" আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

22-11-2023

০৮ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য
আছেন। তো ভালো থাকতে পারলেই ভালো। আমি চলে এলাম শীতকালের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ষড়ঋতুর এ দেশে এখন শীতকাল। আর শীতকালের সময়টাতে প্রাকৃতিক পরিবেশটাও পরিবর্তন হতে থাকে। প্রকৃতি তখন ভিন্নরূপে সাজে। তো এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুও দারুণ। ইতোমধ্যে অনেকের চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখেছি। আমিও চেষ্টা করবো আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করার। গ্রামে এখন যেহেতু অনেক শীত আর শীতের সকালের পরিবেশটা দারুণ লাগে গ্রামে। গত কয়েকদিন ধরে সকাল সকাল হাটাঁহাটিঁ করা হচ্ছে। তবে ফোন নিয়ে আজকে বের হয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। কিছু ফটোগ্রাফি এর আগেও তুলে রেখেছিলাম।

আজকের ফটোগ্রাফিতে আকাশ, সকালের কুয়াশার পরিবেশ, কলা গাছ ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। চলুন দেখে নেয়া যাক।

ফটোগ্রাফিঃ০১

IMG20231122064642.jpg

আমাদের এদিকটায় অনেক খেজুর গাছ হয়। কিন্তু খেজুর গাছে তেমন খেজুর দেখা যায় না। আর রস সংগ্রহ করা তো দূরের কথা। এজন্য গ্রামের মানুষ শীতের খেজুর রস খাওয়ার মুহূর্ত টা বড্ড মিস করে। সকালে যখন হাটঁতে বের হয়েছিলাম তখন রাস্তার পাশে গাছটিকে পেয়েছিলাম। রাস্তার পাশে যেহেতু গাছ তাই মনে হয় সরকারি মালিকানায় গাছটি।

ফটোগ্রাফিঃ০২

IMG20231119062147.jpg

জীবন যেন এক ফোটাঁ জমে থাকা শিশিরের মতো! টুপ করে পরলেই শেষ। কলাপাতায় এক ফোটাঁ শিশির জমে আছে। যেকোন সময় মাটি স্পর্শ করতে পারে। তাই ফটোগ্রাফিটা করেছিলাম তখন।

ফটোগ্রাফিঃ০৩

IMG20231118132918.jpg

এই সময়টাতে কলাও পাওয়া যায় অনেক। কলাগাছে নতুন কলা। এই ফটোগ্রাফি করেছিলাম আরও দুদিন আগে। আকাশ তখন নীল ছিল, বাহিরে প্রচন্ড রোদ ছিল তখন।

ফটোগ্রাফিঃ০৪

IMG20231118132803.jpg

শীতের সময় আরেকটি সুন্দর দৃশ্যহলো গাছের পাতা ঝরে পরা। সে সাথে গাছে নতুন পাতা জন্মানো। গাছটি শিশু গাছ বলেই চিনে মানুষ। সাধারণত রাস্তার পাশে এ গাছগুলো বেশি দেখা যায়। এটিও করেছিলাম দুদিন আগে। দেখতেই পাচ্ছেন গাছে কোনো পাতা নেই!

ফটোগ্রাফিঃ০৫

IMG20231122064716.jpg

নদীর পানি কবেই শুকিয়ে গেল। নদীতে থাকা কচুরি পানা তুলে পরিষ্কার করা হয়েছে। নদীতে অনেকেই তখন ধান চাষ করে থাকে। কিন্তু কচুরিপানা নদীর পাড়ে রাখলেও সেখানে দেখলাম কচুরিপানার ফুল তৈরি হয়েছে। সকাল সকাল এমন ফুল দেখে ভালোই লাগছিল ☘️

ফটোগ্রাফিঃ০৬

IMG20231122064740.jpg

এই ফটোগ্রাফিটি আজ সকালবেলা করলাম। তখন চারিদিকে অনেক কুয়াশা ছিল। গাছে কোনো পাতা নেই, সব ঝরে গেছে। শীতের সময় গাছের পাতাও ঝরে যায়।

ফটোগ্রাফিঃ০৭

IMG20231118132719.jpg

একখন্ড নীল আকাশ! এই ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কারণ আকাশের মুহূর্তটা পানিতেও দেখা যাচ্ছিল! সত্যি বলতে অসাধারণ দৃশ্য। শীতের সময়ে আকাশের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।

ফটোগ্রাফিঃ০৮

IMG20231119062015.jpg

শীতের সকালে কে বের হতে চাই! তাই তো রাস্তা ফাকাঁ পরে থাকে। সকালে যখন হাটঁতেছিলাম রাস্তায় কেউ নেই। তবে কিছুদূর সামনে যেতেই দেখলাম অনেকেই হাটঁতেছে।

ফটোগ্রাফিঃ০৯

IMG20231119062051.jpg

ঘাসের উপর শিশির কণা জমে আছে। শীত যে এসেছে সেটাই তার প্রমাণ দেয়। সকাল সকাল অনেক কুয়াশা দেখা যায়। ঘাসের উপর জমে থাকে।

ফটোগ্রাফিঃ১০

IMG20231119062010.jpg

অনেকদূর পর্যন্ত কিছু দেখা যায়না কুয়াশার জন্য। ধানক্ষেত এখনো কাটা হয়নি। তবে সোনালী আকার ধারণ করেছে ধানক্ষেতের রঙ। তাই ফটোগ্রাফি টা করেছিলাম।

DeviceOppo A12
Photogrpher@haideremtiaz
LocationNandail,Mymensingh

আজ এই পর্যন্তই। আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍃



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। শীতকালীন এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাছে ফটোগ্রাফিগুলো খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍃

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ৪৮ তম আমার বাংলা ব্লগের কনটেস্ট অংশগ্রহণ করেছেন। আর এই কনটেস্টে আপনি শীতকালীন বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেখানে গাছের দৃশ্য অনেক সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। পাশাপাশি আকাশের দৃশ্য। এমনকি সকালের শিশির ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে ছিল অনেক সুন্দর একটি পোস্ট

চেষ্টা করেছি শীতকালের প্রকৃতির রূপটা কেমন হতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

ভাইয়া আপনাকে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতার জন্য বেশকিছু শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করলেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি চমৎকার বর্ননার মাধ্যমে শেয়ার করলেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

আমাদের এলাকায় এখন খেজুর গাছ নেই বললেই চলে। আর আপনি আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন তার মধ্যে খেজুর গাছের ফটোগ্রাফি গুলো দেখতে একদম অসাধারণ হয়েছে৷ আর এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

আমাদের এদিকেও এখন খেজুর গাছ তেমন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করার জন্য