22-01-23
১০ মাঘ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন।
কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম। গ্রামে এখনও শীতের প্রবাহ চলমান। বাহিরে গেলেই বুঝা যায় শীতের অবস্থা! বাড়িতে গিয়ে অবশ্য দেখা হয় বন্ধু সৌরভের সাথে! সেই প্রাইমারি স্কুল জীবন থেকে বন্ধুত্ব! এক দশকেরও বেশি সময় হয়ে গেছে! বন্ধুত্বটা এখনও আগের মতো আছে। সৌরভ বাড়িতেই থাকে। এইস এস সি পাশ করে বাড়িতেই আছে! সৌরভের বাবা মারা যাওয়ার পর সংসারের দেখভাল এখন তাকেই করতে হয়। ইচ্ছে ছিল কোনো নামকরা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করার। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরিবারের বড় ছেলে হওয়ায় সব দায়িত্ব এসে পরে তার কাধেঁ।
আমি যতবারই বাড়িতে যায়, ততবারই তার সাথে দেখা হয়! বিশেষ করে সন্ধ্যের পরে তার সাথে কিছুটা সময় আড্ডা দেয়া হয়। সাথে আরও ফ্রেন্ডরা থাকে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনার লাইফে এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে আড্ডা দিলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সৌরভ যুক্তিবাদী একজন লোক বললেও ভুল হবে না! যুক্তি দিয়ে ওর সাথে পেরে উঠা কঠিন ব্যাপার! বিশেষ করে লালন সাইজি, জালাল উদ্দিন রুমীর প্রমুখ ব্যক্তিদের জীবনাদর্শন ভালোভাবেই অনুসরণ করে থাকে সৌরভ। লালনের মতোই বিশ্বাস করে জাত-পাত বলতে কিছুই নেই। আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ!
যাক, গতকাল সন্ধ্যায় বেরিয়েছিলাম! আমরা একসাথে সব ফ্রেডরা মিলে আড্ডা দেই জলসিড়ি বাস স্ট্যান্ডে! আমাদের বাড়ি থেকে জলসিড়ি বাস স্ট্যান্ড কাছেই। বাস স্ট্যান্ড গিয়ে দেখি আরও কয়েকজন বন্ধু সেখানে এসে হাজির! দেখা হলো প্রাইমারী স্কুলের আরও দুজন বন্ধু আসিফ ও সালেহীন এর সাথে। চায়ের আড্ডায় কিছুক্ষণ কথা হলো! কতো কথাই জমা আমাদের! আড্ডায় তখন কথা উঠলো সৌরভের প্রাইমারী স্কুলের কথা! গণিতে অনেক ভালো ছিল সৌরভ! ২ ঘন্টা ১০ মিনিটের পরীক্ষা ১ ঘন্টায় ২০ মিনিটের আগেই শেষ করে বের হয়ে যেত! শিমু ম্যাডামের প্রিয় ছাত্র ছিল সৌরভ! ১০০ তে ৯৮ যে কতবার পেয়েছে!
আড্ডা দিতে দিতে সবাই আমাকে ধরলো খাওয়ানোর জন্য! অনেকদিন হলো তাদেরকে খাওয়ানো হয়না! এছাড়া তারা মোটামোটি জানে আমি অনলাইনে লেখালেখির কাজ করি! কিন্তু তারা এ কাজটি করতে কয়েকবার আমি উৎসাহ দিয়েছিলাম, তেমন আর পাত্তা পায়নি! তবে যায়হোক, শীতের সন্ধ্যায় ভাজ-পোড়া খেতে ভালোই লাগে! চলে গেলাম আমরা শাহজাহান কাকার দোকানে! সিঙ্গারা আর পুরি গরম গরম! চারজন চার প্লেট সিঙ্গারা আর পুরি নিলাম! খেতে খেতে আরও কিছুক্ষণ খোশগল্প হলো!
গ্রামে রাত যত গভীর হতে থাকে শীতের পরিমাণ তত বাড়তে থাকে! আড্ডা দিতে দিতে রাত নয়টা বেজে গেল! আসিফ আর সালেহীন চলে গেল বাসায়! আমি পরদিন মানে আজ ঢাকা চলে আসবো এই জন্য ভাবলাম আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যায়! সৌরভের সাথে চলে গেলাম গানের আড্ডায়! সৌরভদের ভাড়াটিয়া দোকানে দেখলাম কয়েকজন তবলা, ঢুল, হারমোনিয়াম নিয়ে বসে আছে! আমরা দুজন যেতেই গানের আসর শুরু! আমি চেয়েছিলাম গানের ভিডিও করতে। কিন্তু রেস্ট্রিক্টেশন এর জন্য ভিডিও করা হয়নি! দুটা ফটো তুলেছিলাম শুধু। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম! এখানে তিনজনই একাধারে শিল্পী! গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান! এখনও টিকে আছে! সেই কবে এসব গান শুনেছিলাম আমার মনে নেই!
সৌরভ লালনগীতি খুব পছন্দ করে! একে একে গান গাওয়া শুরু! সব লোকে কয় লালন কি জাত সংসারে, আমার হার কালা করলাম রে, সময় গেলে সাধন হবে না প্রভৃতি সব কালজয়ী গান! কোনো এডিট নেই, ভয়েস কতো সুন্দর! সৌরভ দেখলাম গানের তালে তালে কিছুক্ষণ সুর মিলালো! আমিও অনেকদিন পর গানগুলো উপভোগ করলাম! গান শুনতে শুনতে এগারোটা বেজে গেল। বাড়ি থেকে ফোন! সৌরভকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসি!
তবে অনেকদিন পর লালনগীতি শুনে ভালো লাগলো। গ্রাম বাংলার ঐতিহ্য এখনও টিকে আছে মনে হচ্ছে! এখনও অনেক গান প্রেমী আছে যারা গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান, লালনগীতি টিকিয়ে রেখেছে।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | w3w |
Date | 22 January, 2023 |
যায়হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি! আপনাদের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ 🌼🦋
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
twitter share link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস একজন আরেকজনকে ভুলতে পারে না। কিন্তু সময়ের কারণে একটু দূরত্ব হয়ে যায়। সময় ফেলে সবাই একসাথে হওয়ার চেষ্টা করে। তবে শীতকালে বাউল গান গুলো শুনতে অনেক ভালো লাগে। আপনারা বন্ধুরা মিলে সুন্দর করে বাউল গান উপভোগ করলেন। একটু রাত বেশি হওয়ার কারণে বাড়ি থেকে ফোন আসার কারণে চলে গেলেন। খুব সুন্দর করে আপনার অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাইয়া অনেকদিন পর বাউল গান শুনে ভালোই লেগেছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর আপনার বন্ধু সৌরভের সাথে আপনার দেখা হল। তবে যতদূর চলে যায় বন্ধুত্ব তারপরও আগের মতই থাকে। তবে আড্ডা দিতে সবাই আপনাকে ধরল খাওয়ানোর জন্য। চারজন মিলে জালাল কাকার দোকানে গরম গরম পুরি খেলেন। আপনার বন্ধু সৌরভ গানে গানে তাল মিলানের। অনেকদিন পর হওয়ার কারণে আপনাদের অনেক ভালই লাগলো। আসলে লালন গীতি গুলো শুনতে এমনিতে অনেক ভালো লাগে। আর আপনাদের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর সময় পার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেকদিন পর সৌরভের সাথে বাউল গান শুনলাম! ভালোই লেগেছিল। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধুত্বটা এখনও আগের মতো আছে জেনে খুশি হলাম।আসলে কিছু বন্ধুত্ব কখনো শেষ হয় না চিরদিন থাকে।গানের আড্ডায় দারুণ উপভোগ করেছেন বুঝতে পারছি।লালনগীতি আমার ও খুবই ভালো লাগে।দেহ-মনের এক অনাবিল সুখ পাওয়া যায় শুনে।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে আড্ডায় বসলে কখন যে সময় পার হয়ে যায় সেটা কিন্তু বুঝার উপায় নেই। যখন সব বন্ধুরা একত্রিত হয় তখন সারারাত চলে গেলেও মনে হয় অল্প সময় গেল। আর সেসব বন্ধু পরনো হলে তো কথাই নেই। গ্রামে প্রচুর শীত। আর রাত বাড়ার সাথে সাথে শীতও বারে। বন্ধুদের সাথে বাউল গানের আসর জমে উঠেছিল। কিন্তু কি আর করবেন বলেন, পরিবার ডাকলে তো আসতেই হবে। তবে বাউল গান আমার কিন্তু বেশ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit