২য় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে গতকাল। তাই আজকে বিদ্যালয়ে ৩শ,৪র্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গীত বিষয়ে আলোচনা। তাই ক্লাসে ছাত্র ও ছাত্রীরা কবিতা, ছড়া, গান ও নাচের মাধ্যমে দিনটা উপভোগ করলো।
ছোট্ট ছোট্ট এইসব বাচ্চাদের মেধা বিকাশের জন্য সরকারিভাবেই বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশনা দিয়ে থাকেন।
বাচ্চারাও এতে অনেক খুশি হয়। ভবিষ্যৎ জীবন গঠনে সাহসী হয়ে ওঠে।
পরিশেষে ওরাও আমাকে একটা গান গাইতে বলে। আমার গলার স্বর ভালো নয়। তাই আমি সাধারণত কোথাও গান গাই না। কিন্তু বিনোদন দেওয়ার জন্য ছোট্ট একটা মজার জোকস বলি।
সেটা এরকমঃ
শিক্ষকঃ বল্টু, বলতো রাতে বৃষ্টির সাথে আকাশে বিদ্যুৎ চমকায় কেন?
বল্টুঃ স্যার,নিচে - মাটির কোথাও শুকনো আছে কি না তা দেখার জন্য...
শিক্ষকতো এ কথা শুনে বেহুশ।
ছাত্রছাত্রীরা ভালোই বিনোদন পেয়েছিলো।