সিজন-৩ঃ ১৫ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  2 years ago 

13-01-23

৩০ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শীতের শেষ সময়টা ভালোভাবেই উপভোগ করছেন! এখন পৌষ মাসের শেষ সপ্তাহ চলছে! বলা যায়, শীতের প্রকোপ তখন অনেকটাই কমে যায়! কিছুদিন পর প্রকৃতির রূপটাও পরিবর্তন হয়ে যাবে! যাক, আবারো চলে এলাম পাওয়ার আপ পোস্ট নিয়ে। ইতোমধ্যে আপনারা তো জেনে গেছেন যে, সিজন-৩ চলতেছে! নতুন বছরের সবাই নতুন টার্গেট নিয়ে এগিয়ে যাবে সেই কামনা করছি! আশা করছি সবার টার্গেট পূরণ হবে! এ বছর আমারও নির্দিষ্ট একটা টার্গেট নিয়েছি এবং সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি!

png_20230113_100626_0000.png

আজকে দ্বিতীয় বারের মতো পাওয়ার আপ করবো! আজকে ১৫ স্টিম পাওয়ার আপ করেছি! পাওয়ার আপ করার মাধ্যমে ২০০০ স্টিম পাওয়ার আপ পূরণ হলো। আশা করি, এই অঙ্কটা আরও বড় হবে! ডিসেম্বর আসতে এখনও অনেক দেরি! নিয়মিত পাওয়ার আপ করলে আশা করি ডলফিন ক্যটাগরিতে আমি যেতে পারবো! যাক, পাওয়ার আপ প্রসেসটা দেখে নেয়া যাক!

১ম ধাপ

IMG_20230113_095817.jpg

২য় ধাপ

IMG_20230113_095906.jpg

৩য় ধাপ

IMG_20230113_095938.jpg

পরিসংখ্যান

পূর্বের এসপি১৯৮৭.২১৫
পাওয়ার আপ১৫ স্টিম
বর্তমান এসপি২০০২.২১৫

পাওয়ার আপ

১ম সপ্তাহের পাওয়ার আপ লিংক


যাক, পাওয়ার আপের মাধ্যমেই আমাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়! আর দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্বটাও অনেক! আশা করি আপনারাও পাওয়ার আপের মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করবেন। সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

নিয়মিত পাওয়ার আপ করতে পারলে সিজন শেষে অবশ্যই আপনার ডলফিন হওয়ার টার্গেট অবশ্যই পূর্ণ হবে। এভাবেই এগিয়ে যান।শুভ কামনা রইল ভাই।

জি ভাইয়া! আশা করি আমি টার্গেট পূরণ করতে পারবো!

আপনার 15 টি পাওয়ার আপ দেখে খুব ভালো লাগলো। অল্প অল্প করে পাওয়ার আপ করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমরা সবাই এই প্লাটফর্মে কাজ করতে হলে আমাদের পাওয়ার আপ করা অত্যন্ত জরুরী। যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা। খুব সুন্দর করে পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া! অল্প অল্প করে পাওয়ার আপ করলে এক সময় অনেক পাওয়ার হবে! সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি!

পূর্বের স্টিম ১৯৮৭ ছিলো আজ ১৫ স্টিম পাওয়ার আপ করে ২০০২ স্টিম হয়েছে।২০০০ স্টিম টার্গেটের আশা পূরন হলো।সামনে আরো স্টিম পাওয়ার হবে।পাওয়ার মানেই শক্তি। ভালো লাগলো।ধন্যবাদ

জি আপু! যতবেশি পাওয়ার আপ ততবেশি সক্ষমতা বৃদ্ধি! ধন্যবাদ আপু

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি সেই কাজটি আমরা সকলেই সম্মিলিতভাবে করে চলেছি। প্রতি সপ্তাহে আপনি আজকে ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন কিছুটা হলেও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকুক সেটাই কামনা করি।

জি ভাই! চেষ্টা করবো ধারাবহিকতা বজায় রাখার জন্য! আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার পাওয়ার আপ দেখে খুব ভালো লাগলো। আসলে আমরা সবাই অল্প অল্প করে পাওয়ার আপ করলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। যত বেশি পাওয়ার আপ করা যাবে তত বেশি আমাদের ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করার চেষ্টা করি। আজকে ১৫ টি পাওয়ার আপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া! চেষ্টা করে যাচ্ছি! আপনাদের ছোট্র কথা আমাকে অনেক অনুপ্রাণিত করে।

আপনি নিয়মিত পাওয়ার আপ করে গেলে অবশ্য আপনার কাঙ্খিত স্থানে পৌঁছাতে পারবেন। আপনি আজ ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন।আর এর মধ্য দিয়ে আপনার ২০০০ স্টিমে পৌঁছে গেলেন। এভাবে লেগে থাকেন বছর শেষে ডলফিন হয়ে যাবেন।

জি ভাইয়া! ধারাবাহিকতা বজায় থাকলে আশা করি ডলফিনে যেতে পারবো!

আপনি পাওয়ার আপ করে করে ২০০২ স্টিম এ পৌঁছেছেন। এই সিজনে আপনার লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। আজ ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন এতে আপনার একাউন্টের শক্তি বৃদ্ধি পেল। আপনার পাওয়ার আপ দেখে অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ভাইয়া ।

জি ভাইয়া আমি চেষ্টা করে যাচ্ছি! আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।এভাবে আপনি পাওয়ার আপের মাধ্যমে নিজের লক্ষে খুব সহজেই পৌঁছে যাবেন ইনশাল্লাহ।স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি।এভাবেই পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্ট শক্তিশালী করুন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।ধন্যবাদ পাওয়ার আপের পোস্টটি শেয়ার করার জন্য।