আমার তোলা কিছু শীতের ফটোগ্রাফি |[ 10% for @shyfox]|

in hive-129948 •  3 years ago 

15-12-2021

১ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম


আমার বাংলা ব্লগ
এর সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। ছবিগুলো আমার ফোন দিয়ে তোলা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেয়া যাক।



📸📸ফটোগ্রাফিঃ০১📸📸


IMG20211129071149.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



এটি একটি জবা ফুল। ফুলটি দেখতে লালচে খয়েরী। সারাবছরই এই ফুলটি দেখতে পাওয়া যায়। সূর্যের আলো পড়াতে ফুলটি আরও সুন্দর লাগছিল। এজন্য ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।



📸📸ফটোগ্রাফিঃ০২📸📸


IMG20211129071222.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



শিশির ভেজা ফুলটি দেখতে বেশ লাগছিল। ফুলটির গায়ে শিশির জমে আছে। ফুলটি কাশফুলের মতোই একটি ফুল। তবে এটি ঘাস থেকে এই ফুলটি জন্মাতে দেখা যায়।



📸📸ফটোগ্রাফিঃ০৩📸📸


IMG20211129071100.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



এই ফুলটির উদ্ভিদ অনেকটা পাটের মতো। পাতাগুলো একদম পাটের পাতার মতো ছিল। ফুলের তেমন সুভাষ নেই। ফুলটি আমি এই প্রথম দেখেছিলাম। নামটিও আমার অজানা। ফুলের নামটি জেনে থাকলে অবশ্য জানাবেন।



📸📸ফটোগ্রাফিঃ০৪📸📸


IMG20211129070928.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



আপনারা হয়তো লজ্জাবতী গাছ দেখেছেন। শরীররের স্পর্শ ফেলে মাটিতে নুয়ে পড়ে। এটি লজ্জাবতী গাছের ফুল। এই প্রথম আমি লজ্জাবতী গাছের ফুল দেখেছি। শীত মৌসুমেই মনে হয় লজ্জাবতী গাছের ফুল ফুটে।



📸📸ফটোগ্রাফিঃ০৫📸📸


IMG20211129071642.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



এই ফুলটি বেশ সুন্দর। বিশেষ করে ঝোপঝাড়ে এই ফুলটি দেখতে পাওয়া যায়। ফুলের নামটি আমার কাছে অজানা। নামটি জেনে থাকলে জানাবেন।



📸📸ফটোগ্রাফিঃ০৬📸📸


IMG20211129071329.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



মিষ্টি কুমড়া আপনারা সবাই চিনে থাকবেন। শীতকালীন সবজি হিসেবে পরিচিত বেশি। খেতেও বেশ মজা। মিষ্টি কুমড়ার সবেমাত্র ফুলটি জন্মাচ্ছে। আর সেখানে শিশির জমে আছে। খুব ভালো লেগেছে দেখতে। এজন্য ক্যামেরাবন্দি করে নিলাম।



📸📸ফটোগ্রাফিঃ০৭📸📸


IMG20211129070944.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



শীতের সকালের সুন্দর দৃশ্যের মধ্যে একটি। একটি ডালে শিশির জমে আছে। অনেকটা মাকড়সার জালের মতো। এজন্য ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।



📸📸ফটোগ্রাফিঃ০৮📸📸


IMG20211129071045.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location



নাম না জানা গাছের একটি উদ্ভিদ। উদ্ভিদের সারা শরীরে শিশিরে ঢেকে আছে। ফুলগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলনা। দেখতে বেশ ভালো লাগছিল এজন্য ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।



DeviceOppo A12
EditLightroom App
Photographer📸@haideremtiaz

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ফটোগ্রাফিগুলো । আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সব কটা ছবিই সুন্দর।ফুলের ওপর শীতের শিশির জমে আছে দেখতে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।শীতকালে শিশির ভেজা ফুলের ছবি দেখতে সত্যিই অসাধারণ লাগে ।যেটি আপনি চমৎকারভাবে তুলেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফ আমার কাছে ভালো লেগেছে। নাম না জানা প্রতিটি ফুলে শীতের শিশির বিন্দু পরে আছে দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ছবি দারুন। শীতে প্রকৃতির মাঝে এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি পায়। মিষ্টিকুমড়ার ছবিটা কিন্তু দারুণ হয়েছে। ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

শীতের সকালে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুলের সৌন্দর্য আপনারা ফটোগ্রাফির মাধ্যমে উপভোগ করতে পারলাম ।বিশেষ করে কুমড়ার ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️❤️

আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফিগুলো স্বার্থক হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে। বিশেষ করে ৫ নম্বর ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এই ফুলের নাম আমিও জানিনা ভাইয়া তবে ফুলটা খুবই সুন্দর। আর আপনার উপস্থাপনাও খুব ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

  ·  3 years ago (edited)

ফটোগ্রাফি গুলো আসলে অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলোর মধ্যে কুয়াশা থাকায় অনেক সুন্দর লাগছে। কোনটা ছেড়ে কোনটা বলব বেশি সুন্দর তাই বুঝে পাচ্ছি না 🤔

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

হাহাহা! যাক আপনার কাছে ভালো লেগেছে এটা শুনেই খুশি লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

ওয়াও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আপনি অনেক সুন্দর ভাবে ধৈর্যসহকারে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার সব ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো প্রশংসার যোগ্য। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের মন্তব্য দেখে অনুপ্রাণিত হলাম।

বাহ আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এ যেন মন কেড়ে নেওয়ার মতো। ফটোগ্রাফি সাথে সাথেই আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক অবাক হয়ে গেলাম। কারণ এত সুন্দর ভাবে ছবিগুলো ধারণ করেছেন যেটা একজন দক্ষ ক্যামেরাম্যান ছাড়া সম্ভব না। শুভ কামনা রইলো ভাই।

চেষ্টা করেছি আপু সুন্দর করে তোলার। আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফি স্বার্থক।

আপনার ছবিগুলো শীতকালীন ফুল এবং প্রকৃতিকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করছে। ধন্যবাদ শেয়ার করে নেয়ার জন্য।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

ভাই আপনার হাতে অনেক যাদু আছে,কারন আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করছেন।দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। ফটোগ্রাফির সাথ উপস্থাপনা সুন্দর। অনেক ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।

ভাইয়া দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন, আমার প্রতিটি ছবি খুব ভালো লেগেছে, ইডিট করার জন্য বেশী ভালো লাগছে।লজ্জাবতী গাছ, কুমড়ো ফুলের ছবি আমার মিন কেড়েছে। শুভকামনা রইলো ভাই💗💗💗🌼🌼🌻

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।