নাটক রিভিউঃ ' লাভ লাইন '

in hive-129948 •  7 months ago 

01-03-2024

১৮ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


জুম্মা মোবারক সবাইকে 🌼 । আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। শুক্রবারে আমি সবসময় আপনাদের সাথে নাটক শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ চলে এলাম। আজ যে নাটকটি শেয়ার করবো তার নাম হলো লাভ লাইন। ইউটিউব এ রিলিজ হওয়ার পর দেখেছিলাম। আসলে সময় সুযোগ সেভাবে হয়ে উঠে না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2024-03-01-15-09-19-80.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামলাভ লাইন।
চিত্রনাট্য, পরিচালনা ও গল্পপ্রবীর রায় চৌধুরী।
প্রযোজকতানভীর মাহমুদ।
অভিনয়েজোভান, নিহা, পারসা, শিল্পী সরকার অপু,মোঃ শাহীদ উন-নবী, শাহবাজ সানি, সায়েদা দিশা, নাবিলা খান, নিয়াজ উদ্দিন তামুর সহ আরও অনেকে।
আবহ সংগীতসাহিল সানজান চৌধুরী, এঞ্জেল নূর।
দৈর্ঘ্য১ ঘন্টা ১৮ মিনিট ৫৩ সেকেন্ড।
মুক্তির তারিখ২২ই ফেব্রুয়ারি , ২০২৪ ইং
ধরনরোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

অয়নঃ
ফারহান আহমেদ জোভান।
ইরাঃ
নাজনীন নিহা
অনন্যাঃ
পারসা।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-03-01-13-55-03-02.jpg

Screenshot_2024-03-01-13-59-07-79.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, অয়ন বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। অয়ন পরিবারের সবাইকে নিয়ে যাবে। অয়ন পরিবারের দ্বিতীয় সন্তান। তার বড় ভাই বিয়ের কাজ অনেক আগেই সেরে ফেলেছে। এখন শুধু অয়ন বাকি। ছোট বোন ঐশীর বিয়ের বয়স এখনও হয়নি। পরিবারের সবাইকে নিয়ে যায় মেয়ে দেখতে। অয়ন একটা মাল্টিন্যাল কোম্পানিতে জব করছে। তো যে মেয়েকে দেখতে যায় সে মেয়েকে অয়ন প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তারপর অয়ন সে মেয়েটির সাথে আলাদাভাবে কথা বলে। মেয়েটির নাম অনন্যা চৌধুরী। অয়ন সেদিনই তার পছন্দের কথা পরিবারের সবাইকে বলে। আর সেদিনিই আর্থড করে ফেলে অয়ন। তারপর থেকে শুরু হয় তাদের মাঝে ভালো লাগার কথা বার্তা। কিন্তু অয়ন জানতো না যে মেয়েটির আরেকজনকে পছন্দ। বিয়ের দিন তারিখ হয়ে যায়। আর বিয়ের দিন অয়ন জানতে পারে মেয়েটি বাসা থেকে কোথায় যেন পালিয়েছে। তার মা বাবা কোথাও খুজেঁ পায় না।

Screenshot_2024-03-01-14-04-15-92.jpg

Screenshot_2024-03-01-14-05-51-59.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

অয়ন খুব ভেঙে পড়ে। কারণ বারবার তার সাথেই শুধু এমন হয়। অয়ন সব ভুলে আবারো নিজেকে নিয়ন্ত্রণে রাখে। তার মা বাবাকে স্পষ্ট বলে দেয় তাকে যেন আর কখনো বিয়ের কথা বলে। তার যখন পছন্দ হবে তখনই বিয়ে করবো। তো কয়েক মাস পর ঢাকা থেকে বাসা করে চট্রগ্রামে যাচ্ছিল অয়ন। অয়নের বাসা চট্রগ্রামেই। আর তখন বাসে পরিচয় হয় এক মেয়ের সাথে। মেয়েটিকে দেখেই বুঝতে পারে অয়ন! মেয়েটি যে বাসা থেকে পালিয়েছে। মেয়েটির নাম ইরা। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু মেয়েটি ভালোবাসে অন্য কাউকে। আর তাকে পাওয়ার জন্য চট্রগ্রামে চলে যাচ্ছে ইরা। অয়নের মোটামোটি অনেক রাগ হয়। কারণ তার সাথে অলরেডি এমনটা ঘটেছে। বিয়ে করার আগে চলে গেছে তাকে ছেড়ে। অয়ন ইরাকে সবকিছু বলে। ইরা চট্রগ্রামে সিআরবি এর এখানে নামবে। অয়নের বাসাও এদিকে।

Screenshot_2024-03-01-14-11-05-78.jpg

Screenshot_2024-03-01-14-15-52-62.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

কিন্তু ইরার বয়ফ্রেন্ড আসিফ সে কোনোভাবেই ইরাকে এখন বাসায় নিয়ে যেতে পারবে না। কারণ বাসায় তার মা এবং সে কোনো চাকরি করছে না। এ অবস্থায় কোনোভাবেই না। এটা শুনে ইরার প্রচন্ড রাগ হয়। কারণ তাকে পাওয়ার জন্য কতদূর থেকে চলে এসেছে আর সে কি না এসব বললো। তারপর ইরা সেখান থেকে রাগ করে চলে আসে। চট্রগ্রাম থেকে ঢাকাও অনেকটা দূরের পথ। অয়ন তারপর তাদের বাসায় নিয়ে যায়। তার বোন ঐশী সবকিছু ম্যানেজ করে। ঐশীকে বান্ধবী বানিয়ে অভিনশ করায় ইরা। এদিকে অয়নের অফিসের দুদিন ছুটি ছিল। ইরা যেহেতু ঢাকা যাবে সেজন্য তাকে সঙ্গে করে নিয়ে যায়। বাসায় ইরার বাবা ছিল। বাসায় প্রবেশ করার সময় কিছু বলার আগেই অয়নকে খসে গালে চড় মেরে বসে ইরার বাবা। কিন্তু যখন জানতে পারে অয়ন তার বান্ধবীর ভাই তখন সরি বলে।

Screenshot_2024-03-01-14-18-00-04.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর থেকে অয়ন আর ইরার মাঝে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। দুজনে মিলে একসাথে ঘুরতে যায়। মন ভালো না থাকলে কথা বলে। একদিন শপিং করার জন্য শপিং এ যায় অয়ন ও ইরা। আর সেখানেই দেখা মিলে অনন্যার সাথে। অনন্যার কোলে এখন ফুটফুটে ছোট শিশু। বিয়ে করে ভালোই আছে। তবে অনন্যা অয়নকে দেখে খুশি হয়। তাকে সরি বলার আগেই অয়ন থামিয়ে দেয়। ইরা পরিচয় দেয় সে অয়নের গার্লফ্রেন্ড। তার কিছুদিন পর ইরার বয়ফ্রেন্ড ফিরে আসে। ইরার সাথে দেখা করে কান্নাকাটি করতে থাকে। ইরার খুব মায়া হয়। আর সেটা অয়নকে বলে। অয়নের খুব টেনশন হতে থাকে। আবারও কি তাহলে অনন্যার মতো হারিয়ে ফেলবে ইরাকে। কেনই-বা তাকে এতো ভালোবাসলো অয়ন! তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগতভাবে আমার কাছে নাটকটি ভালো লেগেছে। কারণ নাটকের গল্পটা ভিন্ন রকমের ছিল। দর্শকদের মনে সবসময় এটেনশন কাজ করছিল। কি হবে না হবে পরে। সাধারণত বাংলা নাটকে গল্প দেখেই বুঝে ফেলা যায় শেষে কি হবে। আমি ভেবেছিলাম শেষে আবার অনন্যা ফিরে আসে না। প্রবীর রায় স্যর বরাবরই ভালো পরিচালনা করেন। এই প্রথম পারসাকে নাটকে দেখলাম। তবে তার অভিনয় দেখে মনে হয়নি যে অভিনয় করছে। জোভান ও নিহা বরাবরই সেরা

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক





10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

লাভ লাইন এই নাটকটির গল্প জাস্ট অসাধারন। নাটকটি অনেক জনপ্রিয় পেয়েছে। কয়েকদিন আগে আমি দেখেছিলাম। জোভান এখন অনেক সুন্দর সুন্দর অভিনয় করে চলেছেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনিও তাহলে নাটকটি উপভোগ করেছিলেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

সেদিনের নাটকটির আমি কিছু অংশ দেখেছিলাম। এরপর বাবু বিরক্ত করছিল পরের অংশটুকু আর দেখা হয়নি। তবে আজ আপনার শেয়ার করা রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

বাকিটুকু দেইখেন আপু, আশা করি শেষ অবধি ভালো লাগবে।

লাভ লাইন নাটকটার রিভিউ আপনি অনেক সুন্দর করে লিখেছেন, যেটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই নাটকটা আমি কিছুদিন আগেই দেখেছিলাম। আর যখন আমি নাটকটা দেখেছিলাম। তখন তো পুরো নাটকটা দেখতে খুব ভালোই লেগেছিল আমার কাছে। এটা কিন্তু একেবারে ঠিক কথা জোভান এবং নিহা বরাবরই সেরা হয়। এই নাটকের মধ্যে সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। নায়ক প্রথমে একজনকে ভালোবেসে ঠকেছিল, তাই পরবর্তীতে আর একজনকে ভালোবাসার পরও ভেবেছিল ঠকে যাবে। যাইহোক ভালো লাগলো রিভিউটা।

একদম ঠিক ধরেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। লাভ লাইন নাটক টি বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের নাটক দেখতে খুবই ভালো লাগে। লাভ লাইন নাটকের গল্প বেশ দারুন। জোভান এর অভিনয় বেশ দুর্দান্ত ‌। এতো সুন্দর নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼

আপনি কিন্তু প্রতি সপ্তাহে একটি করে সুন্দর সুন্দর নাটক রিভিউ শেয়ার করেন। তবে নাটক রিভিউ শেয়ার করেন বেশ ভালো কথা। কিন্তু আপনি লাভ লাইন নিয়ে এত নাটক রিভিউ শেয়ার করেন হা হা হা। যাক আমরা রিভিউ পড়তে পারলে। আজকে শেয়ার করা নাটক রিভিউটি দারুণ ছিল।

হাহাহা! লাভই জীবন আপু, লাভই মরণ 😁

ফারহান আহমেদ জোবানের নাটক আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে৷ তার সবগুলো নাটক আমি দেখার চেষ্টা করি৷ তবে আজকে যেভাবে আপনি এই নাটকটির রিভিউ শেয়ার করেছেন তা দেখে এই নাটক সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম৷ এর মাধ্যমে এই নাটকের মধ্যে যেসকল ঘটনা ঘটেছিল তা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷