প্রথমবারের মতো শিরোপা জিতলো ফারচুন বরিশাল

in hive-129948 •  10 months ago 

02-03-2024

১৯ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। আসলে ভালো থাকাটা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে ওয়েদার পরিবর্তনের সাথে কমবেশি সবাই জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে। আমি নিজেও এর বাইরে নয়। গতকাল রাত থেকেই প্রচন্ড জ্বর চলে আসে শরীরে। সাথে মাথা ভার হয়ে যায়। আসলে সুস্থ্য না থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না। তো এখন কিছুটা কমেছে। আমি বলবো আপনারা সাবধানে চলাফেরা করবেন।। তো আজকে চলে এলাম গতকালকের বিপিএল ম্যাচের ফাইনাল খেলা নিয়ে আলোচনা করার জন্য। খেলা আমার বরাবরই ভালো লাগে। যেহেতু ফেভরিট দল হিসেবে ফারচুন বরিশাল ফাইনালে উঠেছিল এজন্য আলাদা একটা উন্মাদনা কাজ করছিল। ফাইনালে ফারচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা অলরেডি পাচঁবার বিপিএল ফাইনাল নিয়ে। আর এদিকে ফারচুন একবারো নিতে পারেনি। আমি আশা করছিলাম এবারের ফাইনালটা যেন তামিমের ফারচুন বরিশাল নিতে পারে।

Screenshot_2024-03-02-09-17-49-62.jpg

Screenshot_2024-03-02-09-18-14-83.jpg

screenshot from T-sports

তো শুরুতেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ফারচুন বরিশাল। আমার কাছে তামিমের সিদ্ধান্তটা খুবই ভালো লেগেছিল। কারণ ফাইনালের মতো ম্যাচে পরে ব্যাটিং করাটাই সেইফ হবে। আর বরিশালের ব্যাটিং লাইনআপও যথেষ্ট স্ট্রং। তো শুরুতেই ব্যাট হাতে কুমিল্লার দুই ব্যাটার লিটন ও সুনিল নারিন মাঠে নামে। বল হাতে বল করতে আসে মায়ার্স। শুরুতে লাইন লেন্থ ঠিক রেখে বল করে। সুনীল নারিন চার মেরে দারুণ সূচনা করলেও ওভারে চতুর্থ বলেই ক্যাচ আউট হয়ে যায়। তারপর মাঠে আসে তৌহিদ হৃদয়। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় হৃদয় দুই নাম্বারে। বলতে গেলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে হৃদয়। কিন্তু ফাইনালে ইনিংসটাকে বড় করার আগেই ফুলারের বলে আউট হয়ে সাজঘরে ফেরে। বলতে গেলে অনেকটাই চাপে পরে যায় কুমিল্লা।

Screenshot_2024-03-02-09-29-18-60.jpg

Screenshot_2024-03-02-09-40-49-03.jpg

screenshot from T-sports

তারপর মাঠে আসে চার্লস। চার্লস হার্ড হিটার একজন ব্যাটসম্যান। কুমিল্লা টিমে চার্লস আর আন্দ্রে রাসেলের মতো দুজন হার্ডহিটার ব্যাটসম্যান রয়েছে। সে হিসেবে তাদের একটা টার্গেট ছিল বড় একটা স্কোর করার। লিটন চার্লসকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকে। কিন্তু তারা দুজনও একটা পার্টনারশিপ গড়তে ব্যার্থ হয়। লিটন দাস ওভার মিড দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে বসে। তারপর মাঠে নামে মাহিদুল ইসলাম। মাহিদুল ইসলাম নামার পর রানের গতিটা অনেকটা বেড়ে যায়। কিন্তু জনসন চার্লস বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি। দলীয় সংগ্রহ যখন ৬৫ রানের তখন চার্লস আউট হয়ে যায়। তারপর মাঠে আসে মইন আলী। মইন এবারের বিপিএলে তেমনভাবে জ্বলে উঠতে পারেনি। ফাইনালেও সে ব্যর্থ হয়। তারপর শেষ ফিনিশংটা দেয় আন্দ্রে রাসেল নেমে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল ততক্ষণে অনেক দেরি করে ফেলেছে। কারণ ওভার ও কম ছিল। আর কয়েকটা ওভার আগে যদি নামাতে পারতো তাহলে স্কোরটা আর ও বড় হতো। শেষ অবধি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ দাড়াঁয় ১৫৪ রানের।

Screenshot_2024-03-02-09-41-35-66.jpg

Screenshot_2024-03-02-09-44-21-64.jpg

screenshot from T-sports

১৫৫ রানের টার্গেটকে সামনে রেখে ব্যাটিং এ নামে মিরাজ ও তামিম। মিরাজকে ফাইনালে ওপেনিং করা হয়েছিল। আমার কাছে এক হিসেবে ভালোই লেগেছিল। কারণ মিরাজ সব পজিশনেই খেলতে পারে। ফারচুন বরিশালের শুরুটা হয়েছিল দারুণভাবে। প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট হারায়নি ফারচুন বরিশাল। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। কারণ উইকেট পরলেই চাপে পরতে হতো। তামিম মিরাজ দুজনই দেখেশুনে খেলতে থাকে। কিন্তু মইন আলীর বলে ডাউন দা ট্রেকে মারতে গিয়ে বোল্ড আউট হয়ে বসে তামিম। দলীয় সংগ্রহ যখন ৭৬ রানের তখন প্রথম উইকেটের পতন ঘটে ফারচুন বরিশালের। তারপর মাঠে নামে মায়ার্স। এবারের বিপিএলে বিদেশী প্লেয়ারদের মাঝে মায়ার্সই মনে হয় সবচেয়ে ভালো পারফর্ম করেছে। বল ও ব্যাট হাতে দুদিকে পারফেক্ট ছিল। তো মায়ার্স নামার কিছুক্ষণ পর মিরাজ আউট হয়ে যায়। তারপর মুশিকে নিয়ে দেখেশুনে মায়ার্স খেলতে থাকে। মায়র্সের ঝড়ো ব্যাটিং এর কারণেই ফারচুন বরিশালের জয় ছিনিয়ে আনতে সহজ হয়।। শেষ অবধি মাহমুদুল্লাহ ও ডেভিড মিলার মিলে খেলার ফিনিংশটা দেয়। ৬ উইকেটে জিততে পারে ফারচুন বরিশাল। ম্যন অফ দা ম্যাচ নির্বাচিত হয় মায়ার্স।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি খেলার রিভিয়ের মাধ্যমে শেয়ার করেছেন। গতকালকে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিলাম। আসলে প্রথমবারের মতো শিরোপা জিতলো ফারচুন বরিশাল। শক্তিশালী এবং অভিজ্ঞতার দিক থেকে ফরচুন বরিশাল বিপিএল দলগুলোর মধ্যে এগিয়েছিল। ফাইনাল ম্যাচে তামিম ইকবাল এবং কাইলমাসের খেলা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

কাইল মায়ার্স এবারের বিপিএলে ভালো খেলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

ফরচুন বরিশাল মানেই এক টুকরো বাংলাদেশ ।যেখানে ছিল আমাদের প্রিয় প্লেয়ার গুলো।
কালকের খেলাটা খুব ভালো ইনজয় করেছি। বরিশাল কাপ পাওয়াতে সত্যি অনেক আনন্দ পেয়েছি।
আপনি অনেক সুন্দর ভাবে ম্যাচ রিভিউ এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।

আসলেই ভাই, বরিশালে একটুকরা বাংলাদেশই বলা যেতে পারে। আমিও খুব খুশি হয়েছি বরিশাল কাপ নেয়াতে।

এবারের বিপিএলের মাত্র একটি ম্যাচ সম্পূর্ণ দেখেছি। ফাইনাল ম্যাচটি চেয়েছিলাম বরিশাল জিতুক আসাটা পূরণ হয়েছে। এবারের বিপিএলে আমি দেখেছি বেশিরভাগ লোকই বরিশালকে সাপোর্ট করেছে । ফাইনালে উঠার পর শুধুমাত্র তামিমের জন্য খেলাটি দেখেছি। কারোর প্রতিভা কখনো নষ্ট করা যায় না যোগ্যতা অনেক বড় একটি বিষয়। সেই সম্মানটা তামিম ইকবাল পেয়েছে।

Posted using SteemPro Mobile

আসলেই ভাই তামিম শিরোপাটা পেয়েছে এটা আমার কাছেও ভালো লেগেছিল 🌼