31-05-2024
১৭জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই আজকে চলে এলাম আপনাদের সাথে নাটক শেয়ার করার জন্য। আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে তুমিহীনা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নাম | তুমিহীনা। |
---|---|
পরিচালনা ও গল্প | সাজ্জাদ হোসেন বাপ্পী। |
চীফ এসিসট্যান্ট ডিরেক্টর | শাহরিয়ার হাসান মেহেদী। |
অভিনয়ে | খাইরুল বাশার, সাবিলা নূর, শহিদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, আরফান মৃধা শিবলু, তুনশ্রী তন্নী, শামীম হোসেন সাহিল সহ আরও অনেকে। |
আবহ সংগীত | শুভ্র রাহা ও সালমান জাইম। |
দৈর্ঘ্য | ৪৬ মিনিট ৩৯ সেকেন্ড। |
মুক্তির তারিখ | ১৫ই ফেব্রুয়ারি , ২০২৪ ইং |
ধরন | রোমান্টিক, সামাজিক । |
ভাষা | বাংলা |
চরিত্রেঃ
ইরফানঃ
খাইরুল বাশার।জোতিঃ
সাবিলা নূর।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায়, ইরফান ফেইসবুকে একটা মেয়ের পোস্ট পড়ে মেয়েটিকে আপন ভাবা শুরু করে। মেয়েটি ইরফানের মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তবে পোস্টের মাধ্যমে মেয়েটির ঠিকানা জানতে পেরেছে ইরফান। ইরফান সিদ্ধান্ত নেয় মেয়েটির সাথে দেখার। তার গভীর রাতে অদ্ভূত অদ্ভূত সব পোস্ট পড়ে ইরফান মেয়েটির প্রতি ভালো লাগা কাজ করে। মেয়েটি মধুমতি স্কুলের টিচার জোতি আহসান! ইরফান মধুমতি গ্রামে চলে যায় মেয়েটির সাথে দেখা করার জন্য। স্কুলে গিয়েই দেখা পেয়ে যায় মেয়েটির। কিন্তু ইরফান যখনই পরিচয় দিতে যায় তখনই মেয়েটি ইরফানকে চিনে না বলে সম্মতি জানায়। ইরফান তাকে বলে যে ফেইসবুক ফ্রেন্ড সে। আর তার সুবাধেই এখানে এসেছে। কিন্তু জোতি তাকে চিনে না।
তারপর ইরফান চিন্তা করে গ্রামেই থেকে যাওয়ার। কিন্তু সে কোথায় থাকবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। তারপর ইরফান গ্রামের রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে মোড়ল নামের এক ব্যক্তির সাথে দেখা হয়। আর সে ব্যক্তি ইরফানকে নিয়ে আসে জোতিদের বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় জোতিও সেখানে!! আর সেটা দেখেই ইরফান অবাক হয়ে যায়। জোতির মা বাবাও খুব খুশি হয়। কিন্তু জোতি রেগে যায় প্রথমে ইরফানকে দেখে। তারপরে ইরফানকে স্টোর রুমে জায়গা করে দেয়। জোতির বাবা ইরফানকে বলে গ্রামে যতদিন থাকবে ততদিন যেন মধুমতি স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ায়। ইরফান তার পরদিনই গিয়ে স্কুলে বাচ্চাদের পড়ানো শুরু করে। সেখানে ইরফানের জোতির সাথেও দেখা হয়।
ধীরে ধীরে ইরফান জোতির প্রেমে হাবুডুবু খেতে থাকে। কিন্তু জোতিকে সাহস করে ভালোবাসি বলতে পারে না। জোতিও বেশ রাগী মেয়ে। ইরফানকে কিছু বলার সুযোগ দেয় না। এদিকে হঠাৎ একদিন জোতির মা বাবা এসে বলে জোতির আসল কাহিনী! কেনই-বা জোতি এমন ব্যবহার করে, কেনই বা তার মুখে হাসি নেই। জোতি একটা ছেলেকে ভালোবাসতো কিন্তু ছেলেটি তার সাথে চিট করেছে । আর সেটা সহ্য না করতে পেরে জোতি সুইসাইড করতে চেয়েছিল। তারপর থেকে জোতির জীবনটা অন্যরকম হয়ে যায়। এটা শোনার পরে ইরফানেরও কষ্ট লাগে। তারপর ইরফান জোতিদের বাড়ি থেকে দুদিনের জন্য চলে যায়। জোতি তাকে খুজঁতে থাকে। কোথাও খুজেঁ পায় না। হঠাৎ করেই একদিন দেখতে পায় বাইক নিয়ে সে দাঁড়ানো! আর বাইকে করেই জোতিকে নিয়ে যায় এক জায়গায় ।
জোতিকে প্রপোজ করে ইরফান। কিন্তু জোতি সেটা সহ্য করতে পারেনি। সে রেগে যায়। সে ভাবে সব ছেলেরাই শুধু স্পর্শ চায়। তাদের কাজ শেষ হলেই চলে যায়। তারপর ইরফানকে বলে তাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। ইরফান চলে যায়। জোতির মা বাবারও মন খারাপ। জোতি তারপর থেকে শুধু ইরফানের শূন্যতা অনুভব করতে থাকে। স্কুলে গিয়েও ইরফানকে দেখতে পায় না। জোতিও ইরফানের প্রেমে পরে যায়। কিন্তু ইরফানকে পাবে কোথায়? তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে।
ব্যক্তিগত মতামত
ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছিল। আসলে শহরকেন্দ্রিক নাটক থেকে গ্রামের দিকে নাটকের দৃশ্যগুলা দেখতেও ভালো লাগে। আর খাইরুল বাশারের অভিনয় সবসময় সাধারণ। দেখতেও ভালো লাগে। নাটকের গল্পটা ভালো ছিল। ভালোবাসায় প্রতারণা থাকলে সেখানে ভালোবাসা থাকে না। আর একবার কেউ প্রতারণা করলে বারবার যে প্রতারণা করবে এমনটা নয়। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে কখনো স্পর্শ চাই না। সে শুধু চাই প্রিয় মানুষটা পাশে থাকুক। নাটকটিতে সেটাই যেন স্পষ্ট।
ব্যক্তিগত রেটিং
৯.২/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
twitter share
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাইরুল বাসারের অভিনয় আমার কাছে ভাল লাগে নেটওয়ার্ক এর বাইরে ফ্লিম টা থেকে খুব দারুন অভিনয় করেন।অনেক দারুন ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো রিভিউটা পরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর একটি নাটক রিভিউতে দেখে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার নাটক রিভিউটা। সুন্দর এই নাটকটা আমাদের মাঝে রিভিউ করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু রিভিউটা পড়ে মন্তব্য করার জন্য 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন। তুমিহীনা নাটকটি আমি দেখেছি। নাটকের গল্প এবং দৃশ্যপট বেশ দারুণ । খাইরুল বাশার, সাবিলা নূর এর অভিনয় দারুন হয়েছে । আসলে এই ধরনের নাটক দেখতে খুবই ভালো লাগে। আপনার নাটক রিভিউ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা আমার কাছেও ভালো লেগেছিল ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। একদম ঠিক ভালোবাসায় প্রতারণা থাকলে সেখানে কখনও ভালোবাসা থাকে না। তাছাড়া পৃথিবীর সব মানুষ এক নয়। সত্যিই ভালোবাসার মানুষ কখনও স্পর্শ চায় না। তারা শুধু চায় সবসময় ভালোবাসার মানুষটি পাশে থাকুক। ভালোবাসা কেন্দ্রিক খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ এই নাটকটি আমি অনেক আগেই দেখে নিয়েছিলাম৷ আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ দেখে খুব ভালো লাগছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit