ছে তাই এই সপ্তাহে কারো কারো ভোট কিছুটা কম পার্সেন্ট এর হতে পারে, সবাইকে ধৈর্য ধারন করতে বলেন।
এমনিতে কমিউনিটির সব কিছু ঠিকঠাকই আছে, সবাই ভালো কাজ করছেন। নতুন যারা আছেন তাদের ভালো উন্নতি হচ্ছে। টুইটার প্রমোশন শুরু করার পূর্বে নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে একটি ক্লাস এর বিষয়ে সবাইকে অবহিত করার পরামর্শ দেন। ক্রিপ্টো মার্কেটের দাম নিয়ে সবাইকে হতাশ হতে না করেন, স্টিম লং টাইম এর জন্য। আগামী ২০২২ সালের মাঝা মাঝিতে স্টিম একটা ভালো অবস্থানে আসবে। যদিও দাম কমে গেলে ইউজারদের এ্যাকটিভিটি কিছুটা হ্রাস পায়, এটাই সাভাবিক। দাম নিয়ে চিন্তা করার দরকার নেই, সবাইকে ঠিক মতো কাজ করার আহবান জানান।
![নতুন .png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTN2F6yzHLs5Sm6i6PED1YrtwZVe6LVz2rUBUo9AWTY83/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%20.png)
এরপর দাদা ফেইক আইডি যারা চালান তাদের উদ্দেশ্যে বলেন, সেটা করার দরকার নেই, আমরা আপনাদের আহবান জানাচ্ছি নিজের পরিচয় নিয়ে ফিরে আসুন, যা পারেন সেটাই প্রকাশ করেন, প্রয়োজনে কিছু শিখুন, আর্ট শেখার চেষ্টা করুন কিন্তু অন্যের কিছু নিজের নামে কেন চালাবেন? চেষ্টা করুন, চেষ্টা করলে সবই হয় আর চেষ্টাকালীন সময়ে আমরা থাকবো আপনার পাশে, লাজুক খ্যাঁক সাপোর্ট দিবে।
কমিউনিটির রুলস নিয়ে কথা বলেন দাদা, কমিউনিটির সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্যই রুলস তৈরী করা হয়েছে এটা ভঙ্গ করা যাবে না। যদিও ঘটে যাওয়া বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা তথাপিও আমাদের সতর্ক থাকতে হবে। প্রত্যেকের তার নিজের নিজের ধর্ম কিংবা জাতীয়তাবাদ আছে, কিন্তু সেটা তার ব্যক্তিগত। এটা নিয়ে যদি কটাক্ষমুলক কোন মন্তব্য করেন সেটা দুঃখজনক। অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, শিল্প কিংবা আর্ট নিয়ে কথা বলুন। কিন্তু ধর্ম কিংবা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিছু না বলার অনুরোধ করেন, এই দুইটি বিষয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং বিষয়টি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন। এছাড়া কমিউনিটির বাহিরে কি ঘটছে সেটা আমাদের দেখার বিষয় না, কারন কমিউনিটর বাহিরের কিছু আমরা বুঝি না। এরপর উপস্থিত ইউজারদের নিয়ে শুরু করা হয় প্রশ্নোউত্তর পর্ব, একে একে tanjima, mousumimou, ripon999, mahamuddipubd, robiul02, alamgirkabir, robiul365, nevlu123, ও litonali কথা বলেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, হ্যাংআউট চলাকালীন সময়ে অনাকাংখিতভাবে নেটওয়ার্ক এর সমস্যাজনিত কারণে অনেক কিছুই আমি মিস করেছি, যার প্রতিফলন হয়তো রিপোর্টে দেখতে পাবেন। তাই বিষয়টিকে সাভাবিক দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Apprentice Mod♀
@brishti MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@ayrinbd MOD Community voluntary Mod 🇧🇩
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
![Banner.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmb3BFz7hyBPPmThuqBCVXvndwCY2yKRkj98hN8bp3LYeT/Banner.png)
Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
দেখতে দেখতে ২৫ তম হ্যাংআউট চলে গেলো। প্রতিটা হ্যাংআউটেই নতুন কিছু শিখতে পারি। এবারের হ্যাংআউটেও সাই ফক্স বেনিফশারিস নিয়ে পুরাতনসহ নতুনদের জন্য উদ্দেশ্যমূলক কিছু কথা জানতে পেরেছি। আর হ্যাংআউটের শেষে গান শুনে হ্যাংআউট আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠে। শান্তা আপুর গান খুব ভালো লেগেছিল সেই সাথে সাজ্জাদ ভাইয়ের গান।
আপনাকে ধন্যবাদ বরাবরের মতো। আপনার সুস্থ্যতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট মানেই আনন্দের সমারহ ।যেখানে সবার সাথে কথা বলা ,সবার সমস্যা জানা ,সমস্যার সমাধান করা দেখতে পাই ।এর পর হ্যাংআউট এর বিশেষ আকর্ষন ট্যালেন্টদের নিয়ে গানের আনন্দে মেতে উঠা ।এভাবেই সব এডমিন ভাইদের সহোযোগিতায় পুরো হ্যাংআউঠ হয়ে উঠে মুখরিত ।তখন মনটা খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই গানের পর্বটুকু আমি নিদারুণভাবে মিস করেছি, ধন্যবাদ তা উল্লেখ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সপ্তাহে বৃহস্পতিবার মানেই হ্যাংআউট আর হ্যাং আউট মানে আনন্দময় কিছু সময়। তাই প্রতি বৃহস্পতিবার 9 টা কখন বাজবে সে জন্য অপেক্ষা করি। আর হ্যাংআউটে পুরো সময়টা ধরে মজা করি এবং সকলের সাথে মজাদার সময় কাটাই। এই সময়টা সত্যিই অসাধারণ। খুবই ভালো লাগে,হ্যাংঅাউটের পুরো সময় উপস্থিত ছিলাম এবং হ্যাংআউট এর সকল নিয়ম কানুন এবং সকল কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে হ্যাংআউট এর পুরো ঘটনা আমাদের মাঝে আবার উপস্থাপন করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া💖🌺💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিবারের মতো এবারের হ্যাংআউট ইউ ছিল অসাধারণ অনেক আনন্দ উপভোগের মাধ্যমে সময় কেটেছে হ্যাংআউট এর মাধ্যমে এবং অনেকটাই আনন্দ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিবারের মতোই এবারও আপনি হাংআউট এর পুরোপুরি বিষয়গুলো তুলে ধরেছেন। কি কি বিষয় নিয়ে কথা হয়েছে সেগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে গত কালকে আমার নেটওয়ার্ক প্রচন্ড সমস্যা করছিল তাই আমি ভালোভাবে অনেক কথাই শুনতে পারেনি।তবে আজকে আপনার এই পোস্টটির মাধ্যমে সেই বিষয় গুলো জানতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা পড়ে আমার এখন হাসতে হাসতে পেট ব্যথা করছে।তবে সত্যিই আপনার প্রশংসা করতে হয়, এতো নিখুঁত ভাবে মনে রাখেন সব মাশাল্লাহ আর গুছিয়েও লিখেন খুব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউটে আমি ছিলাম। খুব অন্য রকম অনুভুতি মনে হয়।এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে অভিনন্দন জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিবার হ্যাংআউটে থাকতে অনেক ভালো লাগে। কারণ এই সময়টা খুব দুর্দান্ত এবং মজা হয় এবং সবাইকে সুযোগ দেওয়া হয় এবং দায়িত্বশীলদের কথা শুনতে পারি। সব মিলিয়ে অসাধারণ থাকে। আমি এখন পর্যন্ত কমিউনিটিতে যুক্ত হবার পরে প্রতিটা হাংআউটে ছিলাম। আমি খুব আগ্রহ নিয়ে থাকি সপ্তাহ ঘুরে আবার কবে আসবে, কারন একটা মিলন মেলা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে প্রায় 25 টি হ্যাং আউট আমরা পার করে ফেললাম।প্রথম যেদিন হ্যাংআউটে জয়েন করেছিলাম সেদিন থেকে আজ অব্দি টানটান উত্তেজনা দেখে এসেছি এই হ্যাংআউটের দিন।এবং সেদিন থেকেই হাফিজুল্লাহ ভাইয়ের প্রতিবেদন দেখে এসেছি কোন কিছু মিস করেন না তিনি।যা আমার কাছে অনেকটাই আশ্চর্যজনক।তবে মজার বিষয় এসব কিন্তু আমি গান গেয়েছিলাম সেটা ভাই মিস করে গেছেন।সব মিলিয়ে খুবই চমৎকার কেটেছে এই হ্যাংআউট।
পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা ও শুভকামনা♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট ২৫ ও খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি আমরা। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও শুভ ভাই শুরু করে। এবং তারপর একে একে সব এডমিন কথা বললেও অসুস্থতার কারণে আমাদের এডমিন আরিফ ভাই কোনো কথা বলেননি। তার সুস্থতা কামনা করছি। এই সপ্তাহের কুইজ প্রতিযোগিতা পরিচালনা করে সুমন ভাই এবং শুভ ভাই। আমি একটি কুইজে বিজয়ী হয়। এটা আমার কাছে খুবই আনন্দের। এরপর সবজি কনটেস্ট এর রেজাল্ট ঘোষণা করা হয়। এবং এরপর সুপার একটিভ লিস্ট এবং সবশেষে বিনোদন এবং সাধারণ সদস্য ডিসকাসন এর মধ্যে দিয়েই আমাদের এই সপ্তাহের হ্যাংআউট শেষ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারা সপ্তাহ পর একটা আনন্দের দিন আমার বাংলা ব্লগের প্রতটা মানুষের জন্য আনন্দের দিন। যেটা সত্যি খুব ভালো লাগে সবাই একসাথে থাকে অনেকেই অনেক ব্যস্ততা নিয়ে থাকে। এইসব দেখলেই ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি, উত্তেজনায় ভরপুর থাকে হৃদয় হ্যাংআউটের দিনটি নিয়ে। ধন্যবাদ আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্ত বিষয় গুলো সুন্দর। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে সব সময় কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করতে হবে।।
কোথায় থেকে আলতু ফালতু লোক এসে আজেবাজে কাজ করে যার জন্য আমাদের সকলকে অপমানিত হতে হয় আর যদি আমাদের সকলের জন্য লজ্জাজনক একটি বিষয়।
পুরো হাংআউট এর বিষয়টি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বরাবরের মতো আপনি আপনার ধারাবাহিকতা বজায় রেখে রাখেন এবং আপনার স্মৃতিশক্তি কঠোর বিন্যাস করেন আমার বাংলা ব্লগ বাসীদের জন্য যা সত্যিই খুবই কঠোর একটি বিষয়।
ধন্যবাদ আপনার অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাং আউট মানে আনন্দের সরবরাহ। এবারের হ্যাংআউট পরবর্তী অত্যন্ত জমজমাট হয়েছে। বিভিন্ন ট্যালেন্টদের গানগুলো শুনে আমি সম্পুর্ন মুগ্ধ হয়ে গেছে। এছাড়া মডারেটরদের উপদেশ মূলক কথা গুলো শুনতে আমার খুবই ভাল লেগেছিল। এবিবি স্কুল এবং হিরোইজম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা জানতে পারি এবারের হাংআউট এর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুবহু উপস্থাপনে হাফিজ ভাইয়ের জুড়ি নাই। এটা সবার জানা।আজও সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো হ্যাংআউটটি দেখছি মনে রেখেছেন ভাই।আপনার মস্তিষ্ক অনেক শার্প।এত কিছু কেমনে মনে রাখেন আপনি।হ্যাংআউট সম্পর্কে খুঁটিনাটি সবকিছু সুন্দরভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউটে আমিও উপস্থিত ছিলাম কিন্তু দুখেঃর বিষয় নেট না থাকার জন্য পুরো হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
25 টি হ্যাংআউট পার করে ফেলেছি আমরা।কখনোই সময় দ্রুত গতিতে চলে যায় বুঝে ওঠা মুশকিল।প্রত্যেক হ্যাংআউট আমাদের নানা ধরনের অভিজ্ঞতা ও যেকোনো বিষয়ে শিখতে সাহায্য করে।সপ্তাহের একটি দিন হ্যাংআউটের অপেক্ষায় থাকে সবাই।সকল মডারেটর ,এডমিনরা নিজেদের সচেতনমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য ব্যক্ত করেন যা খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়।এছাড়া আমি নিজেও দেখেছি অনেকে পোষ্টে যা না লেখা হয় অর্থাৎ সম্পূর্ণ অন্য মন্তব্য করেন।এটি নাম ধরে বলে দেওয়ার পরও কোনো সংশোধন নেই।যেটি kingporos দাদা উত্থাপন করেছিলেন।যাইহোক হ্যাংআউট মানেই দারুণ দারুন গান,কবিতা ও কুইজ প্রতিযোগিতা সবমিলিয়ে এক জমজমাট মুহূর্তের সৃষ্টি হয়।পুরো সপ্তাহ জুড়ে হাফিজুল্লা ভাইয়ার এই সুন্দর রিপোর্ট সবাইকে অনেক কিছু জানতে সাহায্য করবে।এইজন্য হাফিজুল্লা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই।এছাড়া কমিউনিটির ফাউন্ডার, এডমিন ও সকল মডারেটর প্যানেলের ভাইয়াদেরকে ও আপুদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।কারণ তাদের পরিশ্রম ব্যতিত কোনো কিছুই সম্ভব হতো না।কমিউনিটির সকলের জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া পুরোটা সপ্তাহ যেমনি হোক না কেনও, তবে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করি।
খুব ভালো লাগে হ্যাংআউটের কাটানো সময়।
আসলে আমার বাংলা ব্লগে না আসলে বুঝতেই পারতাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ্তাহিক হ্যাংআউট আসলেই অনেক সুন্দর একটি উদ্যোগ। এখানে সবাই খুব মন খুলে আনন্দে মেতে উঠে। আমি প্রথমবার গত বৃহ্পতিবার এই হ্যাংআউট টিতে যুক্ত হয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখন থেকে অপেক্ষায় থাকবো প্রতি বৃহস্পতিবার এর জন্য... শুধু তাই নয় , আমি আসলে সপ্তাহে ৩ টি দিনের জন্যই এখন অপেক্ষায় থাকি। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই ২ দিনের ক্লাস এবং হ্যাংআউট সব গুলো দিনেই আমার অনেক ভালো লাগে কারণ আমরা নতুনরা অনেক কিছু শিখছি এবং সেই সাথে স্যার দের সাথে কথা বলে নিজেদের সাহসকে আরো উন্নত করতে পারছি। সব মিলিয়ে সত্যিই অনেক সুন্দর একটি কমিউনিটি আমাদের এই আমার বাংলা ব্লগ কমিউনিটি ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভাল ছবি আমি সত্যিই পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার প্রতিভা সম্পর্কে বলতে গেলে বলা অনেক কম হবে কারণ প্রতিটি হ্যাংআউটের পুরো খুঁটিনাটি তাই পোস্টে তুলে ধরেন যেটা আসলে কিভাবে যে করেন এটা আমি ভেবে অবাগ হয়ে যায়। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit