বিলুপ্ত প্রায় স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্যঃ নবান্ন উৎসব l ১০% লাজুক খ্যাঁককে দেওয়া হয়েছে

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

আমি@hayat221 বাংলাদেশ থেকে বলছি

আসসালামু- আলাইকুম

প্রতিদিন তো নিজের মতো করে পোস্ট করে থাকি। আজকের পোস্ট হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের। ধন্যবাদ জানাই, আরিফ ভাইয়া কে এরকম প্রতিযোগিতা আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এই প্রতিযোগিতায় অনেকে অনেক পুরনো বা বহাল কৃত লোকসংস্কৃতি তুলে ধরবে। তা আমরা সবাই উপলব্ধি করতে পারবো।



বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি শেয়ার করব, যুগের ঐতিহ্য প্রথা নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে কিছু কিছু লোক ইসলামের দৃষ্টিতে এসব মেনে চলে। শতকরা হিসাব করা যায়,১০০% এর মধ্যে ৯৯% মানুষ আর এটা মেনে চলে না। একটা সময় ছিল যখন প্রতিটা ঘরে ঘরে এ নবান্ন উৎসব পালন হতো।


নবান্নের উৎসবঃ

IMG_20210907_004151.jpg

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে ধান। তাই যুগে যুগে মানুষ‌ ধান চাষ করে আসছে। এই ধান চাষের মধ্যেই আমাদের দেশে একটা প্রথা বা ঐতিহ্য চালু ছিল। তা এখন আমাদের মাঝে আর বিরাজমান নয়। এই দেশের আনাচে কানাচে, নদী নালা, খাল বিল, সমতল উঁচু-নিচু, সব জমিতে এর চাষ করে আসছে। এখনো চলতেছে,পরবর্তীতেও চলবে। কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সেই প্রথা বা ঐতিহ্য।


নবান্ন উৎসবের আয়োজনঃ

বাংলাদেশের ১০০% মানুষের মধ্যে ৭০% মানুষ কৃষির সাথে জড়িত। সেই কৃষকরা তাদের ৩ মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে ফসল ঘরে তোলে। তারা তাদের ফসল গুলোকে সোনা বলে থাকে। ফসলগুলো ঘরে তোলার পরে,মাড়াই করন করা হয় । মাড়াই করন করা শেষ হয়ে গেলে, সে ধান গুলোকে চুলার মধ্যে ভাপিয়ে নিয়ে রোদে শুকাতে দেয়। রোদে শুকানোর ব্যবস্থা হয়ে গেলে, তখনকার সময়ে ঢেঁকিতে বা কোন মিল ভান্ডারে নিয়ে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসে। এই চালগুলো আগে তারা না খেয়ে, আগে নবান্ন উৎসব করে। তারপর তারা খেতে শুরু করে ঐ চালের ভাত।

images (37).jpeg
Source


BDagriculture.jpg
Source


nabanna-utsav-1573888717060.jpg
Source


nabanno.jpg
Source


Rural woman working on 'Dhenki' (1).JPG
Source


প্রাচীন বাঙালির একটি ঐতিহ্য নবান্ন উৎসব। এই উৎসবে তাদের কোন জাতির ভেদাভেদ ছিল না। একে অপরের সাথে কাঁধ মিলিয়ে ও হাতে-হাত মিলিয়ে এই উৎসব পালন করতো।এখন নবান্ন উৎসব কিভাবে করেছিল তারা, নবান্ন উৎসবের জন্য, বাড়ির আশেপাশের মুরুব্বী, মৌলভী ও মুনসিদের নিয়ে এই উৎসব করে থাকত। এটা করলে কি হয়,ঐ চালের রহমত প্রতিটা মুহূর্তে পাওয়া যায়। এজন্যেই এই নবান্ন উৎসব করে থাকে প্রতিটা কৃষক। কিন্তু তা আর এখন বিরাজমান নেই। এটা যুগে যুগে হারিয়ে গেছে।


নবান্ন উৎসবের আনন্দতাঃ

আজ থেকে ১০০০ বছর আগে, এই নবান্ন উৎসব প্রতিটা ঘরে ঘরে পালন করা হতো। কোন কৃষক এই নবান্ন উৎসব পালন না করে থাকত না। সবাই সবার বাড়ি থেকে এই নবান্ন উৎসব পালন করে গেছে।ঐ‌ সময় এমন হতো, আজকে একজন ফসল ঘরে তুলেছে তার আগের নবান্ন উৎসব পালন করতে হবে, তারপর অন্য একজন ফসল ঘরে তুলেছে তার নবান্ন উৎসব পালন করতে হবে। এভাবেই নবান্ন উৎসব থেকে যেত একমাস। সবাই একে অপরের বাড়ি গিয়ে এই নবান্ন উৎসব পালন করতো।


আশা করি আপনাদের সবার আমার এই লোকসংস্কৃতির কথা মনে আছে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

এখানে আপনার নিজস্ব তোলা কোন ছবি নেই।রুলসে বলেছে করো ছবি কপি করা যাবে না।কিন্তু আপনি সবগুলো ছবি গুগল থেকে নিয়েছেন।ছবি গুলোও মনে হচ্ছে কপিরাইট ফ্রী না।আমার মনে হচ্ছে আপনার এন্ট্রি সঠিক হয়নি।বাকিটা বিচারক রা বলবে।

@rme @moh.arif @rex-sumon @hafizullah @shuvo35

আমি প্রতিদিন সব পোস্ট চেক করি। পোস্টের এইজ ৩ দিনের বেশি হলে আমাকে মেনশন দিবা।
প্রতিদিনের পোস্ট প্রতিদিন চেক করা হয়।

রিপর্টের জন্য ধন্যবাদ।

আচ্ছা ভাইয়া।

কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu