সু-চিন্তা সুফল দেয়

in hive-129948 •  last year 

13-02-2024

০১ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


sunset-4152851_1280.jpg

Link

অধ্যাপক জেমস এলেন একটা কথা বলেছিলেন, " সুচিন্তা দেয় সুফল আর কুচিন্তা দেয় কুফল! " কথাটি আমার কাছেও ভালো লেগেছিল। আপনি খেয়াল করলেই দেখতে পাবেন,আপনি যা ভাবেন আপনার মন কিন্তু সেটাই করতে চাই। আপনি যদি মনের মাঝে ভালো চিন্তা নিয়ে আসেন। তাহলে আপনি সবকিছু নিয়ে ভালো চিন্তাই করবেন। কোনো বিষয় নিয়ে আপনি খারাপ চিন্তা করতে পারবেন না। আর খারাপ চিন্তা যদি মনে না আসে তাহলে দেখবেন আপনার ব্রেইন সবসময় পজিটিভ চিন্তাভাবনাই করবে। যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ চিন্তা আসলে সবকিছুই আপনার কাছে সহজ মনে হবে।

আমরা যে ভুলটা করে থাকি তা হলো আগেই নেগেটিভ চিন্তা করে ফেলি! ধরুন, আপনি ভাইবা বোর্ডে ডাক পেয়েছেন। এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে ভাইবা বোর্ডে কি প্রশ্ন ধরবে? আর ধরলে সেটা পারবো কি না! যদি না পারি তখন? আমাকে যদি ভাইবা থেকেই বাদ দিয়ে দেয়? যদি আমার সার্টিফিকেট না দেখেই ফিরিয়ে দেয়! কত রকমের চিন্তা চলে আসে। এইযে আপনার মাথায় এতো চিন্তা চলে আসলো আগেই তার ইফেক্টটা কিন্তু পড়বে যখন আপনি ভাইবা দিতে যাবেন। কারণ আপনি তো আগে থেকেই নার্ভাস! সহজ জিনিসগুলাও আপনি পারবেন না। আপনার মাথায় ইতোমধ্যেই সেট হয়ে গিয়েছে নেগেটিভ চিন্তা। তো আপনি নির্ঘাত ব্যর্থ হবেন। । এজন্যই সুচিন্তা করা উচিত সবসময়।

আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন আপনি যদি মানসিক শান্তি চান তাহলে আপনাকে মানসিক শান্তির পরিবেশ তৈরি করতে হবে নিজের মাঝে। বলতে পারেন মানসিক শান্তি নিজের মাঝে তৈরি করবো কিভাবে? উত্তর একদম সহজ! আপনার যা করতে ভালো লাগে, আপনি যাক করলে নিজের ভিতর আন্দের অনুভূতি তৈরি হয়, হাসতে পারেন সে কাজগুলোই করুন। আবার, এটাও করতে পারেন, যেসকল ব্যক্তির সাথে হতে পারে আপনার প্রিয়জন অথবা বন্ধুবান্ধব তাদের সাথেও কথা বলতে পারেন। এতে হবে কি আপনার মাঝে মানসিকভাবে ভালো থাকার একটা মেন্টালিটি তৈরি হবে। তবে এটা ঠিক যে আপনাকে অল্পতেই খুশি থাকার চেষ্টা করতে হবে। দিনশেষে আপনার ভালো থাকার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। অন্যকেউ এসে বলবে না। শুধু সান্তনা দিবে।

মানসিকভাবে ভালো থাকার জন্য আমি যে কাজটা করি সেটা হলো নামাজ আদায় করা। প্রতিদিন নিয়ম করে নামাজ আদায় করতে পারেন। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে সেই ধর্মের নিয়ম অনুযায়ী সৃষ্টিকর্তা সান্নিধ্যের চেষ্টা করেন। মনের মাঝে প্রশান্তি কাজ করবে। যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন তাহলে ইয়োগা করতে পারেন পাচঁ মিনিট! যেটা আমিও করি। কিভাবে করতে হয় সেটা ইউটিউব এ দেখতে পারেন অথবা গুগলে সার্চ করলেও জানতে পারবেন। আপনি যদি মানসিকভাবে ভালো থাকেন তাহলে দেখবেন আপনার মাথায় সবসময় পজিটিভ চিন্তাই আসবে।

যারা নেগেটিভ চিন্তা করে সবসময় তারা দিনশেষে কিন্তু ভালো থাকতে পারে না। দুনিয়ার নিয়মই হচ্ছে আপনি যেমন কাজ করবেন আপনি তেমন ফলই পাবেন। আপনার মাথায় যদি অন্যের ক্ষতি করার চিন্তা থাকে তাহলে জীবনের কোনো এক পর্যায়ে এসে উপলব্ধি করতে পারবেন আপনার কর্মের জন্যই আপনার এই অবস্থা! আমাদের মানসিকতা এজন্য সুচিন্তায় গড়ে তোলা উচিত। ভালো কিন্তু সবসময়ই ভালো। তো আমাদের মানসিকতার পরিবর্তন হোক এবং সঠিক চিন্তা ও মননে যেন জীবন গড়তে পারি সেটাই কামনা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করেছেন ভাই পড়ে বেশ ভালো লাগলো। আপনি সত্যি বলেছেন সুচিন্তা সবসময়ই মানুষকে সুফল দেয় আর দূর চিন্তা খারাপ ফল দেয়। আমাদের সব সময় উচিত পজেটিভ চিন্তাভাবনার ভেতরে থাকা তাহলেই আমরা পজেটিভ টা পাবো। অনেক সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

জীবনে ভালো চিন্তার অবশ্যই দরকার আছে।যার চিন্তা যত উন্নত মানের তার সফলতা ততই দ্রুত হবে।আপনি সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন।ভালো লাগলো পড়ে, ভালো চিন্তা মানুষ সুন্দর পথ দেখিয়ে মনকে প্রশান্তি দেবে।ধন্যবাদ আপনাকে।

জি দিদি। ভালো চিন্তা সবসময় আমাদের মনের প্রশান্তি এনে দেয়

সু-চিন্তা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। পোস্টটি ভালো লেগেছে।একদম ঠিক বলেছেন, সু -চিন্তা সুফল দেয়। ভালো মনের অধিকারিরাই সুচিন্তা করতে পারে। বা যারা সুচিন্তা করে তারা ভালো মনের অধিকারি হয়।দুষ্টু লোকেরা সুচিন্তার অধিকারি হতে পারেনা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আমাদের উচিত পজিটিভ চিন্তাভাবনা করা 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই ভাই ভালো চিন্তা করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। আর খারাপ চিন্তা সব সময় মানুষকে বিপদের মুখে ফেলে দেয়। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আপনাকেও ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য 🌼

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষের মানসিকতা ও অনেক পরিবর্তন হয়ে যায়। আমাদের চিন্তাধারা যদি সব সময় ভালো হয় তাহলে ভবিষ্যতে সবকিছুই ভালো হবে। আপনি আজকে অনেক সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আপনার আজকের পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

আমরা যদি পজিটিভ চিন্তা করি এবং সেই চিন্তা ভাবনা অনুসারে আগাই। আমরা পজেটিভ কোন চিন্তাধারা নিয়ে আগালে নিশ্চয়ই সুফল বয়ে আসে। যাই হোক তবে আমি কিন্তু কখনো সকালে উঠে ইয়োগা করিনি।

এটা সকালে করতে পারেন, ভালো লাগবে আশা করি। ট্রাই করে দেখতে পারেন 🌼

"সুচিন্তা দেয় সুফল আর কুচিন্তা দেয় কুফল" এই বিষয়টি নিয়ে দারুন লিখলেন ভাইয়া।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার উদাহরনগুলো।এটা খুব সত্যি কথা আমাদের যেকোনো ভাবনাই আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে।তাই ভালো কোন চিন্তা দ্বারা ভালো কিছুই হয়।আর খারাপ চিন্তা দ্বারা খারাপ কিছুই হয়।তাই যেকোনো কিছুতে আমাদের পজিটিভ চিন্তা করা উচিত।

Posted using SteemPro Mobile

একদম আপু! যেকোনো কিছুতে পজিটিভ চিন্তা করাই উচিত 🌼

আপনি আজকে সু-চিন্তা নিয়ে খুবই দারুন একটি পোস্ট লিখেছেন পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন দিন শেষে আমাদের ভালো থাকা আমাদেরকই দায়িত্ব নিতে হবে। পজেটিভ চিন্তা ভাবনা সবসময় ভালো ফল বয়ে আনে। এজন্য আমাদের উচিত সবসময় ভালো চিন্তা ভাবনা করা। ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাই দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আমি মনে করি নিয়তের উপর অনেক কিছুই নির্ভর করে। যার নিয়ত যেমন ফলাফল তেমনই পায়। কিছু কিছু মানুষ আছে যারা পজেটিভ জিনিসটাকেও নেগেটিভ করে দেখে। এতে করে তারা ভালো ফলাফল পায় না। পক্ষান্তরে কিছু কিছু মানুষ, নেগেটিভ ব্যাপারকে পজেটিভলি দেখে। তারা সেজন্য অনেক সময় ভালো ফলাফলও পেয়ে যায়। সুতরাং যেকোনো ব্যাপারে সব সময় সুচিন্তা করতে হবে, তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।