[প্রসঙ্গঃ চলমান প্রতিযোগিতা // টার্গেট ডিসেম্বর সিজন-2: ৩০ স্টিম পাওয়ার আপ // ১০% ভালোবাসা @shy-fox]

in hive-129948 •  3 years ago 

20-01-2022

৬ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ ৩০ স্টিম পাওয়ার আপ



আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। বরাবরের মতো প্রতি সপ্তাহে আজকে একটা পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশাকরি পাওয়ার আপ পোস্ট দেখে সবাই অনেক খুশি হবেন। সেইসাথে আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

IMG_20220120_143556.jpg



আমি চলমান প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-২ কে সামনে রেখে আজকে আমার ৩০ স্টিম পাওয়ার আপ। টার্গেট ডিসেম্বর সিজন-১ আমরা অনেক লক্ষ্য স্থির করেছিলাম, তা পূরণ করতে পেরেছি। আবার, টার্গেট ডিসেম্বর সিজন-২ আনা হয়েছে আমাদের মাঝে। এবার আমার টার্গেট ডিসেম্বরে আসতে আসতে করে ২০০০ স্টিম পাওয়ার আপ করে কমিউনিটির পাশে থাকা অথবা হিরোইজন এর সাথে থাকা। আশা করি আমি আমার টার্গেট পূরণ করতে পারব। আমরা সবাই পাওয়ার আপ ভালবাসি। পাওয়ার আপ শক্তির বিকল্প অভাব নেই। পাওয়ার আপ করা মানে নিজের একাউন্ট শক্তি বৃদ্ধি করা। আমি এ ৭ দিনে ৩২ স্টিম পেয়েছি। সেখান থেকে ৩০ স্টিম পাওয়ার আপ করলাম। এভাবেই প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ। এভাবেই যেন প্রতি মাসে পাওয়ার আপ করতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করবেন।

এখন আমি দেখাবো পাওয়ার আপ করার ধাপ গুলোঃ

IMG_20220120_142810.jpg

আমার ওয়ালেট থেকেঃ পাওয়ার আপ করার আগে আমার মোট ওয়ালেটে-১৩১৯.৫৯৫ স্টিম ছিল।

IMG_20220120_142828.jpg

এখন আমি ৩০ স্টিম পাওয়ার আপ করে ফেললাম।


IMG_20220120_142841.jpg

পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে মোট স্টিম দাঁড়ালো-১৩৪৯.৫৯৬।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝে কোন রকম ভাবে ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221

শুভ-বিকাল

Logo.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইনশাল্লাহ এভাবেই ধারাবাহিকতার সাথে কাজ করে যান আর পাওয়ার আপ করে যান অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌছুতে পারবেনঃ। সেইসাথে আজকের উপস্থাপনা টিও সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার কমেন্ট পড়ে অনেক উৎসাহিত হলাম।

আমি আশা করছি আপনি আপনার টার্গেট পুরন করবেন।পাওয়ার আপ মানেই নিজের শক্তিকে বারান।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য।

আপনার পাওয়ার আপ উদ্যোগকে সাধুবাদ জানাই। আশাকরি ধারাবাহিকতা বজায় থাকলে শীঘ্রই ২০০০ স্টিম পাওয়ার পূরণ করতে পারবেন। অগ্রীম শুভেচ্ছা আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য।

একাউন্টঃ @hayat221
পাওয়ার বৃদ্ধিঃ =2.27445%

ধন্যবাদ ভাইয়া।

আপনি পাওয়ার আপ করেছেন দেখে ছুটে আসলাম একটু উৎসাহ দেয়ার জন্য ♥️
পাওয়ার আপ মানেই সক্ষমতা বৃদ্ধি আপনি এগিয়ে যাচ্ছেন মানে আমরা সবাই এগিয়ে যাচ্ছি‌। সাপ্তাহে যতটুকু সম্ভব পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যাবেন আশাকরি।
অনেক অনেক দোয়া রইল ♥️

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জ্বি ভাইয়া আমরা সবাই পাওয়ার আপ করলে সুন্দর অবস্থানে যেতে পারব।