আমার তোলা কয়েকটি ফুল ও ফল গাছের আলোকচিত্র ll @shy-fox এর জন্য ১০% দেওয়া ll

in hive-129948 •  3 years ago 


আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

আমি @hayat221 বাংলাদেশ থেকে বলছি


আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার থাকা, বাসার ছাদের উপরের কিছু ফুল ও ফল গাছের আলোকচিত্র।


আমি বর্তমানে দিনাজপুর শহরে অবস্থানরত। আমি যে বাসায় থাকি সে বাসার মালিক অনেক সৌখিন মানুষ। তিনি তার ছাদের উপরে কয়েক রকমের ফুল ও ফল গাছ লাগিয়েছেন। মাঝে মাঝে আমরা সবাই এই গাছগুলোর যত্ন নিয়ে থাকি।


আলোকচিত্রঃ ১

IMG20210820180411.jpg

ফুটফুটে যে ছোট গাছটি দেখা যাচ্ছে, এটি একটি লেবুর গাছ। গাছটির বয়স কেবল সাত মাস। তাতেই ফল দেখা যাচ্ছে গাছটির মধ্যে। গাছটি সাধারণত হাইব্রিড জাতের।


আলোকচিত্রঃ ২

IMG20210820180559.jpg

এটি হচ্ছে একটি আমরা চারা। এই চারা গাছটিতেও দেখা যাচ্ছে ছোট ছোট আমরা ধরেছে। এটি একটি হাইব্রিড জাতের চারা গাছ।


আলোকচিত্রঃ ৩

IMG20210820180655.jpg

এটি একটি মরিচ গাছ। এখানে ছোট ছোট মরিচ দেখা যাচ্ছে তবে মরিচ গুলো কালো রঙের। তবে গাছটি দেখতে অনেক সুন্দর।


আলোকচিত্রঃ ৪

IMG20210820180624.jpg

IMG20210820180755.jpg

এগুলি হচ্ছে সব গোলাপ ফুলের গাছ। এখানে কয়েক রকমের গোলাপ ফুলের গাছ রয়েছে। এখানে ২টি জাত রয়েছে একটি লাল গোলাপ 🌹- অন্যটি সাদা গোলাপ।


আলোকচিত্রঃ ৫

IMG20210820182419.jpg

আমি নিজে একটা ছবি তুললাম গাছগুলোর সাথে। নিচে থেকে ছাদের উপরে উঠলে মনে হয় একটা ক্ষুদ্র বাগানের মধ্যে আসলাম।



ফোনের ক্যামেরা সম্পর্কে ও জায়গার লোকেশন

https://w3w.co/reds.ratty.loans

| Device |oppo |12| A|



  • আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে, আমার আলোকচিত্র ও অনুচ্ছেদ পড়ে। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের।

Screenshot_2021-08-20-21-19-34-63.jpg

শুভেচ্ছান্তে-
@hayat221


আমার পরিচয় সম্পর্কে কিছু কথা

IMG20210625173823.jpg

আমার নাম মোঃ আবুল হায়াত সরকার। আমি নিয়মিত একজন ছাত্র। আমি বাংলাদেশের নাগরিক। আমার দেশকে আমি অনেক ভালবাসি। আমি আমার দেশের মাতৃভাষা বাংলা ও মানুষকে অনেক ভালবাসি, যারা কিসের উপর নির্ভরশীল। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রত্যেকটি আলোকচিত্র অসাধারণ ছিল বিশেষ করে আমার প্রথম ছবিটা অনেক ভালো লেগেছে তাছাড়া আপনার উপস্থাপনা টা অনেক ভাল ছিল আপনার জন্য শুভকামনা রইল। এগিয়ে যান।

ধন্যবাদ অনুচ্ছেদটি পড়ার জন্য।

আপনার আলোকচিত্রগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার জন্য শুভকামনা সামনে এগিয়ে যান এই আশা করি♥

ধন্যবাদ আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।