08-12-2024
২৩শে অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় কথা। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। নাটকটির নামটি হচ্ছে মি এবসেন্ট মাইন্ডেড। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।
নাম | mr absent minded (মি এবসেন্ট মাইন্ডেড) |
---|---|
গল্প | জিয়াউল ফারুক অপূর্ব। |
স্ক্রিপ্ট | মেসবাহ উদ্দিন সুমন। |
পরিচালক | রুবেল হাসান। |
প্রযোজক | আকবার হায়দার মুন্না। |
অভিনয়ে | অপূর্ব, তটিনী, ফায়াজ আহমেদ ববী,মিলি বাশার, শাম্পা নিজাম সহ আরও অনেকে। |
আবহ সংগীত | মেহেদী তামজিদ। |
দৈর্ঘ্য | ৫৬ মিনিট ৬ সেকেন্ড। |
মুক্তির তারিখ | ৫ই ডিসেম্বর , ২০২৪ ইং |
ধরন | কমেডি, রোমান্টিক, সামাজিক । |
ভাষা | বাংলা |
চরিত্রেঃ
আবিরঃ
জিয়াউল ফারুক অপূর্ব।রিয়াঃ
তানজিম সায়েরা তটিনী।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায়, আবিরের বাবা আবিরকে আনতে স্কুলে যায়। আবিরকে স্কুল থেকে আনতে গিয়ে আবিরের বাবা আবিরকে না এনে এক মেয়েকে বাসায় ধরে নিয়ে এসে পরে। বাড়ির দারোয়ান দেখে বলে এটা আবির না। কিন্তু আবিরের বাবা ফোনে কথা বলতে থাকায় সে কথা আর পাত্তা দেয়নি। অচেনা মেয়েকে দেখে আবিরের মা তো অবাক হয়ে যায়। আবিরকে না এনে ধরে নিয়ে এসে পরেছে আবিরের স্কুলের এক মেয়েকে। ঠিক তখন ঐ মেয়ের মা দৌড়ে ছুটে আসে আবিরদের বাসায়। সাথে পুলিশকে ধরে নিয়ে আসে। কারণ তারা ভাবে যে আবিরের বাবা ঐ মেয়েকে অপহরণ করে বাসায় নিয়ে এসে পরেছে। তারপর আবিরের বাবাকে পুলিশ থানায় নিয়ে চলে যায়। আর তখন আবিরও স্কুল থেকে চলে আসে।
আবিরের পরিবারের বাবা ও ছেলে দুজনই এবসেন্ট মাইন্ডের! একটু আগে কি কথা বলছে সেটা মনে থাকে না। এ নিয়ে আবিরের মা আবিরকে ও তার বাবাকে বকাঝকা করে। কিন্তু তাতেও কাজ হয় না। একদিন আবিরের ফোনটা খুঁজে পাচ্ছিল না। ঠিক তখন দেখতে পায় যে তার বাবার হাতে আবিরের ফোন! আবার আবিরের বাবার চশমা খুঁজে পাচ্ছিল না। তখন দেখে তার চশমা তার বাবার হাতেই! এসব দেখে আবিরের মা তো রেগে আগুন! দুজনই এবসেন্ট মাইন্ডের। কখন কি করে কিছুই মনে থাকে না। এদিকে আবিরের বাবা তার ফোন খুঁজে পাচ্ছিল না। অনেক খোজাঁখুজির পর দেখতে পায় আবিরের বাবা ফোন ফ্রিজে রেখে দিয়েছিল।
আবিরের কিছুদিন ধরে পেটে ব্যাথা। সে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যাবে। কিন্তু তার মনে নেই কখন হসপিটালে যাওয়ার কথা! তখন তার মা বলে দেয় যে আজকে হসপিটালে যেতে হবে। তখন আবির হসপিটালে যাওয়র সময় পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি আবিরকে একবছর আগে প্রপোজ করেছিল। কিন্তু প্রপোজের রিপ্লাই দিতে আবিরের মনে থাকে না। আজকে আবিরকে প্রপোজের রিপ্লাই দিতেই হবে। আবির ভুলে যায়। এজন্য আজক ফোনে রিমাইন্ডার সেট করে নিয়েছে। আজ রাত আটটায় তাকে প্রপোজের রিপ্লাই দিতে হবে। তারপর আবির হসপিটালে চলে যায়। কিন্তু হসপিটালে কেন এসেছে সেটা তার মনে নেই! তারপর ডাক্তার রিয়া তাকে মনে করিয়ে দেয়। তার পেট ব্যথার জন্য হসপিটালে এসেছে। ডাক্তার রিয়া তাকে শুয়ে পরতে বলে।
শুয়ার পর যখন পেট চেকআপ করতে যায় তখনই কুতুকুতু শুরু হয়ে যায়। তখন ডাক্তার রিয়া ইনজেকশন দেয়ার ভয় দেখায়। তারপর আবির আর নড়াচড়া করেনি। তারপর আবিরকে ইউরিন টেস্ট করাতে বলে। ইউরিন টেস্ট করে রিয়াকে দেখাতে বলে। সেটা না করে আবির বাসায় নিয়ে চলে আসে। তারপর সেটা ফ্রিজের ভিতর রেখে দেয়। রাত আটটায় রিয়া ফোন দেয়। আবির ভাবে যে পাশের ফ্ল্যাটের মেয়েটি হয়তো ফোন দিয়েছে প্রপোজের রিপ্লাই শোনার জন্য। আবির ফোন ধরেই আবোলতাবোল বলতে থাকে। তারপর রিয়া পরিচয় দেয়। তারপর আবির চিনতে পারে। রিয়া বলেছিল ইউরিন টেস্ট করাতে। সেটা বাসায় নিয়ে চলে আসে। তার পরেরদিন যেতে বলে। ডাঃ রিয়াকে আবির বলে যে, সে যেন মনে করিয়ে দেয় ইউরিন টেস্টের রিপোর্ট দেখাতে হবে।
তার পরেরদিন আবির ইউরিন টেস্টের রিপোর্ট দেখাতে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পথে আবিরকে পুলিশ ধরে। প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না চেক করে। কিন্তু আবিরের সাথে কোনো কাগজপত্র ছিল না। আবিরের নামে পুলশি মামলা দিয়ে দেয়। তারপর আবির তার বাইক রেখে পুলিশের বাইক নিয়ে চলে আসে। পুলিশ দেখলেই আবিরকে সালাম দেয়। বিষয়টা আবিরের ভালোই লাগছিল। কিন্তু খেয়াল করেনি এটা যে পুলিশের বাইক ছিল। আবিরকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। তারপর ডাঃ রিয়াকে ফোন দেয় আবির। তাকে হেল্প করার জন্য বলে। তারপর ডাঃ রিয়াএসে আবিরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে রিয়া আবিরকে পছন্দ করে ফেলে। এমন সহজ সরল ছেলে কখনো দেখিনি। তার সরলতার প্রেমে পরে যায়। অবশেষে আবির মনে রাখতে পারে যে রিয়া তার গার্লফ্রেন্ড। আবিরও তার মনের কথা রিয়াকে বলে দেয়। আর সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালোই লেগেছে। নাটকটি ফানি টাইপের ছিল। অনেকদিন পর অপূর্বের নাটক দেখলাম। তটিনী আর অপূর্ব জুটি ভালোই ছিল। নাটকটিতে একটু বেশিই ফানি ছিল আসলে। তবে মন ভুলে যাওয়ার ব্যাপারটা আমার কাছে এতোটাও ভালো লাগেনি। তবে উপভোগ করার মতো ছিল নাটকটি।
ব্যক্তিগত রেটিং
৮/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কয়েকদিন আগে নাটকটির কিছু ক্লিপ ফেচবুকে দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো।অনেক দারুন রিভিউ করেছেন আপনি। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট পড়লাম আজকে। যে নাটকটার পুরো কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তো নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। অপূর্ব এবং তটিনির নাটক আমি একটু বেশি পছন্দ করি দেখতে। তবে এই নাটকের শেষটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো অবশ্যই চেষ্টা করবো এই নাটকটা দেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, নাটকটা দেখলে আশা করি উপভোগ করতে পারবেন 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মি এবসেন্ট মাইন্ডেড নাটকটি দেখে তো আমি হাসতে হাসতে শেষ। অপূর্ব এবং তটিনী চমৎকার অভিনয় করেছেন। নাটকটির গল্প ও ছিলো দারুন। চমৎকার ভাবে রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা! নাটকটা আসলেই মজার ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপূর্বর নাটক আমি তেমন দেখি না।তবে মাঝে মাঝে এমন নাটকের রিভিউ পড়তে ভীষণ ভালো লাগে। আপনার নাটক রিভিউ টি দারুণ ছিলো ভাই। চিন্তা করছি সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে পারেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটক এর ছোট ছোট ক্লিপগুলো দেখেছিলাম৷ তবে নাটকটি এখনো পুরোপুরি দেখে নিতে পারিনি৷ আজকে এর নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে খুব খুশি হলাম৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আমি নাটকটি দেখে নিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit