আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুঃখী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে সবাই ধনী পরিবারের জন্মগ্রহণ করার মত ভাগ্য নিয়ে আসে না। আসলে কেউ কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করে। আর এই গরিব পরিবারে জন্মগ্রহণ করে যে তাদের কতটা কষ্ট করতে হয় একমাত্র তারাই সেই জিনিসটা বুঝতে পারে। কেননা আপনি হয়তোবা দূর থেকে তাদের কষ্টটা সামান্য একটু হলেও বুঝতে পারবেন কিন্তু তাদের কষ্টটা আপনি সম্পূর্ণরূপে কখনোই বুঝতে পারবেন না। এই পৃথিবীতে যদি ধনী-গরীব এই ধরনের পার্থক্য থাকে তাহলে আমরা কখনো নিজেদেরকে একটা সভ্য জাতি হিসেবে কখনো মানতে পারব না। কেননা এই পৃথিবীকে সুন্দর করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের দেশ থেকে এই গরীব নামক নামটি চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। কেননা যে দেশে গরিব লোকের সংখ্যা বেশি সেই দেশ কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না।
আমাদের দেশে প্রচুর পরিমাণে গরিব মানুষেরা রয়েছে তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন যাপন করে। আর এইসব দুঃখী লোকেদের পাশে আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারি তাহলে তাদের দুঃখটা বরং যত দিন যাবে ততই বাড়তে থাকবে। আসলে একটা বড় জনসংখ্যার দেশ হলেও এই দেশের সবাই কিন্তু তাদের নিজেদের মতো করে চলার চেষ্টা করে। আসলে একার পক্ষে এই গরীব দুঃখীদের সাহায্য করা মোটেও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু একটা জিনিস আমাদের সব সময় চিন্তা করতে হবে যে দশের লাঠির একের বোঝা। অর্থাৎ আমরা যদি আপনি একজন ব্যক্তি দেশের এই দুঃখী লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের সাহায্য করার চেষ্টা করি তাহলে আমাদের পক্ষে বেশিক্ষণ আর টিকে থাকা মোটেও সম্ভব হয়ে উঠবে না। কেননা এই দুঃখীদের সংখ্যা অনেক বেশি।
কিন্তু সবাই যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই দুঃখী লোকেদের পাশে আমরা দাঁড়াতে পারি তাহলে দেখবেন যে এইসব লোকেরা আর কখনো কষ্টের মধ্যে দিন যাপন করবে না। তারা অনেক হাসি খুশিতে দিন কাটাতে পারবে। আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রেখে চলতে হবে যে আমরা প্রতিবছর বিভিন্ন আনন্দ উৎসবে মেতে থাকি। এই আনন্দ উৎসবে আনন্দ করার মতো মন মানসিকতা কিন্তু এইসব দুঃখী লোকেদের থাকে। কিন্তু অর্থের অভাবে তারা কিন্তু তাদের জীবনে এই আনন্দের দিনগুলো কখনো উপভোগ করতে পারে না। আসলে আমরা দেখি যে প্রতিবছর বিভিন্ন ধরনের লোকেরা সামান্য সামান্য একটু অনুদান দিয়ে এই সব গরীব দুঃখীদের জন্য নতুন নতুন পোশাক-আশাক কিনে তাদের দান করেন।
আসলে এইসব লোকেদের মহৎ কর্মকাণ্ডের জন্য এখনো দুঃখী লোকেরা এসব মানুষের প্রতি অনেকটা বিশ্বাস রেখে বসবাস করার চেষ্টা করেন। তাদের বিশ্বাস যে তাদের এই দুর্দিন থেকে হয়তোবা কেউ এসে তাদের সাহায্য করবে এবং এর ফলে তারা তাদের জীবনে আবার আলোর দেখা মিলতে পারবেন। আর এজন্য আমাদের দেশের সরকারকে অবশ্যই সচেতন হতে হবে যাতে করে দেশের এই গরিব দুঃখী লোকেদের একটু বেশি সাহায্য করার প্রয়োজন। কেননা সরকারের এসব সাহায্য কিন্তু যদিও এইসব গরীব দুঃখীদের জন্য হলেও মাঝখান থেকে কিছু অসাধু ব্যক্তিরা তাদের প্রাপ্য জিনিসগুলো কেড়ে নেয়। আর এর ফলে এইসব গরীব দুঃখী লোকেরা তাদের প্রাপ্য জিনিস থেকে সব সময় বঞ্চিত হয়। আর এজন্য আমাদের সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে এই গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
এটা সত্যি বলেছেন সবার তো আর ধনী পরিবারে জন্ম গ্রহণ করার মত ভাগ্য নেই। আমাদের চারপাশে অনেক দুঃখী মানুষজন রয়েছে তাদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে এই দুঃখ আরো বাড়তে থাকবে। দুঃখী মানুষের মুখে তখনই হাসি ফুটবে যখন তার দিকে হাত বাড়িয়ে দেয়া যাবে। সব সময় দুঃখী মানুষের পাশে থাকা উচিত। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit