ভিডিওগ্রাফি || আলতাফ মঞ্জিল

in hive-129948 •  last year 

22-10-2023

০৭ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি ভালো ও সুস্থ্য আছেন। তো আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসলে স্বাধীনতা ব্যাপারটা এমনি এমনি আসেনি। এর পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। আপনারা সবাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন। তৎকালীন পশ্চিম পাকিস্তান চেয়েছিল আমরা উর্দুতে কথা বলি। রাষ্ট্রভাষা হবে উর্দু। তখনকার সময়ে ছাত্রজনতা সবাই এগিয়ে আসে। নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার কেউ যেন ক্ষুন্ন করতে না পারে। আপনারা সবাই জানেন ভাষা আন্দোলন রফিক, শফিক, সালাম, বরকতসহ আরও অনেকে শহীদ হয়। তাদের প্রাণের বিনিময়ে পেলাম বাংলা ভাষায় কথা বলার অধিকার, বাংলা ভাষায় লেখার অধিকার। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে।

IMG20230916173025.jpg

৫২ এর ভাষা আন্দোলনের সময়টা কতটা ভয়াবহ ছিল! আমরা ভাগ্যবান! তাদের আত্নত্যাগের বিনিময়ে পেলাম বাংলা বলার অধিকার। কিন্তু আমরা তাদের অবদানের কথা ভুলে যায়। ভুলে যায় ভাষা শহীদদের রক্তমাখা ইতিহাসের কথা। আসলে আমি যে গ্রামে বসবাস করি সেটার নাম হচ্ছে আচারগাওঁ। ঠিক এই গ্রামেই ১৯২৬ সালের ২৬ শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন ভাষা সৈনিক খালেক নওয়াজ খান। তিনি সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে যোগদান করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কারাগারে সময় কাটিয়েছেন। আমি একজন গ্রামবাসী হিসেবে মনে করি এটা আমাদের গ্রামের গর্ব। আমাদের গ্রামেই ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের স্মৃতিচারণে আলতাফ মনজিল নির্মাণ করা হয়েছে।

আলতাফ মঞ্জিলে ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের স্মৃতি সম্ভবলিত অনেক ফটো অ্যালবাম রয়েছে। বঙ্গবন্ধুর সাথেও তারঁ ছবি রয়েছে। তখনকার সময়ের ফটোগ্রাফি দেখলে কিছুটা সেসময়ে অবস্থা সম্পর্কে ফিল পাওয়া যায়। যদিও গ্রামবাসী মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এতোটাও জানে না। ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের স্মৃতি বিজড়িত অ্যালবাম সম্পর্কে যদি সবাই জানতে পারতো তাহলে আমার মনে হয় ভাষা আন্দোলনের সময়টা কেমন ছিল এবং মুক্তিযুদ্ধের সময়টাই বা কেমন ছিল বুঝতে পারতো।

কিছুদিন আগে গিয়েছিলাম খানবাড়িতে। বড় পুকুরের পাশেই আলতাফ মঞ্জিল। ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের মায়ের নামে আলতাফ মঞ্জিল নাম রাখা হলেও সেখানে মূলত খালেক নওয়াজ খানের সব ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। আলতাফ মঞ্জিলটি মূলত ২১ শে ফেব্রুয়ারিতে খুলে দেয়া হয়। জনাব এমপি মহোদয় এসে ভাষা খালেক নওয়াজ খানের কবরে এসে পুষ্পস্তবক অর্পণ করে যায়। এছাড়াও খালেক নওয়াজ খানের অ্যালবামটিও দেখে যায়। আসলে সবচেয়ে গৌরবের বিষয় হলো ভাষা সৈনিক খালেক নওয়াজ খান ২০০৮ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন। যাক, আজকের ভিডিওতে আলতাফ মঞ্জিলের ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের কিছু ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি।

ভিডিও লিংক


DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
CategoryVediography

আশা করছি কিছুটা হলেও ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। যদিও আমি পুরোপুরি বর্ণনা দিতে পারেনি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে আলতাফ মঞ্জিল ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও দেখে আলতাফ মঞ্জিল এর জিনিসগুলো সব ভালোভাবে আমরা দেখতে পারলাম। পোস্টি এত সুন্দর ভাবে লিখে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য 🌼

বেশ চমৎকার ছিল আপনার আজকের এই ভিডিওগ্রাফিটি। আলতাফ মঞ্জিলটি খুব সুন্দর ভাবে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম।অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼

আলতাফ মঞ্জিল এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। এই মঞ্জিলের অনেক নাম শুনেছিলাম কিন্তু কখনো দেখিনি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ☘️

ভাই আপনি আজকে খুব চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আলতাফ মঞ্জিল ভিডিওগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কত সুন্দর করে সব দৃশ্যগুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য ☘️

বেশ চমৎকার ভিডিওগ্রাফি করেছেন ভাই। আলতাফ মঞ্জিলের ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আলতাফ মঞ্জিলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। ভিডিও গ্রাফির মাধ্যমে আলতাফ মঞ্জিল সবকিছু সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই মঞ্জিলের সাথে অনেক ইতিহাস জড়িত রয়েছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও ধন্যবাদ জানাই চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য

আপনি অসাধারণ কিছু তথ্য শেয়ার করলেন আলতাফ মঞ্জিল নিয়ে। ঐতিহাসিক সেই আলতাফ মঞ্জিলের আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির সাথে ভিডিওটি শেয়ার করলেন। আসলে ভাষা শহীদরা যদি আন্দোলন না করতেন তাহলে আমরা এত সুন্দর ভাষায় কথা বলতে পারতাম না। সেই শহীদদের স্মরণে এত সুন্দর একটি আলতাফ মঞ্জিল। অনেক ভালো লেগেছে আপনার ভিডিওটি দেখে।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

ভাইয়া আপনার পোষ্ট পড়ে অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারলাম। ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের বিষয়ে তেমন জানতাম না। আজকে কিছুটা জানলাম। আবার উনার মায়ের নামে আলতাফ মঞ্জিলের ফটো ও বিডিও দেখলাম। ধন্যবাদ।