বৃত্তের মাঝে সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট

in hive-129948 •  9 months ago 

29-03-2024

১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো রমজানের রোজাগুলো ভালোভাবেই পালন করছেন। এ কয়দিন ধরে পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা। রোদের দেখা দুপুরের পরে পাওয়া যায়। সকাল সকাল আবার বাতাসের সাথে ঘনকালো মেঘ। বলতে আমরা যারা রোজা রাখি তাদের জন্য এমন ওয়েদারই ভালো। তেমন ক্লান্তি অনুভব হয় না। তবে বাহিরে গেলে আবার শরীর ক্লান্ত হয়ে যায়। কোচিং এ গেলে তারপর ক্লাস করে পুরো শরীর ক্লান্ত হয়ে যায় বলতে গেলে। সামনে আবার ঈদ চলে আসছে। ইতোমধ্যে অনেকেই বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিচ্ছে। সবার সাথে ঈদ করবে। কিন্তু সামনে যে ঈদ সেটার ফিলিংস এখনও পাচ্ছি না। যাক, ঐদিকে বরং না যায়। আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য। ম্যান্ডেলা আর্ট আসলে দেখতে যতটা সুন্দর আর সহজ মনে হয় করতে গেলে আবার বেগ পোহাতে হয়। যথেষ্ট ধৈর্যের ব্যাপার। আমি তেমন পারি না। তবে প্রতিনিয়ত শিখছি। আজকে সিম্পল একটা বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240329_175548.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • পেন্সিল
  • রাবার
  • কম্পাস
  • বলপেন
  • খাতা।

ধাপঃ০১

IMG_20240329_174505.jpg

প্রথমেই কম্পাস ও পেন্সিল দিয়ে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিয়ে তিনটি বৃত্ত একেঁ নিলাম।


ধাপঃ০২

IMG_20240329_174521.jpg

তারপর আরও দুটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিয়ে বড় করে দুটি বৃত্ত একেঁ নিলাম। এবার তৃতীয় ও বড় দুটি বৃত্তের মাঝে ফুলের ডিজাইনের মতো করে দিলাম।

ধাপঃ০৩

IMG_20240329_174540.jpg

এ পর্যায়ে বলপেন দিয়ে বৃত্তের মাঝে ভরাট করে দিলাম। এ কাজটি সতর্কতার সাথে করতে হয়। একটু এদিক সেদিক হলেই চিত্রটাই নষ্ট হয়ে যাবে।


ধাপঃ০৪

IMG_20240329_174554.jpg

তারপর পুরো বৃত্তের ভিতর বলপেন দিয়ে ভরাট করে দিলাম। তারপর ফাকাঁ জায়গায় দাগ টেনে দিলাম যাতে দেখতে ডিজাইনটা আরেকটু সুন্দর হয়। ফুলের ডিজাইন করে দিলাম।


ধাপঃ০৫

IMG_20240329_175810.jpg

পুরো অংশে দাগ টেনে দিলাম। ব্যাস হয়ে গেল ম্যান্ডেলা আর্ট।

শেষ ধাপ

IMG_20240329_175928.jpg

সবশেষে সিগনেচার করে দিলাম।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationJoydebpur, Gazipur

আশা করছি আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিক বলেছেন এই ওয়েদার টা রোজা রাখার জন্য অনেক ভালো। বাইরে না গেলে তেমন একটা ক্লান্তি আসে না বললেই চলে। যাইহোক আপনি আজকে বেশ দারুন দেখতে একটি বৃত্তের মাঝখানে ম্যান্ডেলা আর্ট করে দেখিয়েছেন। যদিও বা আপনি বলছেন তেমন একটা আর্ট করতে পারেন না কিন্তু সত্যি বলতে আপনার আর্ট করা ম্যান্ডেলা টি দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে এই ম্যান্ডেলাটি আর্ট করেছেন। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর দেখতে ম্যান্ডেলা আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য। 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনি বৃত্তের মাঝে খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর্ট টি খুব বেশি সিম্পল ও না। মেন্ডেলা আর্টগুলো করতে সময় একটু বেশিই লাগে ।কারণ ভেতরের ছোট ছোট নিখুঁত কাজগুলো করতে অনেক সময় লাগে।

একদম ঠিক ধরেছেন! ভিতরের ডিজাইনটা করতেই সময় বেশি লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌼

আমাদের এখানে তো সকাল থেকেই অনেক রোদ আর প্রচন্ড গরম। আপনারদের ওদিকে আবহাওয়াটা বেশ ঠান্ডা মনে হচ্ছে। ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এই ধরনের আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। আর দেখতেও ভালো লাগে।

জি আপু, এ আর্টগুলো যত সময় নিয়ে করা যায় ততই সুন্দর হয়। 🌼

আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো বেশ ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার একটু বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর করে ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য 🌼

একেবারে ঠিক বলেছেন ভাইয়া। এবার রোজায় তো তেমন কোন খারাপ লাগে না। তবে আমরা যারা বাহিরে যাওয়া আসা করি তাদের কথা বেশ আলাদা। আমারও কিন্তু বাহিরে থেকে আসলে বেশ খারাপই লাগে। তবে আজ আপনি আমাদের সাথে কিন্তু বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য।

আসলেই আপু, রোজা রেখে বাহিরে কোথাও যেতে মোটেও ভালো লাগে না । তারপরও যেতে হয় আমাদের। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। 🌼

বৃত্তের মধ্যে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে বৃত্তের পাশ দিয়ে ফুলের চমৎকার ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনার কাছে ডিজাইনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🌼

বৃত্তের মাঝখানে অনেক সুন্দর একটি আর্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা আর্ট খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার শেয়ার করা ধাপ গুলো দেখে সহজেই শিখে নেওয়া যাবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্থ পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🌼

image.png

বৃত্তের মাঝে খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার এই মেন্ডেলা আর্ট আমাকে মুগ্ধ করেছে। খুব সুন্দর ভাবে মেন্ডেলা আর্ট সম্পন্ন করে দেখিয়েছেন আপনি। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর আর্ট শেয়ার করবেন।

জি ভাইয়া, আপনাদের মাঝে প্রতিনিয়ত চেষ্টা করবো তুলে ধরার। 🌼

ফুলের ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। 🌼

পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করার আনন্দ আলাদা। আপনি ঠিক বলছেন অনেকেই শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের সবার সাথে ঈদের আনন্দ শেয়ার করার জন্য। যাক আপনি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন। বৃত্তের ভিতর এমন সুন্দর সিম্পল ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ ভালো লেগেছে। আপনি প্রিতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করলেন ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য। 🌼

সিম্পল ম্যান্ডেলা আর্ট হলে কি হবে ভাই দেখতে অসাধারন লাগতেছে। এধরনের আর্ট গুলো দেখতে কেনো জানি আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক সময় এবং ধৈর্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। আশাকরি এর পরে থাকে আপনার কাছে থেকে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যাবে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্টের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। মেন্ডেলা আর্ট আমার কাছে খুবই কঠিন মনে হয়। আমি অনেকবার চেষ্টা করেছি অংকন করার কিন্তু ব্যর্থ হয়েছি প্রতিবারই। তবে আপনাদের ম্যান্ডেলা অংক দেখে অনেক কিছু শিখতেও জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেন্ডেলা অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

কমিউনিটির নিয়ম উপেক্ষা করা মানে ভিন্ন কিছুর সন্দেহ তৈরী করা, সুতরাং এই বিষয়ে আরো সচেতন হওয়ার অনুরোধ করছি। ড্রয়িং কিংবা আর্টের ক্ষেত্রে হাতের দৃশ্য অথবা সেলফি দুটোর একটা অবশ্যই থাকতে হবে।

জি ভাইয়া বুঝতে পেরেছি। পরবর্তীতে অবশ্যই তাই করবো। 🙏

রমজান মাসে বাইরে গেলে এমনিতে অনেকে ক্লান্ত হয়ে যায়। তবে আজকে আপনি বৃত্তের মধ্যে খুব সুন্দর সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনার ম্যান্ডেলা আর্ট এর ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এক কথায় বলতে গেলে আপনার এই ম্যান্ডেলা আর্ট ছিল সিম্পলের উপর গর্জিয়াস। বৃত্তের ভেতরে সাদা কালো এই সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে অনেক সুন্দর লাগতেছে। এই ধরনের আর্টগুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করা লাগে। যত বেশি ধৈর্য আর সময় দিয়ে আর্টগুলো করা হয় তত বেশি সুন্দর লাগে দেখতে। আপনি সুন্দর করে সম্পূর্ণটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখেই বুঝতে পারতেছি। আপনি কিন্তু খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারেন। এভাবে চেষ্টা করতে থাকলে আরও সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারবেন।

ঠিক বলেছেন ভাইয়া এমন ওয়েদার ভালো রোজা রাখে যারা তাদের জন্য। আসলে বড়ো হয়ে গেলে আর ছোট বেলার মতো ঈদের আনন্দ থাকে না।দায়িত্ব চলে এসে কাঁধে।আপনি আজকে ভীষণ সুন্দর একটি বৃত্তের মাঝে সিম্পল কিন্তুু খুব সুন্দর
ম্যান্ডেলা আট করেছেন।ভীষণ ভালো লাগলো আর্টটি।আর্ট পদ্ধতি চমৎকার করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছে। সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদেরই সাথে শেয়ার করার জন্য।