আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকালকার পড়াশোনার অবস্থা দেখলে সত্যিই খুব অবাক হই। কারণ আজকালকার পড়াশুনাটা এমন হয়ে গিয়েছে যে, কোনো বিষয়ে পাশ করার জন্য শুধুমাত্র প্রশ্নে কি আসছে সেটা জানলেই হয়। অর্থাৎ ওই বিষয়টি বেসিক সম্পর্কে জানার কোনো প্রয়োজন ই এখন আর পরেনা। বিশেষ করে, বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখলে কান্না পায় আমার। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা এতোটা নিচে নেমে গিয়েছে যে, আপনি কোনো একটা প্রশ্নের উত্তর শুধুমাত্র মুখস্ত করেই দিয়ে দিতে পারবেন এবং আপনি বাসা থেকে মুখস্ত করে গিয়ে পরীক্ষায় ভালো করতে পারবেন ।
বর্তমানে শিক্ষা ব্যবস্থা পড়ালেখা কিংবা এক্সাম যা-ই বলি না কেনো। সবটাই এতোটাই সহজলভ্য এবং সীমাবদ্ধ হয়ে গিয়েছে যে, আপনার আর কোনো বিষয়ে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য ওই বিষয়টির বেসিক জানার প্রয়োজন নেই। আমার কথা যদি বিশ্বাস না হয়। তাহলে আপনি শুধুমাত্র বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোই দেখুন। অর্থাৎ প্রতি বছরই বেশিরভাগ প্রশ্ন একই থাকে। যার কারণে স্টুডেন্টরা বেসিক পড়ার আগেই প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন সলভ করতে বেশি আগ্রহী হয় এবং যার কারণে তারা বেসিকটা একেবারেই স্কিপ করে যায়। যেটা আসলে জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে।
কারণ, কোনো বিষয়ে যদি আপনার বেসিক না থাকে। তাহলে অবশ্যই আপনি সেই বিষয়টি সম্পর্কে অনেক বেশি দূর পড়াশোনা করতে পারবেন না। আর পারলেও সেই পড়াশোনা কোনো কাজেই লাগবে না। তাই বেসিক জানাটা অনেক বেশি প্রয়োজন। তাই আমি এটাই বলবো যে, যারা প্যারেন্টস রয়েছেন। আপনারা আপনাদের সন্তানদের আগে বেসিক শিক্ষা দিন, এরপরে পরীক্ষার কথা আসবে।কারণ শুধু পরীক্ষায় পাশ করলেই ভালো করা যায় না। আর এসব পরীক্ষায় যতোই ভালো করুক না কেনো।কেউ যদি বেসিকটা ভালোভাবে রপ্ত না করে। তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে তাকে ঠিক ই ধরা খেতে হবে।
কথাগুলো একদম ঠিক বলেছেন আপনি।বর্তমান সময়ে দেখা যায় পরীক্ষার্থীরা বেশিরভাগ সময়ই পূর্ববর্তী বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র সলভ করা নিয়ে ব্যস্ত থাকে।আর এটা নিয়ে সল্যুশনস আলাদাভাবে থাকে।কিন্তু ব্যসিক যে বিষয়গুলো জানলে তারা সবকিছু পারবে সেটা আর করে না। এভাবে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক অবনতি হচ্ছে।সবাই সার্টিফিকেট এর জন্যই দৌঁড়ায় এখন। জ্ঞান অর্জনের জন্য নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমসাময়িক বিষয় বিবেচনায় রাখলে পড়াশোনা এখন কিছুই না।এগুলো যেন শুধুমাত্র কোনোমতে একটা একাডেমিক সার্টিফিকেট পাওয়ার জন্যই করা।ব্যসিক যে বিষয়গুলো জানা প্রয়োজন তা না জেনে শুধুমাত্র গতানুগতিক প্রশ্নধারা নিয়েই পড়াশোনা আর পরীক্ষা চলছে।এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু করতে পারবে না।পিছিয়ে থাকবে সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit