23-06-2024
০৯ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে খেলা নিয়ে আলোচনা করার জন্য। আপনারা যারা খেলাপ্রেমি মানুষ আছেন তারা নিশ্চয় জানেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে! ইতোমধ্যে সুপার এইটের মধ্যকার লড়াই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ সুপার এইটে উঠেছে। তো গতকাল সুপার এইটের বাংলাদেশ বনাম ভারতের খেলা হয়েছিল। সে বিষয়েই আলোচনা করবো আসলে। প্রতিপক্ষ ভারতের সাথে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়! লাস্ট দশবারের দেখায় দশবারই হেরেছে ভারতের বিপক্ষে বাংলাদেশ! সেদিক থেকে ভারতই এগিয়ে ছিল! ধরেই নিয়েছিলাম ভারতের সাথে আবারো হারবে। তবে হারলেও যেন ফাইটিং করে হারে!
তো টসে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নামে রোহিত শর্মা ও কোহলি! ওভারের শুরুতেই স্পিন দিয়ে! এটা দেখে অনেকটাই অবাক আমি! তাছাড়া স্কোয়াডে মাত্র দুজন পেসার! ভারত যেখানে স্পিনে ভালো খেলে সেখানে পেসারই মাত্র দুজন! শুরুতেই হতাশ হলাম। রোহিত শর্মা সবসময় একটু এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে। মাঠে যতক্ষণ থাকবে ততক্ষণই রান আসতে থাকবে! ৪র্থ ওভারে আসে সাকিব আল হাসান। সাকিবের বলে ছক্কা ও চার মেরে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ভুল শটে রোহিত শর্মা আউট হয়ে সাজঘরে ফেরে! তারপরে ব্যাটিং করতে আসে রিশাভ পান্ত! এবারের বিশ্বকাপে রিশাভ পান্তের পারফর্মেন্স ভালো হচ্ছে। এদিকে ভিরাট কোহলির ব্যাট থেকেও রান আসছে! পান্ত ও কোহলি মিলে ভালোই ব্যাটিং করতে থাকে! রান রেইট প্রায় আটের উপরে ছিল। ৮ম ওভারে তানজিম সাকিবের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হয় কোহলিকে! আমি ভেবেছিলাম রানের গতিটা মনে হয় কমবে! গতকাল দেখলাম ব্যাটিং পিচ! বল একদম ব্যাটে আসছে। বিশ্বকাপে আগের ম্যাচগুলো সবই বোলিং সহায়ক ছিল! টোটালও কম হতো তবে ফাইটিং হতো।
ভিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর ব্যাটিং করতে আসে সুরিয়াকুমার! কিন্তু সুরিয়াকুমার ছক্কা হাকিয়ে তার পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়! তারপরে ব্যাটিং করতে আসে ডুবে! পান্ত ও ডুবে মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে! রিশাভ পান্ত আসলে চার ছক্কা মেরে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে দেয়। তবে রিশাদ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ভারতের দলীয় সংগ্রহ তখন ৪ উইকেট হারিয়ে ১০৮ রান! তারপরে ব্যাটিং করতে আসে হার্ডিক পান্ডিয়া! আর হার্ডিক পান্ডিয়া আসার পর যেন রানের গতি আরও বেড়ে যায়। এদিকে ডুবেও ঝড়ো ব্যাটিং শুরু করে দেয়। শেষ অবধি হার্ডিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরির সুবাধে ভারত ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে।
বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়াঁয় ১৯৭ রান! আসলে ভারতের সাথে খেলা হলেই মনে হয় হারবে বাংলাদেশ! বড় দলের বিপক্ষে বাংলাদেশ টিমটা এখনও যেন পরিপক্ব হতে পারেনি। তো ব্যাটিং করতে নামে লিটন দাস ও তানজিদ হাসান। বাংলাদেশের স্টার্টিংটা মোটামোটি ভালোই হয়েছিল। তবে চতুর্থ ওভারেই লিটন দাস হার্ডিক পান্ডিয়ার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যায়। তারপরে ব্যাটিং করতে আসে ক্যাপ্টেন শান্ত! শান্ত নামাট পরে রানের চাকাটা যেন বাড়ে! তবে রানরেইট দশওভারের দিকে এসে কমতে থাকে। বাংলাদেশের দলীয় সংগ্রহ যখন ৬৬ রান তখন তানজীদ হাসানও আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে আসে হৃদয়! কুলদীয় যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। রিভিউ নিয়েও আসলে কোনো কাজ হয়নি। তারপরে মাঠে আসে সাকিব আল হাসান! সাকিব এসেও দাঁড়াতে পারেনি। শান্ত আউট হয়ে যাওয়ার পর জয়ের আশা যেন বাদই দিতে হলো! শেষ অবধি বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। ৫০ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরই মাধ্যমে সেমিফাইনালে উঠার আশাটাও শেষ হলো। তবে আশা করছি অদূর ভবিষ্যৎ এ বাংলাদেশ আরও ভালো খেলবে।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালকের এই ম্যাচটা দেখেছিলাম। প্রথমে আন্দাজ করেছিলাম ভারত ২০০ এর কাছাকাছি রান করবে। তখন এটাও ভেবেছিলাম যে বাংলাদেশের পক্ষে এটা সম্ভব না। তবে শান্তর ব্যাটিং দেখে কিছুটা আশা ছিল। শান্ত আউট হওয়ার পর সেই আশা ও শেষ। আপনি খুব সুন্দরভাবে পুরো ম্যাচের রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা! এটা জেনে ভালো লাগলো যে আপনি খেলা দেখেছেন। খেলাটা দেখে খুবই খারাপ লাগছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবুও বলবো বাংলাদেশ অনেক ভালো খেলেছে। তবে বাংলাদেশের বলিং লাইন একটু খারাপ হ ওয়ার কারণে এতো গুলো রান করতে পেরেছিল ইন্ডিয়া। তবে আমি ধন্যবাদ জানাই তানজিম সাকিব কে এতো সুন্দর বল করার জন্য। ভারতের জন্য শুভকামনা রইল, তারা যেন কাপ জিততে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই তানজিম সাকিব কিন্তু ভালো বল করেছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit