30-08-2023
১৫ ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই?? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। আজকে সম্ভবত সকাল ১১ টা থেকেই সার্ভারে প্রবলেম। কয়েকবার স্টিমিট সাইটে প্রবেশ করে দেখলাম সার্ভার ইরর দেখাচ্ছে! তাই ভেবেছিলাম বিকালে পোস্ট করবো। তো গতকাল রাতে হঠাৎ করেই ফোন আসে একটা আননোন নাম্বারে! ফোন রিসিভ করতেই বলে উঠল, " আপনার একটা পার্সেল এসেছে! " এসে যেন নিয়ে যায়। মজার ব্যাপার হলো অনলাইনে বইটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু কুরিয়ার করে পাঠিয়েছে অথচ নান্দাইলে কুরিয়ার সার্ভিস কোথায় আমি জানতাম না! তখন বাধ্য হয়েই কুরিয়ার থেকে ফোন আসা ভদ্রলোককে বলেছিলাম, এটা কোথায়?
ভদ্রলোক বলে উঠল পুরাতন বাসস্ট্যান্ড, এমকে সুপার কাউন্টারের পাশে। এবার তাহলে চিনতে পারলাম। তো সকাল সকাল কুরিয়ার সার্ভিসের দোকান খোলা থাকেও না তাই সাড়ে দশটার দিকে যাবো ভাবছিলাম। কিন্তু বাহিরে সকাল সকাল প্রচ্ন্ড রোদ, ভেবেছিলাম স্টিমিটে পোস্ট করে তারপর যায় কিন্তু সার্ভারের প্রবলেম থাকায় পোস্ট করা হয়নি। মজার ব্যাপার হলো আজকে অন্য একটা টপিক নিয়ে লিখবো ভাবছিলাম, কিন্তু অনলাইন থেকে যেহেতু বইটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি।
এডমিশনে থাকা অবস্থায় ইউটিউব এ রফিক স্যারের ভিডিওগুলা নিয়মিত ফলো করতাম। উনি গ্রামার পার্ট একদম বেসিক থেকে বুঝায়। বর্তমানে রাজশাহী কমার্স কলেজের ইংরেজি শিক্ষক। তো স্যার বই থেকেই পড়িয়ে থাকে। আর আমার গ্রামার পার্টে উইকজুন ছিল কিছুটা। এজন্য বইটাও দরকার ছিল। ইংলিশের বেসিক স্ট্রং থাকলে সবকিছুই সহজ লাগবে। রফিক স্যার যেভাবে বুঝায় এতে সহজও লাগে।
পরীক্ষার পরে বুঝতে পেরেছিলাম আমার ইংরেজিটা আরেকটু ভালো করে পড়তে হবে। আসলে ইংরেজিটা আমাদের সবার মনে হয় প্র্যাকটিস করা কম হয়। স্কুল লেভেলে তো ভালো করে পড়ায়ও না। যার জন্য আমাদের গোড়াতেই গলদ থেকে যায়। আর এদিকে ডিপ্লোমা লাইফে এক সেমিস্টারে জাস্ট ইংরেজি সাবজেক্টটা পেয়েছিলাম। সেটাও আবার ইংলিশ স্পিকিং এর উপর। কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য না বুঝে মুখস্থ করেছি। এর ফলটাও যে ভালো হয়নি এটা এখন হারে হারে টের পাচ্ছি।
আসলে কোনো কিছুই না বুঝে শেখা উচিত নয়। আপনি কিছু একটা বিষয় বুঝে বুঝলে বা পড়লে সেটা দেখবেন সহজেই আয়ত্ত করতে পারতেছেন। আর মুখস্থ করে ফেললে সেটা বেশিক্ষণ মাথায় স্থায়ী হবে না। এজন্য বুঝে পড়াটায় শ্রেয়! তবে এখনকার যে অবস্থা, সবাই দেখি মুখস্থ করে ফেলে। যার জন্য তাদের মাথায় সৃষ্টিশীল চিন্তাও আসে না। যাক এ বিষয় নিয়ে অন্য একদিন লিখব।
তো পরীক্ষার পর ইউটিউব এ স্যারের চ্যানেল থেকে বই অর্ডার করার লিংক পেয়েছিলাম। সেখান থেকেই মূলত বইটি অর্ডার করা। আর সাথে ডেলিভারি চার্জ ছিল না। বইটির নাম হলো NEED । বইটির মূল্য নিয়েছিল ৪৮০ টাকা। তো অর্ডার দেয়ার পর চারদিন পর অর্থাৎ আজ বইটি হাতে পেলাম।
সকালে কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে দেখি এখনও খুলেনি। দুজন মহিলাও প্রোডাক্ট নেয়ার জন্য দাঁড়িয়েছিল। বেশি ২০ মিনিট পর একজন লোক এসো দোকান খুলল। দোকানের ভিতরে প্রবেশ করে ভদ্রলোক বললো ফোন নাম্বার বলতে। ফোন নাম্বার বলাতেই বইটি দিল এবং একটা সিগনেচার করতে বললো কানফার্মেশনের জন্য। সিগনেচার করে বই নিয়ে এসে পরি। বাড়িতে এসে বইয়ের কয়েক পেইজ পড়েছি। ভালো আছে বইটি। বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত সবকিছু সুন্দর করে গোছানো আছে!
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Category | General |
Location | w3w |
Date | 30 August, 2023 |
যাক, আর বেশি কথা বাড়ালাম না। আজ এই পর্যন্তই। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🦋🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Posted using SteemPro Mobile
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit