শেষ পর্বঃ ট্রেন জার্নি [ কিশোরগঞ্জ টু ভৈরব ]

in hive-129948 •  2 years ago 

08-11-2022

২৩ কার্তিক ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ভালো খারাপ মিলিয়েই আছি! তবে ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত! যাক, আপনাদের সাথে ট্রেন জার্নির অভিজ্ঞতার পর্ব আকারে শেয়ার করেছিলাম। আজকে শেষ পার্ট নিয়ে হাজির হলাম। আশা করছি ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনারা উপভোগ করতে পেরেছেন।

২য় পর্বের পর

IMG20221105134320.jpg

লোকেশন

ভদ্র মহিলা যেহেতু চট্রগ্রাম এ কাজ করেন। সেই সুবাধে তিনি সেখানে থাকেন এবং ট্রেনে করেই যাতায়াত করেন। মহিলা একটু সহজ সরল! গ্রামের মানুষগুলো যেমন হয় আরকি! একবার এই ভদ্র মহিলা নাসিরাবাদ ট্রেন দিয়ে চট্রগ্রাম যাচ্ছেন। হাতে এক লিটারের একটি বোতল। নরমালি ব্রাক্ষ্মণবাড়িয়ার পর ট্রেন মোটামোটি ফাকাঁ হয়ে পরে। নাসিরাবাদ ট্রেনের বগী সব খালি! মহিলা একা এক বগীতে বসে আছে । এমন সময় এক লোক ট্রেনের ভিতর প্রবেশ করলো। লোকটি দেখতে স্বাভাবিক মনে হয়েছিল মহিলার কাছে। সামনের সিটে এসে বসলো। পড়নে শার্ট আর লুঙ্গি। মুখে সাদা গোফ! লোকটি মহিলার কাছে পানি চাইলো। মহিলা অবশ্য না করতে পারেনি। উনার পানির বোতল দিয়ে দেয় লোকটিকে! লোকটি পানির বোতল নিয়ে পানি পান করে! কিন্তু ঝামেলা হলো মহিলা খেয়াল করেনি পানির বোতলে কিছু মিশিয়েছে কি না! ঠিক কিছুক্ষণ পর ভদ্র মহিলা পানি পান করতেই প্রচন্ড ঘুম চলে আসে।

লোকটি মহিলার কানের দুল, নাকের নলক, ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা! সব নিয়ে চলে যায়। মহিলার কিছুক্ষণ পর হুশ আসতেই তার মনে পড়ে কিছু নেই তার কাছে। লোকটি তার কাছ থেকে সব নিয়ে চলে গেছে! এ ঘটনার পর থেকে ভদ্র মহিলা এখন কাউকে পানির বোতল দেয় না! আর যাতায়াত করলেও পুলিশের সাথে কথা বলে তারপর ট্রেনে উঠে। আমি অবশ্য মহিলাকে পরামর্শ দেয়। রাতে যখন বগী খালি থাকবে তখন যেন পুলিশের সাথে গিয়ে বসে! কারণ খালু বগীতে ছিনতাই হয় সহজে! মহিলার কথা শুনে মনে হয়েছিল উনি আগে থেকে প্লেন করে এসেছে । কিভাবে যেতে হয়! তবে একটা ব্যাপার ভালো লাগলো মহিলার সাথে এমন ঘটনা ঘটার পর এখন অনেক সচেতন হয়েছে। এদিকে ট্রেনের যেন কোনো খবর নেই! বাহিরেও অনেক রোদ!

বগীতে খেয়াল করলাম একজন অন্ধ লোক উঠেছে! সাথে গানের কিছু ইলিমেন্টস । পাশে আরেকজন ভদ্রলোক তাল মেলানোর জন্য হাতে তালার মতো কি জানি একটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই দেখি গান শুরু করে দেয়। 'কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় '। গানটি আমার শুনতে ভালো লাগে। ফোক গানগুলো আসলে অসাধারণ হয়! লোকটির চোখ নেই কিন্তু মন তো আছে! মনের মাধুরী মিশিয়ে গান গাইছে! আমার কাছেও ভালো লাগলো লোকটির গান! বগীর ভিতরে দেখি সবাই লোকটির গান মনোযোগ দিয়ে শুনছে! তবে একটা জিনিস খেয়াল করলাম। অন্ধ লোকটির জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এই গানকে। হয়তো গানের মাধ্যমেই একটি পরিবার চলে। গান শেষ হওয়ার পর বগীর ভিতরে সবাই কিছু টাকা দেয়। আসলে আমাদের বিনোদন দিয়ে টাকা আয় করছে এটাতে খুশি হয়ে আমাদের দেয়া উচিত। আমিও কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম!

IMG20221105142518.jpg

লোকেশন

তারপর বাহিরে কিছুক্ষণ এর জন্য গেলাম। রমজান আগেই বাহিরে বসে আছে! ট্রেন আসতে এখনও দেরি। ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস আসলে তারপর ছাড়বে। ট্রেনের বেশিরভাগ যাত্রী সেখানে নেমে পড়ে। কেউ খাওয়া-দাওয়া করছে, কেউ বা ঘুরাঘুরি করছে। আমি আর রমজান কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর দুপুর ১ টার দিকে দেখি কিশোরগঞ্জ এক্সপ্রেস আসছে! যাক, এবার আর দেরি করবে না । আজকে অবশ্য লেইট হয়ে গিয়েছে! নরমালি দুপুর ১টা বাজার আগেই ভৈরব পৌঁছে যায়। কিন্তু আজকে ক্রসিং হওয়ার জন্য লেইট হয়ে গেল! যাত্রীরা সবাই ট্রেনে উঠে পরে। দু মিনিট পরেই ট্রেনে ছেড়ে দেয়। পাশের সিটে ভদ্র মহিলা বসে আছে। তারপর শুরু হয়ে যায় রাজনীতির আলাপচারিতা! ভদ্র মহিলার বাড়ির কাছেই বাড়ি আরেক ভদ্র লোকের! ট্রেনেই পরিচয় হয় তার সাথে! ঐ ভদ্র লোক আবার এ সরকারের কার্যনীতি মোটেও পছন্দ করে না। তখনই কথার কাটাকাটি শুরু হয়ে যায় মহিলার সাথে। মহিলা অবশ্য সরকারের কাজের সুবিধা পেয়েছে। এজন্য সে সরকারের কোনো দোষ দেখছে না। তবে তাদের দুজনের কথার প্যাচঁ নীরব দর্শকের মতো পাশের সিটে বসে উপভোগ করলাম।

এদিকে ট্রেন ভৈরবের কাছাকাছি কুলিয়ারচর চলে এসেছে। সেখান থেকে ভৈরব বেশিদূরের রাস্তা নয়! এখন কিছুটা ট্রেনের স্পিড কমিয়ে দেয়! খোলা মাঠে ট্রেন দাড়ঁ করিয়ে দেয়। অথচ সেখানে কোনো স্টেশন নেই! লোকাল ট্রেন বলে কথা! যাক, দেখতে দেখতে ভৈরব চলে আসলাম। আসার সময় ভদ্র মহিলাকে বলে এসেছিলাম সাবধানে যায়।

DeviceOppo A12
Photographer@haidetermaz
Date05 November, 2022


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ট্রেন জার্নির গল্পটা পড়ে বেশ আইডিয়া হল আমার।যা বুঝতে পারলাম গাড়িতে কাউকে পানি দেওয়া যাবে না এবং কারো সাথে সহজ সরল ভাবে কথা বলা যাবে না।অনেক মূল্যবান একটি উপকারী পোষ্ট শেয়ার করেছেন।ভাল লাগলো পড়ে।

জি আপু। ট্রেন জার্নি বলেন আর বাস জার্নি বলেন। সচেতন থাকা ভালো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনার ট্রেন জার্নি গল্পটি বেশ ভালো লেগেছে। তবে মহিলাটির সচেতন হওয়া ব্যাপার আমার বেশ ভালো লাগলো যেহেতু তিনি একবার এই বিপদে পড়েছেন তাই ওনার সচেতনতা একেবারেই দরকার ছিল । যাই হোক অন্ধ লোকের জিবিক অর্জনের জন্য গান বেছে নেওয়া আমার বেশ ভালো লেগেছে। অন্তত ভিখ্যা তো চাইছে না

জি আপু! অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি পেশায় নিজেকে জড়ায়নি। এটা আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

সত্যি মহিলাটার সাথে এরকম ঘটনা ঘটলো শুনে খুবই খারাপ লাগলো। কিন্তু মহিলাটার সাথে এরকম ঘটনা ঘটার পরেই এখন অনেকটা সচেতন হয়ে গিয়েছে। এইরকম সচেতন ভাবে চলাফেরা করলে ভালো। আর অন্ধ লোকটি অন্ধ হলেও কিন্তু তার কন্ঠে মাধুর্য এটা শুনে খুবই ভালো লাগলো। যদিও সে তার কন্ঠে সবাইকে বিনোদন দিয়ে কিছু আয় করছে ‌। হয়তোবা এই আয়াটা তার পরিবার চালানোর একটা মাধ্যম। আপনার ট্রেনের অভিজ্ঞতায় অনেক কিছুই জানতে পারছি।

জি আপু! অন্ধ লোকটি ভিক্ষাবৃত্তি না করে মানুষকে বিনোদনের মাধ্যমে টাকা আয় করছে এটা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে 🌼