01-12-2024
১৬ অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
ছোট বেলা থেকেই পড়ে আসছি, যে উপকারীর উপকার করে-কৃতজ্ঞ। কিন্তু বর্তমানে কতজনই বা উপকারীর উপকার করে একবার ভাবুন তো! বর্তমান সমাজে এখন এটা বলা হয় যে উপকার করো না কারো। যদি করো তাহলে নিজেই ক্ষতির সম্মুখীন হতে হবে! এখন কথা হচ্ছে কেনই বা আমাদের শেখানো হচ্ছে উপকার না করার, কেনইবা নিরুৎসাহিত করা হচ্ছে আমাদের? এমন প্রশ্ন আপনার মনেও জেগেছে নিশ্চয়। আসলে বর্তমান সমাজ ঘুম, রাহাজানি, ধর্ষণ, হিংসা-প্রতিহিংসায় সয়লাব! এমন অবস্থায় কিছু মানুষ থাকে যারা সমাজের মানুষের উপকার করতে কখনো দ্বিধাগ্রস্ত হয় না। তাদেরকে দেখলে আসলে মন থেকেই দোয়া আসে। তবে সমাজের উপকার করা মানুষগুলোর পিছনে শত্রুর অভাব থাকে না।
আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে, আমরা চাইলেও কারো উপকারে আসতে দ্বিধায় পরে যায়। কয়েকবার ভাবতে হয়। জনৈক ব্যক্তির উপকার করে তার কি লাভ হবে? আর উপকার করলে তারই বা ক্ষতি কি! সমাজের কিছু মানুষ থাকবেই পরজীবীর মতো অন্যের উপর নির্ভর করে বাচঁতে! দিনশেষে তাদের উপকার করলে একটা সময় পরে আপনি কিছুই পাবেন না। এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে বন্ধুর উপকার করতে গিয়ে নিজে বাশঁ খেয়েছে। বিনিময়ে তার বন্ধুর কাছ থেকে কিছুই পায়নি। এর ফলে হয় কি তার প্রতি একটা ক্রোধের সৃষ্টি হয়। সে যে স্বার্থপরের মতো সব উপকার ভুল গেল এটা কিন্তু সে কখনোই ভুলবে না। আবার যদি কখনো উপকার করার কথা বলে, সেটা হতে পারে টাকা দিয়ে অথবা অন্য কোন উপায়ে তখন সে কিন্তু চাইলেই তাকে সাহায্য করতে চাইবে না। কারণ তার মধ্যে অলরেডি তার প্রতি একটা ক্রোধ তৈরি হয়ে গিয়েছে।
বর্তমানের কথা যদি বলি তাহলে পরোপকার করা অভিশাপ! কারণ আমি জীবনে যতবারই মানুষের উপকার করেছি ততবারই মানুষ আমাকে কষ্ট দিয়েছে। এজন্য উপকার করার মানসিকতা তেমন নেই। তবে একজন মানুষ হিসেবে আমি মনে করি বিপদে আরেকজন মানুষের পাশে আমাদের দাড়াঁনো উচিত! আপনি হয়তো কারো কঠিন মুহূর্তে পাশে থেকে সাপোর্ট দিয়েছেন। সে যখন ভালো অবস্থানে যাবে তখন ঠিকই আপনার কথা মনে রাখবে। সবাই কিন্তু অকৃতজ্ঞ না। সবাই যদি অকৃতজ্ঞ হতো তাহলে সমাজে প্রতিনিয়ত দাঙ্গা-হাঙ্গামা একের পর এক লেগেই থাকতো। বর্তমান সময়ে একটা জিনিস এখন অনেক বেশি দেখা যায়। স্বেচ্ছায় রক্তদান একটা সময় ছিল রক্তদান শুনলেই মানুষ দূরে সরে আসতো। এখন মানুষের মানবিকতাও বেড়েছে। হয়তো তার দেয়া এক ব্যাগ রক্তের জন্য বেচেঁ যেতে পারে তাজা প্রাণ। মানবিকতা এখনও আছে বলেই এখনও পৃথিবীতে মানুষ বসবাস করছে কাঁধেকাধ মিলিয়ে, সৌহার্দপূর্ণ সম্পর্কের সাথে।
তবে একটা বিষয় খেয়াল রাখা জরুরি আপনি কারো উপকার করতে পারেননি সমস্যা নেই কিন্তু অপকার করার চেষ্টা করবেন না। মানুষ হিসেবে আপনার উচিত একজন মানুষের পাশে দাড়াঁনো। আপনি তো জানেন আপনি তার জন্য কি করেছেন! সে যদি আপনার উপকার পেয়ে খুশি থাকে তাহলে ঠিকই একদিন আপনাকে মনে করবে। পরোপকার করতে আমি কাউকে নিরুৎসাহিত করছি না। এটা অবশ্যই ভালো একটি গুণ। পরোপকার করার মানসিকতা যেন সবার মাঝে থাকে সেটাই আশা করছি। একইসাথে আমাদের মধ্যে যেন কৃতজ্ঞতা বোধটা যেন থাকে। আপনাকে যে উপকার করলো আপনি তাকে কিছুই দিতে পারলেন না, অন্তত হাসিমুখে একটা "ধন্যবাদ " দিতে পারেন। দেখবেন সে আবারো আপনার উপকারে আসতে পারে। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু আপনি নয় ভাই আমিও আমার নিজের বাস্তবিক জীবনে অনেক মানুষের উপকার করতে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। কিন্তু যার উপকার করেছি তার থেকে কোন রেসপন্স পাইনি। সেই দৃষ্টিকোণ থেকে আমার এখন আর মানুষের উপকার করার কোন মন মানসিকতা নেই। যারেই উপকার করতে যাবেন সেই ঘুরে আপনাকে ছোবল মারবে। যাই হোক ভাই সময় উপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবতা কঠিন ভাই। আপনাকে ধন্যবাদ বিষয়টি বুঝার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপকার করতে গেলে যে বিশাল ধরা খাওয়া হয় সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিন্তু তাই বলে কি আর উপকার হতে পিছিয়ে পড়বো । আমিও আপনার মত মনে করি যে কারও যদি উপকার করতে না পারি তবে অপকার করবো না। খুব সুন্দর করে বর্ণনা করেছেন বিষয়টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু। উপকার করতে না পারলেও এটলিস্ট কারো অপকার যেন না হয় আমার দ্বারা সেটাই খেয়াল রাখা দরকার। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপকার করতে গিয়ে অনেক সময় আমাদের নিজেদেরকে অনেক ক্ষতি হয়ে যায়। আমার নিজের সাথেও এমনটা বেশ কয়েকবার ঘটেছে। আপনি কথাটি ঠিক বলেছেন, কারোর উপকার করতে না পারলে করার দরকার নেই তবে তার অপকার করা কোনক্রমে কাম্য নয়। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরোপকার কিংবা পরের উপকার করা আশীর্বাদ নাকি অভিশাপ? আমি বলবো আশীর্বাদ। কারন মানুষ মানুষের জন্য। আর উপকার করার পর মানুষ যখন উপকারের কথা ভুলে যায়, তাতে কষ্ট পাবেন না।কারন আল্লাহ রাব্বুল আলামীন এই উপকারের প্রতিদান কোন না কোন ভাবে আপনাকে দেবেন।তবে সাময়িক ভাবে কষ্ট আমাদের লাগেই এটা ভেবে,উপকার করলাম অথচ কি প্রতিদান দিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ঘটনার একজন ভুক্তভোগী আমি নিজে। আমি ততক্ষণ ভালো যতক্ষণ তার উপকারে আসব। কিন্তু একবার যদি বলি আমার দ্বারা সম্ভব না তখন তার ব্যবহার খুবই কষ্ট দেয়। এগুলো আসলে মানুষের উপরে নির্ভর করে ভাই। তবে চেষ্টা করা উচিত নিজের সর্বোচ্চ টা দিয়ে মানুষের পাশে থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit