ফড়িং-কয়েকটি ফটোগ্রাফি এবং শৈশবের স্মৃতিচারণ ||১০% beneficaries @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)


Polish_20210828_173333988.jpg

আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।আমি ভালো আছি।তো আজকে আপনাদের সাথে ফড়িং নিয়ে কিছু কথা এবং কয়েকটি ছবি শেয়ার করবো। চলুন শুরু করা যাক।



ফড়িং বলতে গেলে সবার কাছেই ভালো লাগে।বিশেষকরে যারা গ্রামাঞ্চলে বড় হয়েছেন, শৈশব কৈশর কাটিয়েছেন।তারা স্মৃতি হাতড়ালে মনে পরে যাবে ছোটবেলার ফড়িং ধরার কথা।আমার এখনও মনে আছে ছোটবেলার ফড়িং ধরার কথা।আমরা বন্ধুরা যখন একসাথে যখন খেলা করতাম তখন লক্ষ্য করতাম ফড়িং এসে ঘাসের উপর বসে থাকতো।ফড়িং এর কাছাকাছি যখন ধরতে যেতাম তখনই ফড়িং উড়ে চলে যেত। তখন আবার ভীষণ মন খারাপ হতো।কিছুক্ষণ পর যখন আবার আসতো তখন আবার চেষ্টা করতাম।একসময় ঠিকি ফড়িংটাকে ধরে ফেলতাম।ফড়িংকে লেজে ধরার পর মাঝে মাঝে আঙুলে কামড় খেতে হতো।তাতে অবশ্য কষ্ট পেতাম না।তবে খুব আনন্দ পেতাম যখন ফড়িং এর লেজে রশ্মি বেধে দিয়ে আকাশে ছেড়ে দিতাম। তবে লেজে রশ্মি বাধার কারণে বেশিদূর উড়ে যেত পারতোনা।তাই আবার গিয়ে দৌড়ে ধরে নিয়ে আসতাম।খুবই আনন্দ পেতাম তখন।

IMG20210828133706.jpg

IMG20210828133606.jpg

IMG20210828132834.jpg

IMG20210828133242.jpg

IMG20210828133401.jpg


আজ দুপুরবেলা লক্ষ্য করলাম কিছু ফড়িং বেদ্যুতিক তারের মধ্যে বসে আছে।দেখে শৈশবের কিছু ঘটনা মনে পড়ে গেলো কিন্তু সেই আগের মতো ফড়িং ধরার অভ্যাসটা নেই।তাই দুপুরবেলা ফোনটা হাতে নিয়ে ফড়িং এর কিছু ছবি ক্যাপচার করলাম।দুপুরবেলা অনেক রোদ থাকার কারণে আকাশটাও নীল দেখাচ্ছিল। আর ছবি তুলতেও অনেক ভালো লাগছিলো ফড়িং গুলোর।তবে মজার ব্যাপার হলো ফড়িং ধরার সময় উড়ে যাওয়ার কথা থাকলেও ফড়িং এর এতো কাছ থেকে ছবিগুলো তুলে ফেললাম তবু ফড়িং উড়ে গেলো।এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে।



IMG20210828133213.jpg

IMG20210828133349.jpg

IMG20210828133347.jpg

তবে ফড়িং নিয়ে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা কাজ করে।ছোটবেলা থেকেই শুনে আসছি।ফড়িং ধরলে নাকি মানুষ শুকিয়ে যায়।তবে আমি বহু ফড়িং ধরেছি।আমার কাছে মনে হয়না যে আমি শুকিয়েছিলাম।আমার খালামনী ফড়িং ধরতে আমাকে নিষেধ করতো।আমার মায়ের কাছেও বিচার দিতো কেন আমি ফড়িং ধরি।কিন্তু আমার মায়ের এতো আগ্রহ ছিলনা তেমন।খেলার ছলে ফড়িং ধরতাম এটাই মনে করতো।



IMG20210828133154.jpg

IMG20210828133244.jpg



এখনও অনেক শিশুরা কৌতুহল বশত এবং আনন্দ পেতে ফড়িং ধরে থাকে।তবে আমাদের দেশে একসময় দুইশত প্রজাতির ফড়িং ছিল।কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে আজ অনেক ফড়িং বিলুপ্ত প্রায়।এক গবেষণায় দেখা গেছে,যে এলাকায় যতো বেশি ফড়িং সে এলাকা ততো বেশি পরিবেশবান্ধব।



ফটোগ্রাফিফড়িং
লোকেশনW3w
ডিভাইসOppo A12
ফটোগ্রাফার@haideremtiaz


আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সবাইকে

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই

আপনার মন্তব্যের জন্য স্বাগতম আপনাকে❤️

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি ফড়িং ছবি তুলতে কিন্তু তুলতে গেলে উড়ে যাই

হুম তারের মধ্যে বসা ছিল এজন্য তুলতে পেরেছি😍

ফড়িংটি বেশ সুন্দর দেখতে।বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ফড়িংটির ছবি তুলেছেন।ভালো হয়েছে ছবিগুলি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দিদি আপনার মন্তব্যের জন্য।

ছোটবেলায় ফোরিং পিছনে সুতা বেঁধে ফড়িং উরাতাম কতই না ভাল দিনগুলো ছিল। আপনার ফটোগ্রাফির অনেক ভাল ছিল তবে অনেকটা মাইক্রো ফটোগ্রাফি মত লাগছিলো।।

হ্যা এগুলো ম্যাক্রো ছবিই। অনেক কাছ থেকে তুলেছি ছবিগুলো ভাই

ফড়িং এর সাথে আপনার মনে হয় সক্ষতা আছে, তাই হয়তো এত কাছ থেকেও ছবি তুলতে দিছে।

হ্যা ভাই তাই হয়তো🥰।