শীতকালীন প্রাকৃতিক দৃশ্য"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ | আমার অংশগ্রহণ |[১০% shy-fox এর জন্য]

in hive-129948 •  3 years ago 

02-02-2022

১৮ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

কে
মন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি । তো আজকে আমার ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি কিছু ফটোগ্রাফি করেছি । প্রথমেই আমি দাদা খেয়ে ধন্যবাদ দিতে চাই এরকম সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করার জন্য । দাদার দেয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটা নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি । শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি । কারণ সকাল বেলা কুয়াশাও থাকে বেশি কুয়াশাভেজা ফটোগ্রাফি করে শীতকালীন একটা আমেজও বোঝা যায় ।

শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি
আমার তোলা কিছু ছবি ও কিছু কথা
ষড়ঋতুর বাংলাদেশে শীত যেন এক ভিন্ন রকম আমেজ নিয়ে আসে । প্রকৃতির রূপ এসময় পরিবর্তন হয় । চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে সবকিছু । গ্রামীণ কর্ম জীবন মানুষ খুব সকালে বেরিয়ে পড়ে তাদের জীবিকার সন্ধানে । শীতকাল যেমন একদিকে আশীর্বাদ অন্যদিকে খারাপও বটে । তুমি শহরের তুলনায় গ্রামীণ পরিবেশে যারা বড় হয় তারা শীতকাল থাকে খুবই উপভোগ করতে পারে । গ্রামের সকালবেলা পিঠা-পুলির উৎসব ও খেজুর রসে ভরে ওঠে চারিপাশ । বিভিন্ন রকমের ফুল ফোটে তখন পরিবেশের এ যেন এক অন্যরকম স্নিগ্ধতা বিরাজ করে । তাইতো আমার পছন্দের ঋতু হচ্ছে শীতকাল ।

WhatsApp Image 2022-02-02 at 22.47.18 (3).jpeg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

তখনো সূর্যিমামা উঠেনি । জমি থেকে চারা সংগ্রহ করছে এক কৃষক । শীতের এই সময়টাতেই যেন জমিতে চারা রোপণ করা হয়ে থাকে । আলসেমি তাদের কাবু করতে পারেনি। ঠিকই শীতের সকালে বেরিয়ে গেছে ধানের চারা সংগ্রহ করার জন্য। আর আমরা যেখানে কম্বলের নিচ থেকে উঠতেই পারিনা।

WhatsApp Image 2022-02-02 at 22.47.18.jpeg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

একটু সামনে এগুতেই দেখি সূর্যি মামা উকি দিচ্ছে পূর্ব আকাশে । কুয়াশা ভেদ করে আলো যেন আসছে । ‌ সকালবেলার সুন্দর দৃশ্যের মধ্যে এটি হচ্ছে একটি । তবে শীতের বেলা মাঝে মাঝে সূর্যিমামার দেখা পাওয়াই যায়না । একটু সূর্যের আলোর জন্য অপেক্ষা করতে হয় শীতার্ত মানুষদের। সূর্যিমামার আলো পেয়ে চারপাশ আগের মতো কর্মব্যস্ত হয়ে পড়ে।

IMG20220130075533.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

ধানের চারা গাছে যেন রাতের জমে থাকা শিশির এখনো জমে আছে । এই শিশির যেন জানান দেয় শীতকালের আমেজ চারিদিকে ।

IMG20220130080326.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

কলা গাছের ডগায় জমে থাকা শিশির যেনো জমিতে পরে যাওয়ার তীব্র ইচ্ছা । খুব কাছ থেকে ফোন দিয়ে ছবিটি ক্যামেরাবন্দি করেছি

WhatsApp Image 2022-02-02 at 22.47.18 (2).jpeg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

কুয়াশায় ঢাকা চারিদিক । এ যেন শীতের আসল রূপ । কুয়াশা ভেদ করে ওপারে কিছু দেখাই যায়না । শীত আসলেই গ্রামে এমন কুয়াশা ঢাকা চিত্র দেখা যায়। শহরে অবশ্য কুয়াশা ঢাকা চিত্র খুব কম দেখতে পাওয়া যায়। তাইতো শহরের মানুষজন গ্রামে চলে আসে শীতের সময়টা উপভোগ করতে।

IMG20220130081828.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

সকাল সকাল একটি ফুলের দেখা ‌। সূর্যের আলো পেয়ে যেন মুখিয়ে চেয়ে আছে । ফুলটি আপনারা চিনতে পেরেছেন এটি একটি লাউ গাছের ফুল । এই ফুল থেকেই একটা সময় লাউ হবে ।

IMG20220130074512.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

সকাল সকাল জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েছে একজন মানুষ । হেঁটে পাড়ি দিয়ে দিচ্ছে বাজারে যাওয়ার জন্য । ছোটবেলার কথা ঠিক মনে পড়েছিল তখন, খুব সকাল সকাল বেরিয়ে পড়তাম আরবি পড়ার জন্য। কুয়াশা ঢাকা শীতল পরিবেশ উপেক্ষা করেই বেরিয়ে পড়তাম। সত্যিই দিনগুলো খুব উপভোগ্য ছিল।

WhatsApp Image 2022-02-02 at 22.47.18 (1).jpeg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

গাছের পাতা সব ঝরে গেছে । তবে কিছু পাতা নতুন করে ফুটে উঠেছে আবার । এ যেন শীত শেষে নতুন ঋতু আগমনের বার্তা দেয়।

IMG20220131080951.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

শীতে চারিপাশ বিভিন্ন রকমের ফুলে ভরে উঠে চারিপাশ। পরিবেশও তখন সৌন্দর্যে ভরে যায়। হলুদ সরিষা ক্ষেতের ফুল যেন তারই জানান দেয়। আমাদের গ্রামে এই প্রথম সরিষার ক্ষেত দেখতে পেয়েছিলাম। আমার খুবই ভালো লেগেছে দেখে। শীতের সকালের শিশির ফুলের ডগায় জমে আছে

IMG20220201152827.jpg

Device:Oppo A12
Edit:Lightroom app
w3w location

জালের মতো অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে। বাংলাদেশকে নদীমাতৃক দেশও বলা হয়। আমাদের আমিষের অনেকটা অংশই যে আসে মাছ থেকে। জেলেরা নদী থেকেই মাছ সংগ্রহ করে। কিন্তু শীতকাল আসলেই নদীর পানি শুকিয়ে যায়। নদীর বহমান স্রোতধারা দেখা যায়না। এটি আমাদের নরসুন্দা নদী। শীতকালের পর থেকেই নদীর পানি শুকিয়ে আছে। তাই সেখানে ধানের চারা রোপণ করে ধান চাষের চেষ্টা চলছে।


DeviceOppo A12
EditLightroom App
Photographer📸@haideremtiaz

আশা করি ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করেছেন। আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করা স্বার্থক। অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে? সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



আল্লাহ হাফেজ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন সাথে সুন্দর উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য 😍

শীতকালের ফটোগ্রাফি দেখলেই মনটা জুড়িয়ে যায়।প্রকৃতি কত সুন্দর,কুয়াশাচ্ছন্ন সকাল। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

  • শীতকালীন গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই শীতের সৌন্দর্যময় আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে। ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক দুর্দান্ত লেগেছে। শীতকালে ফটোগ্রাফি সুন্দর্য তাই অনেক আলাদা থাকে। তেমনি আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লাগলো আমার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤩🤩

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! আপনার ফটোগ্রাফিগুলো দেখে মন ভরে গেলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ এই ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

প্রত্যেকটি ছবি দারুন। কুয়াশামাখা দিনের শুরু। অবারিত ধানক্ষেত। শুকিয়ে যাওয়া নদী সবমিলিয়ে দারুন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনাকে