10-05-2022
২৭ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামোটি সুস্থ্য আছি । তো আজকে ঢাকার সব থেকে বড় বাজার থেকে বই কেনার অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন।
ঈদের আগে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল। ফেনী থেকে নরমালি আমি বই কিনে থাকি । কিন্ত এবার পরীক্ষা শেষ করে বাড়িতে আসার সময় বই কিনতে পারিনাই। কারণ লাইব্রেরীতে বই তখনও আসেনি। তবে লাইব্রেরীতে পুরাতন বই ছিল। আমার কয়েকজন বন্ধু পুরাতন বই কিনে নেয়। আমি নেইনি। আর মাত্র এক সেমিস্টার বাকি। সব সেমিস্টারে নতুন বই কিনে পড়েছি। একটা সেমিস্টারে পুরাতন বই পড়বো! শেষটাও নতুন বই পড়েই করতে চায় এজন্য কিনিনাই তখন। আমি এখন সপ্তম সেমিস্টারে আছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছি। তো নরমালি হক প্রকশানীর বই পড়ে থাকি। আমাদের জন্য টেকনিক্যাল প্রকাশনীরও বই বের হয়। তবে হক প্রকাশনীর বই পড়তে বিশেষকরে আমার কাছে ভালো লাগে। গুরুত্বপূর্ণ টপিকসগুলো সুন্দরকরে উল্লেখ করা থাকে। এজন্য পড়তেও বেশ সুবিধা হয়।
যায়হোক, ঈদের আগেই বাড়িতে চলে এসেছিলাম বই ছাড়া। ভাবছিলাম ময়মনসিংহ থেকে বই কিনে নিবো। পরে আর হলোনা। কারণ আপনারা হয়তো জানেন আমি আপুদের বাসায় অর্থাৎ ঢাকায় অবস্থান করছি। এদিকে কলেজ খুলে দিয়েছে। চারমাসের মধ্যে সেমিস্টার শেষ হয়ে যাবে। আর এদিকে ক্লাস রুটিনও দিয়ে দিয়েছে। তো বই নাই হাতে পড়াি শুরু করিনাই। এজন্য অবশ্য রীতিমত চিন্তা হচ্ছিল। তারপর আপু বললো যে "তোর ভাইয়া বলেছে এখানে বাংলা বাজারে সব রকমের বই পাওয়া যায়"। তার আগের দিন অবশ্য আমি নিউমার্কেট গিয়ে দেখে আসছি। সেখানে টেকনিক্যাল প্রকাশনীর বই আছে, হক প্রকাশনীর বই পায়নি। তো আমি আপুকে বললাম তাহলে তো ভালোই হয় এখান থেকে বই কেনা যাবে। তবে ঢাকা তেমন চেনাজানা নাই। তবে বাস দিয়ে যাতাযাত করতে করতে অনেক কিছুই চেনা হয়ে গেছে।
আপুর বাসা গেন্ডারিয়া । আর এখান থেকে বাংলা বাজার যেতে বেশিক্ষণ লাগেনা। যদিও এর আগে আমি কখনো যায়নি। তো সকাল সকাল বেরিয়ে পড়ার প্লেন করি আর রোদও ছিল মোটামোটি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব। ঢাকাতে বৃষ্টি হলেও বোঝা যায়না বাহিরে বৃষ্টি হচ্ছে কিনা। কারণ বৃষ্টির শব্দ রুম থেকে তেমন শুনা যায় না। গ্রামে যেমনটা শুনা যায়। টিনের চালের উপরে পানি পড়ার শব্দ শুনেই বুঝা যায়। যায়হোক, রেডি হয়ে পড়লাম বাংলা বাজার যাওয়া উদ্দেশ্যে। ভাইয়া আমাকে একটি পিকআপ গাড়িতে তুলে দেয়। এই গাড়িতে করে বাংলা বাজারে গেলে ২০-৩০ মিনিটের মতো লাগে। তবে জ্যামে পড়লে আরও বেশিক্ষণ লাগে। যাওয়ার পথে ঢাকা সমুদ্র বন্দর চোখে পড়লো। বিশাল বিশাল জাহাজ ঘাটে দাঁড়ানো। এতো বড় বড় জাহাজ এই প্রথম দেখলাম গাড়িতে বসে।
অবশেষে চলে এলাম বাংলা বাজারে। এসে তো দেখি এখানে বইয়ের মেলা। এখান থেকেই যতদূর জানি সারা বাংলাদেশে বইয়ের সাপ্লাই দেয়া হয়। তো পলিটেকনিক এর বই কোন দোকানে পাওয়া যায় সেটা আগে খোজঁতেছিলাম। অনেক দোকানদার না করে দিলো এখানে পলিটেকনিক এর বই পাওয়া যায়না। তবে দেখিয়ে দিলো যে হক লাইব্রেরীতে পলিটেকনিক এর বই পাওয়া যাবে। আর আমি সেটাই খোজঁতেছিলাম।
লোকদেরকে জিজ্ঞেস করতে করতে হক লাইব্রেরী দোকানে গেলাম। গিয়ে দেখলাম পলিটেকনিক এর বইয়ের মেলা সেখানে। সব বই এখানেই তৈরি হয় তারপর সেটা দেশের বিভিন্ন পলিটেকনিকগুলোতে সরবরাহ দেয়া হয়। তারপর দোকানদারকে বললাম আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর সপ্তম সেমিস্টারের বই দেয়ার জন্য। বইয়ের দামটা আগে থেকেই জানা ছিল। ৯৫০ টাকা রাখলো বইয়ের দাম। পাইকারী দাম বিক্রি করে এখানে। নতুন বই হাতে পেয়ে ভালোই লাগছিল। তারপর বই নিয়ে আবার পিকআপ গাড়িতে করে বাসায় চলে আসি। এক ঘন্টার মধ্যে বলতে পারেন ভালো একটা অভিজ্ঞতা হয়েছে।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | Banglabazar, Dhaka |
যায়হোক, আজ এই পর্যন্তই । ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
আসলেই নতুন বই হাতে পাওয়ার অনুভূতি দেখে ভালই লাগলো। আমাদের নিজেদের ও এ রকম অনুভূতি অনেক ভালো লাগে। যখন কোন সেমিস্টারের জন্য নতুন বই কিনি অনুভূতিটা বেশ আনন্দের। আপনার সপ্তম সেমিস্টার এর বই কিনার অনুভূতি দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু নতুন বই হাতে পাওয়ার অনুভূতিটা অন্যরকম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বই মানুষের পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে অনেক জ্ঞান অর্জিত হয় তা যেকোনো সময় কাজে লাগে। আপনি ইলেকট্রিক এর উপরে লেখা তিনটি বই কিনেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বই কেনা মজাই আলাদা কারণ নতুন বই কিনে নিয়ে সেগুলো খুলে পড়তে বেশ ভালই লাগে। বই কিনতে গিয়ে দেখি ভালোই ঝামেলা পোহাতে হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য যেন নতুন ভাবে ভালোভাবে পড়তে পারেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন একদম। নতুন বই নিয়ে পড়তে ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম অভিজ্ঞতা মনে হয় সকলেরই হয়। নতুন বই হাতে নেওয়ার পর অন্যরকম ভালো একটা অনুভূতি মনে কাজ করে।
বই কিনতে গিয়ে তো ভালোই ঝামেলা পোহাতে হয়েছিল আপনাকে।
আপনার বই কেনার অভিজ্ঞতার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনার বই কেনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন। নতুন বই পাওয়ার আনন্দ সেই ছোটবেলা থেকেই ছিল। এখনও হাতে নতুন বই পেলে ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বাংলাবাজার আসছিলেন বলবেন না। আমার বাসা থেকে বাংলা বাজারের দূরত্ব মাত্র ১০ মিনিটের রাস্তা। আমাদের এলাকাতে আসছিলেন আর আমি জানলামই না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাথে আরেকবার ইনশাআল্লাহ দেখা হবে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বই কিনতে এসে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন দেখছি। আর অনেক ঝামেলা পোহাতে হয়েছে যাক শেষমেষ ভালো ভাবেই বই কেনা হয়েছে। আসলে নতুন বই কিনে পড়ার আনন্দটাই আলাদা। ছোটবেলায় যখন স্কুলে নতুন বই দিতো তখন কতদিন বই হাতে নিয়ে এর গন্ধ শুঁকতাম। আসলে নতুন বইয়ের ব্যাপারটাই আলাদা। আপনার অভিজ্ঞতাটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। যে যত বই ক্রয় করে পড়বে তত তার জন্য উপকার। তবে শুধু কিনে রাখলেই হবে না নিয়মিত পড়তে হবে। যাই হোক খুব ভাল লেগেছে আপনার এত সুন্দর একটি পোস্ট। আশা করি অনেকের উপকারে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ার জন্যই এই বইগুলো কিনা ভাই। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ভুল না করলে আপনি হয়তো ডিপ্লোমাতে লেখাপড়া করেন। আমি যখন ডিপ্লোমাতে লেখাপড়া করতাম তখন নতুন বই কিনার মজাই অন্যরকম। যাইহোক আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন বই কেনার মাধ্যমে ।।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আপনি ডিপ্লোমাতে পড়াশোনা করছি। ধন্যবাদ আপনাকেও
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা বাজার থেকে বই কেনার অভিজ্ঞতার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আসলে একটা জিনিস কেনার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা ভালো যেটা আপনি অর্জন করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাইয়া ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা ফ্রেন্ডরা মিলে এই নীলক্ষেত থেকে বই কিনতাম।আপনার পোস্ট পড়ে মনে পরে গেলো।অনেকগুলো ফ্রেন্ড এক সাথে যেতাম।তারপর ঐখানে বিরিয়ানি ও খেতাম। বেশ ভালো ছিলো দিনগুলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম এটা ভালো ছিল। তবে ঢাকা বেশি চেনা নেই। একাই গিয়েছি বই কিনতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সেদিন লাইব্রেরী তে খিজ নিয়েছি বই বাকি আসেই নাই😃।আর আপনি এইদিকে বই নিয়েয় ফেলেছেন।তবে এটা ঠিক হোক প্রকাশনী অনেকটা সহজসাধ্য আর সাবলীল আর টেকনিকাল প্রকাশনী অনেকটাই প্যাচাল এই জন্যে হোক প্রকাশনী এই ভালো।যাইহোক ভাই পড়াশুনা শুরু করে দেন তাইলে,আর একটা সেমিস্টার তো দেখতে দেখতে চলে যাবে😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম ভাই শুরু করে দিবো পড়াশোনা। হক প্রকাশনীর বই পড়ে আসতেছি বিগত সেমিস্টারগুলা থেকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাতে নতুন বই পাওয়া মানে বিশাল কিছু 🤗
আমি যখন নতুন বই কিনতাম তখন মনে একটা অন্যরকম অনুভূতি হতো, এটা ভাষায় প্রকাশ করা যাবেনা 🤗
আপনার নতুন বই কেনার অভিজ্ঞতা চমৎকার তুলে ধরেছেন।
দোয়া রইল ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit