04-03-2025
২০ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
০৪ রমজান, ১৪৪৬ হিজরি
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি রহমতের এ মাসে আপনারা সবাই ভালো আছেন। গত দুদিন ধরে ভালোই গরম পরেছে। শীত তো অনেক আগেই পালিয়েছে। এ গরমে সারাদিন রোজা রাখার পর ঠান্ডা পানির শরবত না খেলে হয় না। তো আজকে চলে এলাম আপনাদের সাথে খেলা নিয়ে আলোচনা করার জন্য। আপনারা যারা খেলাপ্রেমি মানুষ আছেন তারা নিশ্চয় খেলাধুলার খবর রাখেন। আপনারা জানেন যে চ্যাম্পিয়নস ট্রফি চলছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। আজকে আলোচনা করবো গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ও নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ নিয়ে। আজকে আবার সেমিফাইনাল শুরু হয়েছে। তো খেলা এখনও চলমান রয়েছে। এ ম্যাচ নিয়ে আলোচনা পরে করবো। তো গত ম্যাচ নিয়ে আলোচনা করা যাক।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ভারত। দুদলই দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল শুরু করতে চাইবে অবশ্য দুদলই। তো দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনিং এ নামে শুভমান গিল ও রোহিত শর্মা। রোহিত শর্মা হার্ড হিটার ব্যাটসম্যান। যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ রান আসতে থাকে। শুভমান গিলও ভালো খেলে। ওয়ানডে র্যাংকিং এ এক নাম্বার শুভমান গিল। তবে দেখার বিষয় ছিল ভারত শুরুটা কিভাবে করে। শুরুতেই নিউজিল্যান্ড এর বোলারদের চাপে রাখার চেষ্টা করে রোহিত শর্মা। তবে তৃতীয় ওভারে ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়ে যায় শুভমান গিল। তারপর মাঠে আসে ভিরাট কোহলি।
আগের ম্যাচ পাকিস্তানের সাথে ১০০ রান করতে সক্ষম হয়েছিল কোহলি। জয়ের নায়ক কোহলি বলতে গেলে। তো রোহিত শর্মা যেহেতু পুল শট খেলে দারুণ। পুল শট খেলতে গিয়ে জেমিসন এর বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ভারতের দলীয় সংগ্রহ তখন ২২ রান। তারপর মাঠে আসে শ্রেয়াসায়ার। শ্রেয়াসায়ার ওয়ানডে পারফর্মেন্স অনেক ভালো। আসলে ওয়ানডে ম্যাচে পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। বড় একটা পার্টনারশিপ হলে রানের দৃশ্যপটই পরিবর্তন হয়ে যায়। কিন্তু ভারতের দলীয় সংগ্রহ যখন ৩০ রান তখন ম্যাট হেনরির বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে গ্লেন ফিলিপস অসাধারণ ক্যাচ লুফে নেই। বলতে গেলে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে নেয়। তারপর ভারত কিছুটা চাপে পরে যায়।
তারপর মাঠে আসে এক্সার পাটেল। এক্সার পাটেল মাঠে নামার পর শ্রেয়াসায়ার ও পাটেল মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলে । তবে তাদের পার্টনারশিপ ভাঙে দলীয় সংগ্রহ যখন ১২৮ রান। এক্সার পাটেল রাচিন রাবিন্দ্রার বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। তারপর মাঠে আসে কে এল রাহুল। কে এল রাহুলকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু শ্রেয়াসায়ার ব্যক্তিগত ৭৯ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে। তারপর শেষের দিকে হার্ডিক পান্ডিয়ার ৪৫ রানের সুবাধে ভারত ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করতে সমর্থ হয়। তবে দেখার বিষয় ছিল নিউজিল্যান্ড কেমন ব্যাটিং করে। পিচ দেখে মনে হচ্ছিল বোলিং পিচ। কারণ ভারতের মোটামোটি সব ব্যাটররা স্ট্রাগল করেছে।
ওপেনিং এ নামে উইল ইয়াং ও রাচিন রাবীন্দ্রা। রাচিন রাবীন্দ্রার সাম্প্রতিক পারফরর্মেন্স ভালোই যাচ্ছে বলা চলে। ইনিংসের শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ ওভারে হার্ডিক পান্ডিয়ার বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। তারপরে মাঠে নামে কেইন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন মাঠে নামার পর উইল ইয়াংকে সাথে নিয়ে একটা পার্টনারশিপ বিল্ডআপ করার চেষ্টা করে। তবে নিউজিল্যান্ড এর দলীয় সংগ্রহ যখন ৪৯ রান তখন ভারুন চক্রবর্তীর বলে ইনসাইড এইজে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হয় উইল ইয়াংকে। তারপর থেকে বড় কোনো পার্টনারশিপ খেয়াল করেনি। একের পর এক আউএ হতে থাকে। তবে কেইন উইলিয়ামসন ব্যক্তিগত ৮১ রান ছাড়া কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি। ২০৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। পাচঁটি উইকেট পায় ভারুন চক্রবর্তী।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলা একদমই দেখা হয় না। কারণ সময় স্বল্পতা থাকে সব সময়। ফ্যামিলির কাজ, নিজের অনলাইনে কাজ, বাচ্চা সামলানো, সব মিলিয়ে অনেকটা হযবরল অবস্থা। তবে মাঝে মাঝে আমার বাংলা ব্লগের স্পোর্টস এর পোস্টগুলো পড়লে কিছুটা ধারণা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই ম্যাচটি সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় স্বল্পতার কারণে দেখতে পারেন না। তার মানে আপনি একজন খেলাপ্রেমি মানুষ। ভালো লাগলো আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit