08-02-2025
২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই ? আশা করছি সবাই অনেক ভাল ও সুস্থ আছেন । তো সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় । তো আপনারা যারা খেলা প্রেমি মানুষ আছেন তারা নিশ্চয়ই প্রতিনিয়ত খেলাধুলার খবর রাখেন । আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলছে । ইতিমধ্যে আপনাদের সাথে বিপিএলের বেশ কয়েকটি খেলা নিয়ে আলোচনা করেছি । তো গতকাল ছিল বিপিএল এর ফাইনাল ম্যাচ । ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস । বরিশাল এর আগের বারও ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল । সেদিক দিয়ে তারা অনেকটাই এক্সপেরিয়েন্স এবং দলটাতে বেশ অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিল বেশি । তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল ফাইনাল পর্যন্ত এসেছে। এদিকে চিটাগাং কিংসের দলটাতেও বেশ কিছু দেশি অভিজ্ঞতা সম্পন্ন বেটারও বোলার রয়েছে রয়েছে । তো আমি ধরে নিয়েছিলাম আসলে ফাইনাল ম্যাচটা দারুন হবে এবং বেশ উত্তেজনাকর হবে ম্যাচটি ।
তো টসে যেতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই ফরচুন বরিশাল । বরিশাল এর আগের ম্যাচগুলোতেও টসে জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ম্যাচগুলো তারা জিততে ও পেরেছে । সেজন্য তামিম টসে যেতে বোলিং করার সিদ্ধান্তটাই বেছে নেই ফাইনালের মত একটি ম্যাচে । ব্যাটিং করতে নামে পারভেজ হোসেন ইমন ও খাওয়াজা নাফাই । ইমনের সাম্প্রতিক পারফরমেন্স বেশ ভাল যাচ্ছে । আগের ম্যাচগুলোতেও সে দুর্দান্ত ব্যাটিং করেছে । তাছাড়া পাকিস্তানের বেটার খাওয়াজা খুবই ভালো ব্যাটিং করেছে কিন্তু দেখার বিষয় ছিল ফাইনালের মত একটি ম্যাচে তারা দুজন অপেনিং স্টার্ট টা কিভাবে করে । টি-টোয়েন্টিতে আসলে পার্টনারশিপ খুবই ইম্পরট্যান্ট একটি বড় পার্টনারশিপ হলেই রানের হিসাব বদলে যায় টোটালি । ও ফাইনালের মত একটি ম্যাচে ইমন ও খাওয়া যায় দুজনই শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে যার ফলে ফরচুন বরিশালের বোলাররা পর্যন্ত দিশেহারা হয়ে যায় । একের পর এক চার ছক্কার ফুলজুরিতে দর্শক গ্যালারিরাও অনেক উল্লাসিত হয় । ১১ ওভারেই চিটাগাং কিংস ১০০ রান সংগ্রহ করতে সমর্থ হয় কোন উইকেট হারানো ছাড়া ।
তবে এমন ও খাওয়াজার পার্টনারশিপ ভাঙ্গে দলীয় সংগ্রহ যখন ১২১ রান । এবাদত হোসেনের বলে কোট বিহাইন্ড এ ক্যাচ দিয়ে সাজগোরে ফেরে খাওয়াজা । তারপর মাঠে আসে ক্লার্ক । ক্লার্ক মাঠে আসার পর সেও একের পর এক চার ছক্কা মারতে থাকে । ইমন ও ক্লার্ক যেভাবে ব্যাটিং করছিল আমি ভাবছিলাম হয়তো ২২০ প্লাস রান হতে পারে । কিন্তু ক্লার্কের ইনিংস থামে ৪৪ রানের অসাধারণ ইনিংসের মধ্য দিয়ে । তখন চিটাগাং কিংসের সংগ্রহ ১৯.২ বলে ১৯২ রান । শেষের দিকে বরিশালের বোলাররা ভালো চেক দিয়েছে নয়তো ২০০ প্লাস রান হতে পারতো । শেষ অবধি জীবনের অসাধারণ ৭৮ রানের ইনিংসের মধ্য দিয়ে চিটাগাং কিংস ১৯৪ রান সংগ্রহ করতে সমর্থ হয় ।
১৯৪ বি রান চেইস করে জেতা আসলে কঠিন তবে বেশ কয়েকটি ম্যাচে ফরচুন বরিশাল চেইস করে জিততে পেরেছে । দেখার বিষয় ছিল ফাইনালের মত একটি ম্যাচে তারা কেমন ব্যাটিং করে এবং চিটাগাং কিংস কেমন বোলিং করে । ওপেনিং এ নামে তামিম ইকবাল ও তৌহিদ হৃদয় । বরিশালের শুরুটা দারুন হয় । তামিম ইকবাল একের পর এক বাউন্ডারি হাকিয়ে চিটাগাং কি কিংসের বোলারদের প্রেসারে রাখার চেষ্টা করে এবং রানের চাকাটা কেউ ভালো রাখার চেষ্টা করে । তামিম ইকবাল ২৯ বলেই ৫১ রান সংগ্রহ করতে সমর্থ হয় । তবে ফরচুন বরিশালের ওপেনিং পার্টনারশিপ ভাঙ্গে দলীয় সংগ্রহ যখন ৭২ রান । শরিফুল ইসলাম এর ভোলে ডাউন দা ট্র্যাকে খেলতে গিয়ে মিডন অঞ্চলে ক্যাচ লোফে নেই খালেদ মাহমুদ । তারপর মাঠে এসে ডেভিড মালান । আগের ম্যাচগুলোতে ডেভিড মালান খুব ভালো পারফরম্যান্স করেছে । তবে গতকাল ডেবিট মালান ইনিংসের শুরুতেই এল বি ডব্লিউ এর শিকার হয়ে সাজঘরে করে ফিরতে হয়ে থাকে ।
কিছুটা চাপে পড়ে যায় ফরচুন বরিশাল । তারপর মাঠে আসে মায়ার্স । ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ব্যাট ও বল হাতে এবারে বিপিএলে দারুন পারফরম্যান্স করেছে । মায়ারস ও তৌহিদ হৃদয় একটা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করি । কিন্তু নাঈম ইসলামের বলে ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ আউটের ধরা পড়ে তৌহিদ হৃদয় ২৮ বলে ৩২ রান করে সাজগোরে ফিরতে হয়ে থাকে । তারপর মাঠে এসে মুশফিকুর রহিম । মুশফিকুর রহিম আসার পর কয়েকটা বাউন্ডারি হাকিয়ে দর্শকদের মনে স্বস্তি এনে দেয় । কিন্তু তারপরেই সুইপ শটে ছক্কা মারতে গিয়ে সেই আউট হয়ে সাজঘরেরে ফেরে । শেষের দিকে এসে মায়েরসের আউট হওয়ার পর কিছুটা ছন্দপতন হয়ে যায় বরিশালের ব্যাটারদের ।মাহমুদুল্লাহর পর মোঃ নবী এসে আউট হয়ে যায় । তারপর শেষের দিকে বলতে গেলে রিসাদ হাসানের দুটি ছক্কায় ম্যাচের চিত্র পাল্টে দেয় । তিন উইকেটে জয়লাভ করে ফরচুন বরিশাল । এবারের বিপিএলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় মেহেদী হাসান মিরাজ এবং ফাইনালের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় তামিম ইকবাল ।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আগে থেকেই ভাবছিলাম যে এবার ও ফরচুন বরিশাল বিপিএল কাপ জিতবে। অবশেষে তারা গতকাল চট্টগ্রাম কে হারিয়ে কাপ জিতেছে। ফর্চুন বরিশালের জন্য শুভকামনা রইল। আশা করছি তারা ভবিষ্যতে আরো বেশি সুন্দর খেলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের ঝড়ো ব্যাটিং এর গুণে চিটাগাং ১৯৪ রানের টার্গেট দেয় বরিশাল কে। শেষ প্রান্তে রিশাদ কিন্তু ম্যাচটিকে জিতিয়েছিলো। আমি তো ভেবেই নিয়েছিলাম যে বরিশাল হেরে যাবে। চমৎকার একটি ম্যাচের রিভিউ করেছেন। বরিশালের দারুন জয় হয়েছে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল কে অভিনন্দন জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল রাতে খেলাটা আমি দেখেছিলাম আসলেই অনেক ভালো খেলেছে বরিশাল দল। টানা দ্বিতীয়বারের মতো তারা শিরোপা জয়লাভ করলো এটা সত্যি অনেক ভালো বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা আমাদের মাঝে পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুর্নামেন্টের শুরু থেকেই বেশ ভালো খেলছে বরিশাল। এবং ফাইনাল যেভাবে পাহাড় সমান রান তাড়া করে ম্যাচ জিতেছে সত্যি তাদের প্রশংসা করতেই হয়। অসাধারন একটা ম্যাচ ছিল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য বরিশাল কে অভিনন্দন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit