আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সব সময় কথায় কথায় বলি যে পৃথিবীটা গোল। আর বৈজ্ঞানিকভাবে যদি ব্যাখ্যা করতে যাই। তাহলে ও পৃথিবীটা সত্যিই গোল অর্থাৎ বৈজ্ঞানিক ভাষায়। আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলতে যাই। সে ক্ষেত্রে পৃথিবীটি কমলালেবুর মতন। আর যেহেতু বৈজ্ঞানিক ভাষায় এবং সাধারণ সাহিত্যিক ভাষাতে পৃথিবীটা গোল। সেক্ষেত্রে আসলে আমরা সেই ঘুরেফিরে হয়তো একই অবস্থানে আসি কিংবা একই অবস্থানে আসতে হয়। কিন্তু সেটা হয়তো আমরা অনেক সময় টের পাই না কিংবা হয়তো টের পাই। কিন্তু সেভাবে ব্যাপারটা অনুভব করতে পারি না।
কিন্তু এই যে আমাদের কোনো মানুষের সাথে বিচ্ছেদ ঘটে যায়। কিংবা আমরা কোনো মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াতে চাই, তার বিশ্বাসঘাতকতার কারণে। তাদের সাথে যখন একটা সময় পর হুট করেই এই পৃথিবী গোল হওয়ার কারণে কোথাও না কোথাও আমাদের দেখা হয়ে যায় । তখন একটা মানুষের সেই মুহূর্তটা কেমন কাটে?
অর্থাৎ যদি উদাহরণ দেই। ধরুন কোনো মানুষের সাথে আপনি অত্যন্ত গভীর একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং দিনশেষে আসলে কোনো না কোনো কারণে হয়তো সেই ভালোবাসার সম্পর্কটি পরিণতি পায়নি।
আচ্ছা সেই মানুষটার সাথেই যদি আপনার কোনো একদিন মাঝপথে খুব ব্যস্ততার মাঝে হুট করেই দেখা হয়ে যায়,চোখে চোখ পরে যায়,এতোটাই সামনাসামনি থমকে দাঁড়ান যে হয়তো কোনো অজুহাতে পাশ কাটিয়ে চলে যাওয়া সম্ভব নয়। তখন কেমন লাগবে? কি করবেন?
ইচ্ছাকৃতভাবে পাশ কাটিয়ে চলে যাবেন? নাকি তার কাছে অভিযোগের পুরো ঝুলি নিয়ে বসবেন? যে অভিযোগগুলো হয়তো আপনার এই মানুষটার নামে করার ছিলো।কিন্তু শেষমেষ সময়ের কারণে নয়তো পরিস্থিতির কারণে হয়তো আপনার সেই অভিযোগগুলো আর জানানো হয়নি।
অর্থাৎ সর্বোপরি, মনে হয় যে আমার যদি কোন ভালোবাসার মানুষ থাকে এবং তার সাথে যদি আমার বিচ্ছেদ হয়ে যায় এবং পরবর্তীতে যদি সেই মানুষটাই আমার সামনে চলে আসে। তখন হয়তো আমি কষ্টটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। কারণ ওই মানুষটাকে ভেবে ভেবেই তো আসলে মানুষ নিজের সারাটা দিন ব্যয় করে। আর যেই মানুষটার জন্য মন থেকে ভালোবাসা হওয়া সত্বেও লোক দেখানো ঘৃণা করতে হয়। তখন সে মানুষটার সাথে দেখা হয়ে গেলে মানুষের কতোই না খারাপ লাগে! আর এই খারাপ লাগাটা এমন যে কখনো প্রকাশ করা যায় না।
এইটা আসলেই একটা কষ্টের ব্যাপার,মান অভিমানের ঝুলি নিয়ে বসলে তখন আর কিছু হবেনা।সময়ের কাজ সময়ে করতে হয়।তবে বিচ্ছেদ ঘটার চান্স আছে এমন সম্পর্ক তৈরি না করা ভালো।আমার সম্পর্ক নিয়ে যেটা মনে হয় বিচ্ছেদ এবং খুচরা সম্পর্ক তৈরি বর্তমান ট্রেন্ড।সবাই করছে ওই দেখাদেখি করে যাচ্ছে লোকজন একই কাজ।এছাড়া দেখিনা বর্তমান সত্যিকারের ভালবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit