প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব ২০২৪!

in hive-129948 •  8 days ago 
আসসালামুআলাইকুম সবাইকে 🌸

klee-587479_1280.webp

From pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। জীবন থেকে আরও একটা বছর হারিয়ে ফেললাম। মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। আসলে নতুন বছর থেকে এ শিক্ষাটা নেয়া জরুরি যে, আমরা মৃত্যুর দিকে একধাপ এগিয়ে গেলাম। তো দিনটা আমার কাছে আনন্দের থেকে দুঃখের ভীষণ মনে হয়। আমাদের দেশে এবার নতুন বছর উপলক্ষে ফানুস আতশবাজি ফুটানোতে নিষেধাজ্ঞা দেয়া হয়। ১৪৪ ধারা জারি করা হয় রাত ১১ টা থেকে ১ টা অবধি। কিন্তু বাঙালি বলে কথা! কে শুনে কার কথা। ঠিকই ইচ্ছে মতো আতশবাজি ফুটিয়েছে। কতো পাখি ভপাতিত হয়েছে আল্লাহ তায়ালা ভালো জানেন। তবে এ জাতি সভ্য হবে কবে আমার জানা নেই! নতুন বছরে আশা করি তাদের মানসিকতা পরিবর্তন হবে।

২০২০ সালে সারা পৃথিবীতে করোনা ভাইরাসে জীবন যেন থমকে গিয়েছিল আমাদের। ২০২০ থেকে ২০২৪ সাল চারটা বছর আমার কাছে মনে হয়েছে দেখতে দেখতে চলে গিয়েছে! মনে হচ্ছে কিছুদিন আগেও না নতুন বছর পালন করলাম! এখনও মনে হচ্ছে সেটারই রেশ কাটেনি! আসলে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে এইতো সেদিন বাংলা ব্লগে জয়েন হলাম! ২০২১ সালের জুলাইয়ের শুরুতে আমি বাংলা ব্লগে জয়েন হয়েছিলাম। তখন অনেকের সাথেই পরিচয় হয়েছিল। প্রায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। বাংলা ব্লগে অনেক পুরাতন ইউজার আছে আবার তারা অনেকেই নেই। কতো চেনা মুখগুলো হারিয়ে গেল সময়ের সাথে! নতুন ইউজারদের সাথে পরিচয় হচ্ছে এখন! সামনে আরও পরিচিত হতে পারবো। সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। জীবন থেমে থাকবে না।

২০২৪ সালে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করি তাহলে প্রাপ্তির হিসাবটাই বেশি থাকবে এ বছর! সবার জীবনেই স্বপ্ন থাকে। সেটা হতে পারে একাডেমিক ক্ষেত্রে অথবা কোনো ভালো পজিশনে যাওয়ার জন্য! আমারও স্বপ্ন ছিল। আর সেটা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে গিয়েছি। এ বছর আমার সে স্বপ্নটা বাস্তবায় করতে পেরেছি। এজন্য আল্লাহ তায়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বছর আমি যা পেয়েছি তার জন্য শুকরিয়া। আর যা পায়নি তার জন্যও শুকরিয়া। দিনশেষে আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যই করেন।

২০২৪ সাল অনেকের কাছে বেদনার সাল, স্বপ্ন ভাঙার সাল! কারো হয়তো স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। চোখের পলকে হয়তো অনেকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে! এ সালটা কেউ হয়তো আজীবন মনে রাখবে। কেউ হয়তো স্বপ্ন পূরণের লড়াইয়ে টিকে থাকতে মাঠে নেমে পরবে। জীবন তো এমনই। আপনি যে অবস্থায়ই থাকেন না কেন, আপনাকে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। জীবন আসলে থেমে থাকেও না। দিনশেষে জীবন নাম যুদ্ধে টিকে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে। তবে জীবন আমাকে শিখিয়েছে, লড়াইটা করতে হবে নিজের সাথে। জীবন আমাকে শিখিয়েছে কখনো হাল ছেড়ে দিও না! একদিন টিকই সূর্যোদয় হবে। সেদিন তুমিই সবচেয়ে বেশি হাসবে!

এ বছরটা আমাদের সবার জন্যও আরও স্পেশাল! স্বৈরাচার সরকার পতনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে পেরেছি। তবে দেশ এখনও স্থিতিশীল নেই। প্রতিনিয়ত দোসররা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আসলে স্বৈরাচার সরকার পতনের পর অনেক মানুষই এখন ক্ষমতালোভী হয়ে যাচ্ছে। এ জাতিকে আমি মনে করি কেউ কখনো রুখে দিতে পারবে না। এ সাল জাতিকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। শিখিয়েছে কিভাবে নিজের স্বাধীনতা রক্ষা করতে হয়। এ সালটা আজীবন মনে থাকবে এই জেনারেশনের কাছে। আমরা স্বপ্ন দেখি ও স্বপ্ন বুনি নতুন বাংলাদেশের! বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াঁবে এ বাংলা।


10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যিই ভাইয়া এই সালটা মনে রাখার মতো একটি সাল।প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়েই জড়ানো ছিল এই সালটি।ব্যথা,বেদনা,হাসি,আনন্দ সবটুকুই ছিল।আশাকরি নতুন বছরে আমরা আর আমাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে।নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু 🌸

২০২৪ যে আপনার কাছে সবমিলিয়ে প্রাপ্তির সাল, সেটা জেনে খুবই ভালো লাগলো ভাই। কারণ আমরা তো বেশিরভাগ সময়ে উল্টোটাই শুনে অভ্যস্ত! ভালোর চাইতে মন্দতেই ফোকাস করি বেশি, পাওয়ার চাইতে না-পাওয়ার হিসেবটাই মনে থাকে বেশি। এটা ঠিক বলেছেন, উপরওয়ালা যা করেন, ভালোর জন্যই করেন। এ বছরটাও আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হোক, সেই কামনাই রইলো।