মেঘনার চর ভ্রমণ (পর্ব -৮) || আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  25 days ago 
professional multicolor concept map graph_enhanced.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেঘনা নদীর চর ভ্রমণের কিছু প্রাকৃতিক দৃশ্য সমূহ এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240821_104317.png
IMG_20240731_204009.png

বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর চারপাশে নতুন নতুন চর জেগে ওঠছে। এই চরগুলো এখানে জেগে উঠেছে, প্রায় আরো ২৫ বছর আগ থেকে। এই সব চরের মধ্যে একটি সবচেয়ে জনপ্রিয় চর রয়েছে, এ চরে মানুষ সব সময় বসবাস করে যাচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফসলের জমিন রয়েছে।যদিও বর্তমানে মেঘনা নদীর পাশে আরো নতুন নতুন চর জেগে উঠতেছে।একসময় এসব নদীর পাশে চর গুলোর কোন মূল্য ছিল না। জায়গার দাম ছিল অত্যন্ত নিম্ন। বর্তমানে এগুলোর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
উপরের দুইটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় এগুলো চরের পাশের দৃশ্য।নদীর পাশে রয়েছে বড় একটি চর।নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, নদীর চরের পাশে এ ব্লক গুলো তৈরি করা হয়েছে যেহেতু ভেঙ্গে না যায়।একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় চরের পাশে রয়েছে কয়েকটি ছোট নৌকা এবং নৌকাগুলো চরের উপরে স্থানান্তর করা হয়েছে।

IMG_20240821_103501.png
IMG_20240703_085720.png

চরের ভিতরের ফসলের জমিগুলো পর্যবেক্ষণ করা শেষ করে, আমি ধীরে ধীরে একটি দ্বীপের ভিতর প্রবেশ করলাম। এটি চরের ভিতরের একটি দ্বীপ।দ্বীপের ভিতরে রয়েছে চোট একটি খাল। খালের মধ্যে রয়েছে বড় বড় অনেকগুলো নৌকা এবং চরের চারপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো দ্বীপের মত রয়েছে।এখানে যে খালটি রয়েছে খালের ভিতর তেমন পানি লক্ষ্য করা যায়নি, তাই নৌকাগুলো সেই পানির উপর ভেসে আছে।কিন্তু চারপাশের প্রকৃতির দৃশ্যটি খুবই সুন্দর সবুজ গাছপালা।কিন্তু অন্য একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, নদীর পাশে রয়েছে একটি গরুর ঘর। গরুর ঘরের রয়েছে অনেকগুলো গরু। কিন্তু নদী ঘরের কিছু অংশ ভেঙে নিয়ে গেছে।

IMG_20240731_203533.png
IMG_20240821_103527.png

তারপর ধীরে ধীরে আমি যখন চরেরর আরো ভিতরে প্রবেশ করেছিলাম। আমি লক্ষ্য করেছেন চারপাশে প্রকৃতি দৃশ্যগুলো ছিল অনেক সুন্দর। অনেক লোকজনেরা এখানে আড্ডা দিচ্ছে।আমি লক্ষ্য করেছিলাম নদীর খুবই পাশে একটি মাচান তৈরি করে, সেখানে বসে বসে কিছু লোকজন লুডু খেলতে ছিল। তখন এই মুহুর্তে আমি তাদের ছবিগুলো তুলেছিলাম। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে তাদের খেলার মুহূর্তগুলো উপভোগ করেছিলাম।যদিও এখানে কিছু সময় অবস্থান করলে মনে হয় অনেক ভয়, ভীতি মনের মধ্যে জেগে ওঠে। কারণ যে কোন মুহূর্তে নদী পাহাড়ের কিছু অংশ ভেঙে নিয়ে যেতে পারে। তারপরেও এখানকার মানুষগুলো ভয়,ভীতি আতঙ্কের মধ্য এখানে বসবাস করে যাচ্ছে।

IMG_20240905_084446.png
IMG_20240731_204039.png

আসলে এখানকার দ্বীপের মধ্যে যেসব মানুষ বসবাস করে তারা অত্যন্ত প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে, নদীতে মাছ ধরে। এই মাছগুলো তারা বাজার নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে।এখানে উপরে একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়। একজন ব্যক্তি এখানে জাল দিয়ে নদীতে মাছ ধরতেছে এবং পাশে একটি চৌকিতে বসে আছে। কিছুক্ষণ পর জালগুলো যাচাই করে মাছ ধরা পড়ছে কিনা।আমি যখন এ লোকটির পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। তখন আমি তার মাছ ধরার বিষয়টি উপভোগ করেছিলাম। এটি নদীতে মাছ ধরার একটি দারুন কৌশল।উপরের আরেকটি ছবি দিকে লক্ষ্য করলে দেখা যায়, নদীর পাশে রয়েছে বিশাল বড় বাগান, এই বড় বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা।যদিও এ বাগানটি এক সময় আরো অনেক বড় ছিল। কিন্তু নদী কিছু অংশ ভেঙে নিয়েছে।

IMG_20240703_085019.png

চরের ভিতরে অনেকগুলো দ্বীপ রয়েছে। দ্বীপগুলোর পাশে রয়েছে অনেক বড় নৌকা চলাচল করার ঘাট।
উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি একটি ছোট্ট দ্বীপ ছিল। দ্বীপের পাশে রয়েছে নৌকার বড় একটি ঘাট। এখানে নৌকা গুলো এসে ঘাটের কিনারায় ভীড় করে। তখন এখান থেকে সব সময় মালামাল পারাপার করা হয় বিভিন্ন জায়গায়।কিন্তু এটি ছিল একটি বড় দ্বীপ নদীর পাশে।কারণ নৌকা গুলো কিনারে আসার জন্য নির্দিষ্ট কোন ঘাট না থাকায়, যে কোন দ্বীপের পাশে এসে ভীড় করতে পারে।আজকের জন্য এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ!

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেঘনার চর ভ্রমনে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। নদী এবং নৌকার ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। জাপানের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভ্রমণের চমৎকার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগের নেটিভ টোকেন $PUSS কেনার অনুরোধ করা হচ্ছে, এ সংক্রান্ত কমিউনিটির এনাউন্সমেন্টগুলো দেখতে বলা হচ্ছে। না হলে পোষ্ট কিউরেশন করা হবে না। ধন্যবাদ

ঠিক আছে ভাইয়া,আমি একটি তথ্য জানতে চাই আমি এই $puss টোকেনটি trx দিয়ে কিনতে পারবো?
এবং এটির জন্য অন্য কোন আলেদা wallet download করতে হবে?

আমার Trust wallet আছে এখানে আমি কিনে hold করতে পারি?

https://steemit.com/hive-129948/@winkles/how-to-rent-energy-through-tron-blockchain

https://steemit.com/hive-129948/@nusuranur/how-to-buy-puss-coin

আপনার ট্রন এড্রেট ট্রনলিংক এর সাথে কানেক্ট করতে হবে এবং তারপর আমাদের দেখানো পদ্ধতিতে $PUSS টোকেন বাই করতে হবে। তবে আপনি যদি যথা নিয়মে ট্রনলিংক এর সাথে আপনার ট্রন এড্রেস লিংকআপ করতে পারেন তাহলে আমাদের ডিসকর্ড বটের মাধ্যমে স্টিম দিয়েও $PUSS টোকেন কিনতে পারবেন।

আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমি কিছু $puss টোকেন কিনেছি। কিন্তু ধীরে ধীরে আমি আরো বৃদ্ধি করে যাবো আমার ওয়ালেটে।