লইট্যা শুটকি দিয়ে বেগুনের তরকারির রেসিপি ||[১০% লাজুক খ্যাকের জন্য ]||

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম


আমার বাংলা ব্লগ
এর সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


শা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে হয়ে গেলাম আরেকটি নতুন পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শুটকি দিয়ে বেগুনের রেসিপি শেয়ার করবো। অনেকদিন হলো শুটকি খাওয়া হয়না। খুব খেতেও ইচ্ছে করছিলে। সেই কবে বাড়িতে খেয়েছিলাম মনে নেই। ফেনীতে আসার পর থেকে একবারও খাওয়া হয়নি। কারণ আমার কয়েকজন বন্ধু শুটকি খেতে পছন্দ করেনা। যদিও আমার পছন্দের তালিকায় শুটকি দিয়ে বেগুনের তরকারি একটি। আমার পছন্দের একটি রেসিপি বলাই যায়। তো যায়হোক আজকে আপনাদের সাথে রেসিপিটা ধাপে ধাপে শেয়ার করবো। শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন।


🥙
চলুন তাহলে শুরু করা যাক🥙


IMG_20211207_223045.jpg


🍱 প্রয়োজনীয় উপকরণ 🍱


IMG20211206153205.jpg

IMG20211206152941.jpg

উপাদানপরিমাণ
বেগুন১ কেজি
লইট্যা শুটকি৫০ গ্রাম
আলু১/২ কেজি
কাচা মরিচ১০০ গ্রাম
রসুন কুচি৫০ গ্রাম
পেয়াজ কুচি১০০ গ্রাম
হলুদের গুড়ো১চা চামচ
মরিচের গুড়ো২ চা চামচ
ধনিয়া গুড়ো১ চা চামচ
তেলপরিমানমতো
পানিপরিমানমতো
লবণপরিমানমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png


🥗 রন্ধনপ্রক্রিয়ার কাজ চলছে 🥗

🥗 ধাপঃ০১ 🥗


IMG20211206153257.jpg

IMG20211206153454.jpg

IMG20211206153808.jpg

IMG20211206153930.jpg

প্রথমেই চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে দিলাম। তারপর তেল হালকা গরম হয়ে গেলে পেয়াজ কুচি আর কাচা মরিচ দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে নিলাম। তারপর পিয়াজের কালারটা হালকা বাদামি হয়ে গেলে পেয়াজ,রসুন, আদা বাটা দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে মিশিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০২ 🥗


IMG20211206153946.jpg

IMG20211206154004.jpg

IMG20211206154015.jpg

IMG20211206154152.jpg

তারপর ১চা চামচ হলুদের গুড়ো,২চা চামচ মরিচের গুড়ো ও পরিমানমতো লবণ দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে মিশিয়ে নিলাম। মরিচের গুড়ো আরেকটু বেশি দিলে ঝালটাও বেশি লাগবে। তারপর মিশিয়ে নিলাম ভালো করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০ ৩ 🥗


IMG20211206154733.jpg

IMG20211206155705.jpg

তারপর মশলা একটু কসিয়ে নিলাম। নেওয়ার পর কাটা লইট্যা শুটকি সেখানে দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে নিলাম। তারপর শুটকিসহ মশলা আবার কসিয়ে নিলাম কিছুক্ষণের জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০৪ 🥗


IMG20211206155941.jpg

IMG20211206160000.jpg

তারপর কালারটা একটু লাল হয়ে গেলে বেগুন কাটাগুলো সেখানে দিয়ে দিলাম। দেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার ভলিউমটা কমিয়ে দিয়ে ৫-১০ মিনিট এভাবে রেখে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০৫ 🥗


IMG20211206160754.jpg

IMG20211206160708.jpg

তারপর সিদ্ধ হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার ভলিউমটা বাড়িয়ে ১০-১৫ মিনিটের মধ্যে রেখে দিলে হয়ে যাবে রেসিপি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০৬ 🥗


IMG20211206211954.jpg

তারপর হয়ে গেলো আমার মজাদার শুটকির রেসিপি। তারপর একটি বাটিতে পরিবেশন করে নিলাম খাওয়ার জন্য।

🥗
চূড়ান্তধাপ
🥗


IMG20211206212008.jpg

ছবিঃশুটকির তরকারি হাতে নিয়ে আমি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়লইট্যা শুটকি দিয়ে বেগুনের তরকারির রেসিপি
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় কখনো এভাবে রান্না করে খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লইট্টা শুটকি আমার খুবই পছন্দের। আমি সবসময় এটিকে ভুনা করে খাই। কিন্তু কখনও এভাবে ঝোল করে খাওয়া হয়নি। আপনার লইট্টা শুটকির তরকারি দেখে মনে হচ্ছে যে বেশ মজাদার হয়েছে। তাছাড়া আপনি খুব সুন্দর করে রান্নার পদ্ধতি গুলো উপস্থাপন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে আপনার শুঁটকির তরকারি কতটা সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি লইট্টা শুটকির রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ আপু।

শুটকি মাছ কখনো খাওয়া হয় না। তবে আপনার রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। খুব সুস্বাদু একটি রেসিপি আমি জানি শুটকি মাছ খেতে অনেক স্বাদ। সাথে বেগুন থাকায় আরো সুন্দর সুস্বাদু হয়েছে এই রেসিপিটি আমি বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

  ·  3 years ago (edited)

লইট্টা শুটকি দিয়ে বেগুন এটা খুবই মজার একটি তরকারি। আগে যদিও আমি এই শুটকি খেতাম না কিন্তু যেদিন প্রথম খেয়েছি সেদিন আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বেগুন দিয়ে শুটকি রান্না খুবই মজার হয়। আপনারা যারা দেখে বোঝা যায় এটাও খুবই মজার হবে।