জাতীয় জাদুঘর ভ্রমন এবং ফটোগ্রাফি ||২য় পর্ব ||

in hive-129948 •  3 years ago 

16-05-2022

২ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ


প্রথম পর্বের লিংক



আসসালামুআলাইকুম সবাইকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ ভাল আছি । আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে আপনাদের সাথে ঢাকা জাদুঘরের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। তো আজ আপনাদের সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করবো। আজকের ফটোগ্রাফিগুলোর মধ্যে থাকবে সরীসৃপ ও পাখি প্রজাতির কিছু প্রাণীর ফটোগ্রাফি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক ।

ফটোগ্রাফিঃ০১📸

IMG20220511145804.jpg

IMG20220511145820.jpg

Device:Oppo A12
Location:w3w

এখানে দেখতে পাচ্ছেন মসকিউটো ও অ্যানিফিলিস পর্বের কিছু প্রাণী। এগুলো দেখে অনেকটা প্রজাপতির মতো মনে হলো। এছাড়াও এখানে রয়েছে রাটফ্লিয়া পর্বের কিছু প্রাণী। তবে রাটফ্লিয়া পর্বের প্রাণী আছে এটা আমি প্রথম শুনেছিলাম। আপনারা জেনে থাকলে জানাবেন আশা করি।

ফটোগ্রাফিঃ০২📸

IMG20220511150038.jpg

Device:Oppo A12
Location:w3w

এ পাথরটি দেখে হয়তো আপনারা চিনতে পেরেছেন! এটি হলো একটি গ্রানাইট পাথর। দিনাজপুরের কয়লা খনি থেকে আনা হয়েছে এবং সেটি এখানে সংরক্ষিত রয়েছে। গ্রানাইটকে বলা হয় পৃথিবীর স্বাক্ষর রক।

ফটোগ্রাফিঃ০৩📸

IMG20220511150052.jpg

Device:Oppo A12
Location:w3w

জীব বৈচিত্র্যের মাঝে এক জোড়া কবুতর। কবুতর দুটি দেখতে খুব সুন্দর লাগতেছিল। একদম বাস্তব কবুতরের মতোই মনে হচ্ছিল।

ফটোগ্রাফিঃ০৪📸

IMG20220511150021.jpg

IMG20220511150500.jpg

Device:Oppo A12
Location:w3w

এদের প্রচলিত নাম সরাল। সরাল কর্ডাটা পর্বভূক্ত এক প্রকার হাসঁ জাতীয় পাখি। স্বভাবে এরা নিশাচর। খাবারের সন্ধানে চড়ে বেড়ায়। মাছ,ব্যাঙ,কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য । গ্রামগঞ্চে এসব প্রজাতির হাসঁ পালন করতে দেখা যায়

ফটোগ্রাফিঃ০৫📸

IMG20220511150206.jpg

Device:Oppo A12
Location:w3w

বিশাল একটি ড্রাগন জাতীয় প্রাণী। এগুলো পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই মডেলটি। দেখতেও বিশাল বড়।

ফটোগ্রাফিঃ০৬📸

IMG20220511150314.jpg

Device:Oppo A12
Location:w3w

করাত মাছ সম্পর্কে আপনারা হয়তো অনেকই জানেন। এদের শরীর বলতে গেলে করাতের মতো ছোঁয়াল। সাধারনত সমুদ্র এসব মাছ বেশি দেখা যায়। নাকের দুইপাশে করাতের মতো ধারালো দাতঁ আছে। সেই দাতঁ দিয়ে খুব সহজেই অন্যকোনো মাছ বা প্রাণীকে আঘাত করতে পারে।

ফটোগ্রাফিঃ০৭📸

IMG20220511150100.jpg

Device:Oppo A12
Location:w3w

এদের প্রচলিত নাম হচ্ছে প্রাণী। এরা আবার স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে ১৯ প্রজািতির বানরের সন্ধান পাওয়া গেছে। বানরের লম্বা হাত ও পা আছে যার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে এরা খুব সহজেই লাফ দিয়ে চলাফেরা করতে পারে।

ফটোগ্রাফিঃ০৮📸

IMG20220511150558.jpg

Device:Oppo A12
Location:w3w

সরীসৃপ পর্বের প্রাণীদের মধ্যে গুইঁসাপ একটি। গ্রামে এদের বেশি দেখা যেত। সময়ের বিবর্তনে এখন আর তেমন দেখতে পাওয়া যায় না।

ফটোগ্রাফিঃ০৯📸

IMG20220511150515.jpg

Device:Oppo A12
Location:w3w

হরিণের মাথায় ডালের মতো বড় শিং রয়েছে। হরিণের শিং এর মডেল এখানে দেখতে পেলাম। কেবলমাত্র পুরুষ হরিণের মাথায় শিং থাকে । শিং পড়ে গেলে তা আবার নতুন করে গজায়।

ফটোগ্রাফিঃ১০📸

IMG20220511145929.jpg

Device:Oppo A12
Location:w3w

একজোড়া কাক দেখতে পাচ্ছেন। এগুলোর উৎপত্তিও হয়েছে এশিয়াতে । তারপর ইউরোপসহ আরও কিছু দেশে ছড়িয়ে পড়ে। কাকের গায়ের রং কালো। পক্ষীকুল পর্বের অন্তর্গত এটি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNational Museum
Date11 May, 2022

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ফটোগ্রাফিগুলো। দ্বিতীয় পর্বের মাধ্যমেই এখানেই জাদুঘরের ফটোগ্রাফি শেয়ার করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



10% beneficary for @shyfox

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2022-02-19 at 00.53.52.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জাদুঘর মানে শিক্ষার মতো অনেক সুন্দর একটি জায়গা। যেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার খুব ভালো লাগে। এরকম জায়গায় সকলের যাওয়া উচিত। বিশেষ করে শীক্ষা্রথীদের যাওয়া উচিত। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।

ঢাকার জাতীয় জাদুঘরের তো ফটোগ্রাফি করে নিষিদ্ধ আপনি মনে হয় অনেক ভয়ে ভয়ে লুকিয়ে ছবি তুলেছেন। আপনার ছবি তোলা দেখলে ফোনটা তো হারিয়ে ফেলতেন। কারন আমি নিজেও জাতীয় জাদুঘর থেকে ছবি তুলে পোস্ট করেছিলাম। ভয় ভয়ে ছবি তুলেছিলাম। আপনি খুব সুন্দর ভাবে বিভিন্ন জিনিসে সম্পর্কে বর্ণনা করেছেন। আপনি অনেক পশুপাখি সামুদ্রিক মাছের ফটোগ্রাফি ও জীবাশ্ম আমাদের মাঝে উপস্থাপন করেছে এবং বর্ণনা করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

না আপু লুকিয়ে লুকিয়ে ছবি তুলে নি । এখন ছবি তুলতে কোন নিষেধ নেই ,আপনি চাইলেই ছবিও দিতে পারেন

ভাই আমাদের জন্য অসাধারণ প্রাণীকুল জীববৈচিত্রের ফটোগ্রাফি করেছেন। তবে তার ফটোগ্রাফি গুলো করতে গিয়ে আপনার কোন রকম বিপদ হতে পারত, ফোনটা হারিয়ে ফেলতেন। যাইহোক ভালই ভালই সব ঠিকঠাক ছিল। তবে আমাদের সাথে এত সুন্দর জীববৈচিত্র্য ফটোগ্রাফি জিনিস শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

কবুতর গুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম সত্যিকারি।সবগুলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইল।

জাদুঘরে যাওয়ার আমার খুবই ইচ্ছে কিন্তু এখনো যাওয়া হয়নি। কারণ জাদুঘরে অনেক কিছু দেখতে পাওয়া যায়। আপনার পোষ্টের মাধ্যমে জাদুঘরের সম্পর্কে অনেক কিছুই দেখতে পেলাম। বিশেষ করে অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখা হয় সেগুলো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে ‌‌। দুটো হাঁস দেখলাম খুব সুন্দর লাগতেছে। এমনকি ড্রাগনের মত দেখলাম অনেক বড় একটা প্রাণী। তাছাড়া বানরটাকে দেখতে একদম হুবহু বানরের মত লাগছিল। আমার কাছে দেখে ভালই লাগলো। বলতে গেলে জাদুঘরের কিছুটা অনুভব করতে পারলাম।

জাতীয় জাদুঘরে ভ্রমন করেছেন এবং দারুন দারুন কিছু ফটোগ্রাফি সাথে খুবই প্রয়োজনিয় মুলক তথ্য শেয়ার করেছেন দারুন ছিল পুরো পোস্ট ধন্যবাদ শেয়ার করার জন্য।

জাতীয় জাদুঘরে কখনো যাওয়া হয়নি। তবে আজ আপনি জাতীয় জাদুঘরের ফটোগ্রাফির দ্বিতীয় পর্ব শেয়ার করে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করেছেন। এর মাধ্যমে অনেকগুলো প্রাণীর সম্পর্কে জানতে পেরেছি এবং তাদের বৈশিষ্ট্য বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাতীয় জাদুঘরের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনার জাদুঘর ভ্রমণ করার মুহুর্তগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভাই বিশেষ করে সারাল হাঁসের এই মূর্তিটি যেটা দেখতে খুবই আশ্চর্যজনক ছিল এছাড়াও আপনি মিউজিয়ামে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আপনার সময় গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

জাতীয় জাদুঘরের ফটোগ্রাফি গুলো বেস্ট দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফটোগ্রাফির সম্পর্কে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। সত্যি খুব ভালো লাগলো আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু দেখতে পেলাম। এতো অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই।

দেখেই বোঝা যাচ্ছে জাতীয় জাদুঘর ভ্রমণের সময় অনেক চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছিলেন সেই সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার প্রথম পোস্ট আমি এর আগেও দেখেছিলাম আর আজকে দ্বিতীয় পোস্ট দেখে ফেললাম। পোষ্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম এবং দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি জাতীয় জাদুঘর ভ্রমণ করার কিছু মুহূর্ত এবং সাথে কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগছে। আর বোঝাই যাচ্ছে আপনি এখানে খুব ভালো সময় পার করেছেন।

আমি একবার জাতীয় জাদুঘরে গিয়েছিলাম ।কিন্তু কোন প্রকার ছবি তোলার সুযোগ পাইনি ।সে সময় আমার হাতে এগারোশো 10 মডেলের নোকিয়া মোবাইল ছিল। কিন্তু মোবাইলটা ওপেন করা মাত্রই কোত্থেকে একজন এসে আমাকে আবার বাঁধা দিলো। আমি আর ছবি তুলতে পারলাম না। এখন ছবি তোলা যায় কিনা জানিনা। তাছাড়া অনেকদিন থেকে যাওয়া হয়নি কিংবা এরকম খোঁজ খবর নাই ।বহুদিন পর আবার জাদুঘরকে দেখতে পেরে আমার ভালই লাগলো।

জাতীয় জাদুঘরে কখনো যাওয়া হয়নি যেটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর কিছু দৃশ্য পটভূমি দেখতে পেলাম ।ভালোই উপভোগ করেছি ভাইয়া একসময় যাওয়ার চেষ্টা করবো ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️