গুরু জেমসকে দেখার জন্য সন্ধ্যার পর কনসার্টে কিছুটা সময়

in hive-129948 •  3 years ago 

12-01-2022

২৯ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ



আসসালামুআলাইকুম সবাইকে

গত ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলার সরকারি কলেজ মাঠে পৌর আওয়ামীলীগের পরিচালনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ব্যাচেলর পয়েন্ট এর কাবিলা আর আমাদের সবার প্রিয় গুরু জেমস। তো আমি তেমন একটা যায়নি কোনো কনসার্টে। যখন শুনলাম গুরু জেমস আসবে বন্ধুদের সাথে যেতে রাজি হয়ে গেলাম। আর বিশেষ একটা সুবিধাও ছিল সেদিন। কারণ কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকেট লাগেনি। একদম ফ্রিতে জনগনের জন্য উন্মোক্ত করা হয়েছিল। আমি আন্দাজও করেছিলাম মানুষ অনেক হবে।

কিন্তু আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাষণ দেয়। আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আমরা সবাই জানি। সে বিষয়ে বক্তারা তাদের ভাষণে বলে। বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তো যায়হোক ভাষণ শেষ হতে ৭ টার মতো বেজে যায়।

IMG-20220111-WA0003.jpg

IMG-20220111-WA0004.jpg

অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়েছিল ফেনী সরকারি কলেজ মাঠে। এজন্য আগে থেকেই আলোকসজ্জা দিয়ে পুরো কলেজ সাজিয়ে রাখে। দেখতেও বেশ লাগছিল। আর দেশের বরেণ্য কিছু শিল্পী আসবে এজন্য কয়েকটি প্রধান সড়ক চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয় সাময়িক সময়ের জন্য। আমি যেখানে থাকি সেখান থেকে ফেনী কলেজ যেতে প্রায় ৩০ মিনিটের মতো লাগে হেটেঁ যেতে। গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় আমরা বন্ধু কয়েকজন মিলে হেটেঁই রওয়ানা দিয়ে দেয়। তারপর কনসার্টে ভিতরে প্রবেশ করে যা দেখি! আমি পুরাই অবাক হয়ে যায়। এতো মানুষ আসবে ভাবতে পারিনি। কলেজের বিল্ডিংগুলো আগেই ফিল আপ হয়ে গেছিল। অনেকে দেখলাম ঝুঁকি নিয়ে পুরনো বিলডিংয়ের উপর বসে আছে। কনসার্ট শুরু হতেই মানুষের সংখ্যাও বাড়তে থাকে। কারণ ফ্রিতে দিলে বাঙালি কি না চায়। আমরা সামনে অবস্থান করছিলাম। অনুষ্ঠান শুরু হতেই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম। শীতের মধ্যে শরীর দিয়ে একদম গাম বের হয়ে গেছিল। তারপর অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে সাইডে আসি।

IMG20220110230840.jpg

অনুষ্ঠানের শুরুতেই ব্যাচেলের পয়েন্টের হাবু ভাই আসে। হাবু ভাই এসেই কিছু ইংরেজি বলতে থাকে। তারপর আস ব্যাচেলর পয়েন্টের শিমুল। তারপর একে একে আসে সবার প্রিয় কাবিলা। কাবিলা এসেই রোকেয়াকে নিয়ে কিছু কথা বলে। দর্শকদের অবস্থা খারাপ দেখে তখন তারা এতো কথা বলেনি। তারপর আমাদের চলচিত্র জগতের দুই সুপারস্টার পূর্ণিমা ও ফেরদৌস আসে। তারা দুজন এসে নৃত্য পরিবেশন করে। তারপর আসে চলচিত্র জগতের আরও দুই সুপারস্টার ওমর সানী ও মৌসুমী। তারা এসেও কিছু গানের নৃত্য পরিবেশন করে দর্শকদের আনন্দ দেয়।

যায়হোক নৃত্য পরিবেশন হলে এবার গানের মহড়া শুরু হয়। শুরুতেই আসে বাংলাদেশের স্বনামধন্য একটি ব্যান্ড। ব্যান্ডটির নাম হচ্ছে এ আর কে। আপনারা হয়তো এআরকে ব্র্যান্ডের নাম শুনেছেন। এ আরকে ব্যান্ডের শিল্পী হচ্ছে হাসান। হাসানের কালজয়ী কিছু গান দর্শকদের শোনায়। দর্শকরা আনন্দে মেতে থাকে কিছুক্ষণ

তারপর সবার প্রিয় আমাদের গুরু জেমস এর নগর বাউল ব্যান্ড আসে স্টেজে। স্টেজে আসতেই দর্শকরা আনন্দ করতে থাকে। গুর জেমস এসেই বিখ্যাত কয়েকটি গান শোনায় আমাদের। আমি কয়েকটি গানের ভিডিও ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ভালো লাগার আরেকনাম হচ্ছে গুরু জেমসের গান। বর্তমান সময়ের প্রত্যেকেই গুরু জেমসের গান সবাই শুনতে পছন্দ করে। আমার খুব ভালো লাগে শুনতে গুরু জেমসের গান। দশমাস দশদিন গানটি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। দর্শক যারা ছিল সবাই গুরু জেমসের সাথে একসাথে গান বলে।

IMG-20220111-WA0008.jpg

প্রথমে এতো দর্শকের মাঝে এসে মনে হচ্ছিল শুধু শুধু এসেছি। এতো ঠেলাঠেলির ভিতরে দম পালানোর জায়গা পর্যন্ত ছিল। যাক অবশেষে গুরু জেমসের গান শুনে অবশ্য আত্নাতৃপ্তি হলো। ফুরফুরে মেজাজে বাসায় আসতে পারলাম। অনেক উপভোগ করেছি কনসার্টটি বলা যায়।

DeviceOppo A12 & Redmi Note 8
photographermy friend & @haideremtiaz
Locationhttps://w3w.co/written.nosedive.parade

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গুরুকে নয়নভরে দেখলেন ভাই। লেখলেন মন ভরে।যোশ লাগানেন ছবিতেও। সুন্দর ছিল সবকিছু। ভাল থাকেন।

জি ভাই কাছ থেকে। আপনাকে ধন্যবাদ ভাই

স্বাগতম

ভালোবাসা অনেকাংশে বেড়ে গেলো আপনার প্রতি। আমি জেমস এর একজন পাগলভক্ত,আপনি জেমস কে সচক্ষে দেখেছেন। গা কিছুটা গরম হয়ে গেলো ভিডিওতে লেইস ফিতা লেইস এর কয়েকটা লাইন শুনলাম। খুবই ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা মুহুর্ত শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ ভাইয়া 😍

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

গুরু জেমসকে দেখার সৌভাগ্য হল আপনার। অনেক ভাল ছিল শীতের মধ্যে দারুন মুহুর্ত উদযাপন করেছেন। আসলে মুহূর্তগুলো কখনো ভুলবার নয়। দারুন ছিল


IMG_20220106_113311.png

ধন্যবাদ ভাই আপনাকে

জেমস আমার প্রিয় শিল্পী ভাই☺️
তার অনেক গান শুনেছি ভাই।
আপনি তার গান সরাসরি শুনলেন ভালো ছিল ব্যাপরটা।
আমি খুব ভালো উপভোগ করলাম আপনার ভিডিওটি।
শুভ কামনা রইল ভাই ♥️

আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️