কলেজের সাবস্টেশন-এ কিছুক্ষণ

in hive-129948 •  3 years ago 

21-06-2022

৭ আষাঢ় ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা হয়তো সিলেটবাসীর অবস্থা সম্পর্কে অবগত আছেন। ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে তবে পানির প্রবাহ এখন নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জ এর নিকলী বেড়িবাঁধ হয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে। আশা করা যায় সিলেট এর অবস্থা ভালো হয়ে যাবে ধীরে ধীরে। সুনামগঞ্জ এ এখন পানি দেখলাম রয়েছে। নিউজে একটি খবর দেখে অনেক খারাপ লাগলো। একটি মানুষ মারা গেছে কিন্তু তাকে দাফনের জন্য কোনো শুকনা জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন। সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। ইতোমধ্যে আমার বাংলা ব্লগের পক্ষ থেকেও ফান্ডরাইজিং করার ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য।

IMG20220619123638.jpg

যায়হোক, আজকে ঘুম থেকেই উঠে দেখি বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ক্লাস করা একটা প্যারা বলা চলে। ক্লাসে যায় রেগুলার পরে অবশ্য গিয়ে দেখি ক্লাস হয়না ঠিক মতো। কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট রিলেটেড একটি ক্লাস হবে। তাই সকাল সকাল রেডি হয়ে পড়ি কলেজে যাওয়ার জন্য। ফ্রেশ হওয়ার পর দেখি বৃষ্টিও থেমে গেছে। সকাল ৮ টা থেকে ক্লাস। নরমালি সকালে তেমন নাস্তা করাও হয়না। মেসের কয়েকজন বন্ধুকে নিয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখি স্যারে এসে বসে আছে। আমরা যাওয়ার পর ক্লাস শুরু করে দেয় । ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার প্রথম ক্লাস। ক্লাস করার পর স্যার আমাদের নিয়ে চলে কলেজের সাবস্টেশনে। কিছুদিন ধরেই স্যার বলতেছিল আমাদের সাবস্টেশন দেখাবে। সাবস্টেশন হয়তো আপনারা দেখে থাকবেন। যেখান বিদ্যুৎ ট্রান্সমিট করা হয় তবে সেটা স্টেপ ডাউন করে।

IMG20220619130845.jpg

সাবস্টেশন এ যাওয়ার পর বিভিন্ন রকমের মেশিন দেখতে পেলাম। প্রথমেই চোখে পড়ল বিশাল আকারের বয়লার। বয়লারের মাধ্যমে কিভাবে গরম করে বাষ্প উৎপাদন করা হয়। আমাদের দেশেও স্টিম পাওয়ার প্লান্ট রয়েছে । যেখানে বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে আবার দেখলাম টারবাইন। টারবাইনের সাথে জেনারেটর লাগানো হয় । নরমালি টারবাইন ঘুরিয়েই বিদ্যুৎ উৎপাদন করা হয়। জেনারেটরে শক্তি জমা করে রাখা হয় তারপর সেখানে থেকে এসি বিদ্যুৎ সাপ্লাই দেয়া হয়। তারপর স্যার আমাদের ট্রান্সফরমার দেখালো। ট্রান্সফরমারের সাহায্যে নরমালি প্রয়োজনীয় মানে আমরা বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকি। আমাদের কলেজের সাবস্টেশন এ ৫০০ কিলোভোল্ট এর একটি ট্রান্সফরমার রয়েছে। যেখানে থেকে আমাদের কলেজসহ আরও কয়েকটি জায়গায় বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে।

IMG20220619131138.jpg

ট্রান্সফরমারের কিছু কার্যপ্রণালী স্যার আমাদের বুঝিয়ে বললো। ট্রান্সফরমার কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, ট্রান্সফরমারের প্রধান উপাদান কিকি এসব সম্পর্কে আমাদের ধারণা দেয়। আমাদের অবশ্য ট্রান্সফরমার সম্পর্কে ধারণা ছিল। বাস্তবে দেখে বুঝতে এজন্য সহজ হয়েছিল। ট্রান্সফরমারকে একটি বদ্ধ ঠান্ডা জায়গায় রাখতে হয়। ভিতরে থাকে ট্রান্সফরমারের ব্যবহৃত অয়েল। যার বাণিজ্যিক নাম পাইরানল। এই অয়েল পানির সংস্পর্শে আসলে অগ্নিকান্ডের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে । এজন্য ট্রান্সফরমারকে এমন জায়গায় রাখা হয় যেন পানি আসতে না পারে।

IMG20220619131056.jpg

IMG20220619131011.jpg

ট্রান্সফরমার এর ঠিক পাশে দেখতে পেলাম বাসবার। বাসবার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যালুমিনিয়াম বা লোহার পাত দ্বারা তৈরি হয়ে থাকে। এতে অনকেগুলো লাইন একসাথে প্রেরণ করা যায় সেই সঙ্গে গ্রহণ করা যায়। এটা ব্যবহারের সুবিধা এটি। বইয়ে এটি পড়েছিলাম। সেখানে বাস্তবে দেখতে পেলাম। এতে দূর্ঘটনার সম্ভাবনা নাই বললেই চলে লাইনের মধ্যে সঠিকভাবে কারেন্ট প্রবাহটাও হয়। তারপর স্যার আমাদের আরও কিছু আনুষঙ্গিক কথাবার্তা বলে। বিভিন্ন রকমের রিলে ও ফিউজ দেখায় স্যার আমাদের। কিভাবে বৈদ্যুতিক মিটারে কারেন্ট পরিমাপ হয় সেটাও দেখায়। ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট স্যার বললো এসব দেখাবে। আমরা এখন ৭ম সেমিস্টারে আছি তো এই সেমিস্টার শেষ করে কোনো কোম্পানি বা ট্রেনিং সেন্টারে গিয়ে এই জিনিসগুলাই দেখবো স্যার আমাদের অবগত করে। ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর বেসিক একটা ধারণা মূলত পেয়ে গেছি বলা যায়। তারপর অবশ্য আমরা ক্লাসে চলে আসি।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationFeni polytechnic institute
Date20 June , 2022


যায়হোক, আজ এই পর্যন্তই। আবারো হাজির হবো অন্য কোনো পোস্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।




10% beneficary for @shyfox ❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আপনি আপনার কলেজের সাব-স্টেশনে গিয়ে যে জ্ঞান এবং অভিজ্ঞতা গ্রহণ করেছেন তা আমাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কলেজে বয়লার কে কাজে লাগিয়ে কিভাবে বাষ্প উৎপাদন করা হয় তার একটি সুন্দর ব্যাখ্যা আমাদের দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।

আপনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার কলেজে ক্লাস ছিল বিধায় চলে গেছেন। এবং ট্রান্সফর্মার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস করেছেন এবং কুনখানো ভাবে আপনি বিশ্লেষণ করে গেছে। অসাধারণ ছিল আপনার ট্রান্সফর্মার ডিসট্রিবিউশন ক্লাসটি। আমাদের সাথে এত সুন্দর করে নিখুঁতভাবে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। শুভেচ্ছা রইল

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনি কলেজের সাবস্টেশনে খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার সাবস্টেশনে অনুভূতি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে প্রকাশ করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।

একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর জন্য সাবস্টেশন সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা অত্যান্ত জরুরী । বিশেষ করে পরবর্তীতে চাকরীর ভাইবাতে এর সম্পর্কে জিজ্ঞেস করা ছাড়া ভাইবা সম্পুর্নই যেন হয়না । অতঃপর ছোট বড় সকল প্রতিষ্ঠানেই তাদের নিজস্ব সাবস্টেশন থেকে পাওয়ার সাপ্লাই নিয়ে থাকে এ জন্য একজন সাব এসেস্টেন্ট ইঞ্জিনিয়ারের দ্বায়ীত্বের একাংশ এখানেই বিদ্যমান থাকে । ধন্যবাদ ভাইয়া এমন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ।

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন একজন সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের এ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা লাগে। আপনাকে ধন্যবাদ