31-01-2025
১৬মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই ? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন । তো আপনারা যারা খেলা প্রেমী মানুষ আছেন তারা নিশ্চয়ই খেলাধুলার খোঁজখবর প্রতিনিয়ত রাখেন । আপনারা হয়তো জানেন যে , বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে দেশের মাটিতে । ইতিমধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গিয়েছে । এখন দ্বিতীয় রাউন্ডের খেলা শেষের দিকের খেলা চলমান । পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ফরচুন বরিশাল তার দ্বিতীয় নাম্বার এ অবস্থান করছে রংপুর রাইডার্স । পয়েন্ট টেবিলের একদম তলা নিতে রয়েছি সিলেট স্ট্রাইকার সো ঢাকা ক্যাপিটাল্স । ঢাকা ক্যাপিটালস এর শুরুটা যেভাবে হয়েছিল আসলে শেষটা সেভাবে হয়নি । তো আজকে আলোচনা করব ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচ নিয়ে ।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল । তো ওপেনিং এ নামে ত্যানজিদ হাসান তামিম ও লিটন দাস । আপনারা হয়তো জানেন যে , তানজিদ হাসান তামিমের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে এবং লিটন দাসের ও পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে । তারা দুজনই ধারাবাহিকতা বজায় রেখে পারফরম্যান্স করে যাচ্ছে । ঢাকা ক্যাপিটালস এর ওপেনিং পার্টনারশিপ টা খুবই গুরুত্বপূর্ণ ।যদি তারা দুজনে ভালো একটি টোটাল স্কোর বোর্ডে নিয়ে আসতে পারে তাহলে তাদের জন্য সব সময় ভালো হয় । তো প্রথম ওভারের শুরুটা ভালই হয়েছিল ঢাকা ক্যাপিটাল্সের কিন্তু পরের ওভারেই তানভীরের বলে বোল্ড আউট হয়ে সাজগোরে ফিরতে হয় লিটন দাসকে । তারপর মাঠে রিয়াজ হোসেন । ঠিক একই ওভারে তানভীরের বলে আউট হয়ে শূন্য রান করে সাজগোরে ফেরে রিয়াজ হোসেন ।
তারপরে ঢাকা ক্যাপিটালসের কিছুটা ছন্দপতন হয়ে যায় । একের পর এক যেন উইকেট পড়তেই থাকে । আমি ভেবেছিলাম হয়তো সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস এর হাল ধরবে । কিন্তু সেও ব্যর্থ হয় । মোঃ নবীর বলে ছক্কা মারতে গিয়ে থার্ডম্যান অঞ্চলের দিকে ক্যাচ তুলে আউট হয় সাব্বির রহমান । তারপর থেকে যেন ঢাকা ক্যাপিটাল সেই একের পর এক উইকেট পড়তে থাকে । শেষ অবধি ঢাকা ক্যাপিটাল সব কটি উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করতে সমর্থ হয় । তিনটি করে উইকেট নেয় মোঃ নবী ,তানভীর ইসলাম এবং আশরাফ । তো বিপিএল এর ইতিহাসে এটা ছিল সর্বনিম্ন স্কোর । তার আগের স্কোর ছিল ৮০ রান । এমন লো স্কোরিং ম্যাচে এটা বোঝাই যাচ্ছিল ফরচুন বরিশাল সহজেই জিততে পারবে ।
শুরুতেই ওপেনিং এ নামে তামিম ইকবাল এবং তৌহিদ হৃদয় । শুরু থেকেই দারুন ছন্দে খেলতে থাকে তৌহিদ হৃদয় । কিন্তু ফরচুন বরিশালের দলীয় সংগ্রহ যখন ২১ রান তখন তৌহিদ হৃদয় ডাউন দা ট্রাকে খেলতে গিয়ে মুস্তাফিজের বলে আউট হয়ে সাজগোরে ফিরতে হয় । তারপর মাঠে আসে ডেভিড মালান । শেষ অব্দি ডেভিড মালান ও তামিম ইকবাল জয় নিয়ে মাঠ ছাড়ে দুইজন । ছয় দশমিক তিন ওভারে জয় নিয়ে আসে তারা । সেদিন খেলায় ডেভিড মালান ব্যক্তিগত ৩৭ রান সংগ্রহ করে এবং তামিম ইকবাল ব্যক্তিগত ২১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত করা হয় তানভীর ইসলামকে । এবং জয়ের মধ্য দিয়ে ফরচুন বরিশাল তাদের প্লে অফ নিশ্চিত করে ।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
,
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবছর বিপিএল খেলার মধ্যে ঢাকা ক্যাপিটাল খুব একটা ভালো খেলতে পারেননি। বরিশাল প্রথম এর ম্যাচ গুলো খুব একটা ভাল না খেলতে পারলে ও তারা শেষের দিকে এসে খুবই সুন্দর পারফরম্যান্স করছে। আশা করছি সামনের ম্যাচ গুলো তারা ভালো খেলবে। ফরচুন বরিশালের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা মাত্র 73 রান করে,,এটাতো ভারী লজ্জার বিষয়।সত্য এটাই যে বিপিএলের সর্বনিম্ন রান এইবার রেকর্ড করলো ঢাকা ক্যাপিটালস, এর আগে 80 রান ছিলো।প্রতুত্তরে যেহেতু বরিশাল মাত্র 6+ ওভারেই জিতেছে,তারমানে তামিমের দল দেখতেছি হেসে খেলেই জিতে গেছে।শুভ কামনা রইলো টিম বরিশালের জন্যে।আপনার রিভিউ টিও দারুন হয়েছে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit