09-03-2025
২৫ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
০৯ রমজান, ১৪৪৬ হিজরি
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। তবে মাঝে মাঝে ভালো থাকা যায় না চারপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে ভালো থাকা যায় না। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তটা আসলে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে সবার বলতে গেলে। ইফতার যেহেতু মেসে সবাই একসাথে করি তার কারণে ইফতারের আগে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। তো ইফতারের ঠিক আগ মুহূর্ত এ হঠাৎ করেই বিল্ডিং এ থাকা কয়েকজন চিল্লানো শুরু করে দেয় আগুন লাগছে! আমি হয়তো ভেবেছিলাম আমাদের বিল্ডিং এ লেগেছে কি না! বেশ ভয় পেয়েই গিয়েছিলাম।
পরে দেখি আমাদের বিল্ডিং থেকে একটু দূরে একটা স্টিল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন দেখে তো মনে হচ্ছিল পুরো জায়গা ছড়ায় যাবে। ইফতারের আর বেশিক্ষণ সময়ও ছিল না। ইফতার করে সেখানে যায়। মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ঠিক অপোজিট পাশেই স্টিলটেক ফ্যাক্টরি আর সেখানেই আগুনটা লাগে। আর সেটা দেখার জন্য মানুষের উপচে পরা ভীড়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেখলাম আসলো। কিন্তু মানুষ এতো বেশি ছিল যে তারা পাইপ ফিটিংস করতে পারতেছিল না।
মানুষজনকে বারবার বলা হচ্ছিল রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু সাধারণ মানুষজন তো তাদের কথা কোনোরকমে পাত্তায় দিচ্ছিল না। এদিকে আগুন আরও ছড়িয়ে যাচ্ছিল। জয়দেবপুরে এমন একটা জায়গায় থাকি যেখানে আশেপাশে তেমন পুকুর নেই। এজন্য পানির একটা সংকট ছিল। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসেছিল আগুন নেভানোর জন্য। তবে তাদের দুটি পানির গাড়িতে ইমার্জেন্সি পানি ছিল। সেটা দিয়ে চেষ্টা করছিল নেভানোরর। কিন্তু মানুষ সেটাও তাদের ঠিকমতো করতে পারছিল না।
বর্তমানে মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো স্মার্টফোনে ভিডিও ধারণ করা। একদিকে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে এদিকে কিছু মানুষ ফেইসবুক লাইভে চলে যাচ্ছে, আবার কেউ ভিডিও ধারণ করছে! এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রবলেম। কোনো জায়গায় আগুন লাগলে অথবা কোনো দূর্ঘটনা ঘটলে তাদের প্রথম কাজ হয়ে যায় ভিডিও ধারণ করা। তারপর সেটা সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া! অথচ প্রথম কাজ হওয়া দরকার ছিল সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। ফায়ার সার্ভিসকে সহায়তা করা।
প্রযুক্তির এ যুগে আমরা প্রযুক্তির যতটা ভালো ব্যবহার করার কথা তার থেকে বেশি অপব্যবহার করছি। আমাদের মানসিকতা এমন হয়ে গিয়েছে যে আমরা সবকিছু সোস্যাল মিডিয়া দিয়ে সবকিছু বিবেচনা করছি। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স খুব কম কাজে লাগাচ্ছি আমরা। আমাদের মানসিকতার বড্ড পরিবর্তন প্রয়োজন। সমাজে একতাবদ্ধভাবে কাজ করলে যেকোন কাজ সহজে করে ফেলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
আর আমাদের দেশের সিকিউরিটি নিয়ে কি বলবো! প্রত্যেকটা ফ্যাক্টরির কিছু সিকিউরিটি সিস্টেম থাকা দরকার। এই যে ফ্যাক্টরিটির ঠিক পাশেই দালাকোঠা ছিল। অথচ ইন্ডাস্ট্রি অথবা ফ্যাক্টরির ১০০ গজের আশেপাশে কোনো বিল্ডিং থাকার কথা না। আর এসব জায়গায় বাসা বাড়ি থাকা মানে রিস্কি। স্টিলটেক ফ্যাক্টরিটির পাশেই বাসা বাড়ি ছিল। বিকালের দিকে বাতাসের প্রবাহও ছিল বেশি। যার কারণে আগুনটাও আশেপাশের বেশ কয়েকটি বাসায় ছড়িয়ে পরে। তবে বাসার ভিতরে যারা ছিল তাদের তেমন ক্ষতি হয়নি।
তবে এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত এবং সতর্ক থাকা উচিত। সবচেয়ে বড় কথা হলো ভিডিও ধারণ করে ঐ মুহূর্ত ভাইরাল না করে বরং আমাদের চেষ্টা করা উচিত সবার সহযোগিতা নিয়ে যেকোন দূর্ঘটনা মোকাবেলা করা।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 5/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং সঠিক সহযোগিতার অভাব সমাজের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার অভিজ্ঞতা আমাদের সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ। আসলে, একে অপরকে সাহায্য করলেই আমরা এসব পরিস্থিতি মোকাবেলা করতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit