22-05-2023
০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই??? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকতে পারলেই ভালো। তবে ইদানিং কালে ভালো থাকাটাও অনেক কঠিন হয়ে পরেছে। আপনার আশেপাশে তাকালে দেখবেন কেউ ভালো নেই। কোনো না কোনো সমস্যায় কেউ রয়েছে। সমস্যা ছাড়া কেউ নেই। আবার অনেকই অসুস্থ। এই ভেজালের যুগে খাদ্যদ্রব্যে ভেজালের পরিমাণ তো আরও বেশি। ভেজাল খেতে আমাদের শরীর ও মন দুটোই ভেজালের মতো হয়ে গেছে। আমি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ সেই সাথে প্রচুর প্রেসারে ছিলাম। ব্যাক পেইন জনিত সমস্যার কারনে আপনাদের সাথে যোগাযোগ করাও হয়নি তেমনভাবে।
আসলে নিয়মিত কোনো কাজ যখন অনিয়মিত হয়ে যায় তখন সবকিছু অনেকটাই এলোমেলো হয়ে যায়। এর পিছনে কিছু কারণ থাকেই। তবে আবার নিয়মিত হতেও যে সময় লাগে। তবে আমি এখনও সুস্থ্য হয়নি ভালোভাবে। এরই মাঝে পড়াশোনার প্রেসারটাও যাচ্ছেও বেশি। দুটো একসাথে আমার সাথে ঘটছে। না পারতেছি কিছু করতে না পারতেছি কোনো কিছু ছাড়তে। এমতাবস্থায় জীবনটা কতটা দূর্বিষহ যাচ্ছে নিশ্চয় বুঝতে পেরেছেন।
গতকাল বিকালের আকাশটা সোনালী রোদ সাথে কালো মেঘ জমে ছিল। অনেকদিন হলো বিকেল দেখা হয়নি। ইট পাথরের শহরের বড় বড় দালানকোঠা দেখতে দেখতেই যেন সারাদিন চলে যায়। মুক্ত বাতাসের যে বড্ড অভাব। রুমের ভিতরে থাকতে থাকতে মোটেও ভালো লাগতেছিল না। হাটাঁ চলা করাটাও কঠিন হয়ে পরেছে। হাটঁলেই ব্যথা শুরু। এই ব্যথা নিয়েই যেতে হয় কোচিং এ!! একদিন না গেলেও যে ঝামেলা। কি যে করবো বুঝতেই পারছি না। যাক, জীবনের কঠিন মুহূর্ত যেন আমি পার করছি।
শহর খোলা মাঠ পাওয়া আমার মনে হয় ভাগ্যের ব্যাপার!! যেখানে কিঞ্চিত পরিমাণ জায়গা কেউ ছাড় দিতে রাজি নয়। খোলা মাঠে কিছুটা হলেও মুক্ত বাতাস তো উপভোগ করা যায়। শহরের মানুষগুলো বিকেলের সময়টাই সে মুক্ত বাতাস উপভোগ করতেি যেন চলে আসে খোলা মাঠে। জব কোচিং এর বিপরীত পার্শ্বে বিশাল বড় মাঠ। মাঠে যেতেই চোখে পড়লো অনেকেই ক্রিকেট খেলছে। মাঠ বড় হওয়ায় দুইপাশেই ক্রিকেট খেলছিল। শর্ট পিচ ক্রিকেট। ক্রিকেট খেলার যুগটাকে বড্ড মিস করি। এখন চাইলেই আর ক্রিকেট খেলার সুযোগ হয়ে উঠে না।
মাঠের পাশে দেয়াল করা। বুঝার বাকি রইল না এই খোলা মাঠ আর বেশিদিন এভাবে থাকবে না। কিছুদিন পরেই চোখে পড়বে বড় বড় সব দালানকোঠা। তবে দালানকোঠা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময়ই উপভোগ করা যায়। মাঠের একপাশে খেয়াল করলাম ছোট ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছে। বুঝার বাকি রইল না তারা গোল্লাছুট খেলছে। দেখে অবশ্য ভালোই লাগছিল। খেলাটা তাহলে হারিয়ে যায়নি। শহরেও গোল্লাছুট বলেও যে খেলাটা আছে অনেক শিশুরা হয়তো জানে।
মাঠের চারিদিকে উচুঁ উচুঁ সব দালানকোঠা। এক কোণায় বসে ক্রিকেট খেলা দেখছিলাম আর মনে হচ্ছিল দালানকোঠা যেন আকাশ ছুঁই ছুঁই! চারিদিকে মৃদ্যু হাওয়া। অনেক দিন পর যেন গ্রামের মুক্ত বাতাস পেলাম। কিন্তু শহরে গাছপালা বেশি থাকলে তাহলে আরও ভালো লাগতো। এদিকে সূর্যি মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে। বাসা থেকে একটু দূরে মাঠ। হেটেঁ অনেক কষ্টে এসেছি মনে হচ্ছিল। তারপর সন্ধ্যা হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে পরি।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | w3w |
Date | 21 May, 2023 |
যাক, আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।আসলে অসুস্থ অবস্থায় কোন কাজ করে আনন্দ পাওয়া যায় না । তারপর একবার কাজের ব্যাঘাত ঘটলে সে কাজটা আবার পুনরায় শুরু করতে বেশ সময়ও লাগে । তারপরও আপনি চেষ্টা করছেন জেনে ভালো লাগলো। আর আমাদের বর্তমান সময়ে মুক্ত বাতাসের সত্যিই যেন একটু অভাব রয়েছে । শহরে দালানকোঠার মাঝে মুক্ত বাতাস পাওয়া বেশ কষ্টসাধ্য ।তারপরেও এভাবেই টিকে থাকতে হয় আমাদের ।যাইহোক ভালো ছিল ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়টা এমনই আসলে সবকিছু ভেজাল খাবার-দাবারে বলেন শ্বাস নিঃশ্বাসে বলেন সবকিছু যেন বিষাক্ত। এমন বিষাক্ত পরিবেশে তো কখনো সুস্থ থাকা যায় না এই ভালো এই খারাপ সবাই একই অবস্থা। ইট পাথরের শহরে আসলে খোলামেলা পরিবেশ বলতে কিছু পাওয়া যায় না। যদি মুক্ত বাতাস পেতে হয় তাহলে গ্রামে চলে যেতে হয় অথবা সাগর পাড়ে যেতে হয়। অনেক সুন্দর মুক্ত বাতাসে গেলেন অনেকদিন পর বেশ ভালো লাগলো মুহূর্তটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit