আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সম্পর্ক অনেকটা সুতার মতো। অর্থাৎ খুব জোরে টানলে ছিড়ে যাবে। আবার খুব ছেড়ে দিয়ে রাখলে অজানা ঝড়ে এলোমেলো হয়ে যাবে। সেটা আমরা একেবারেই টের পাবো না কিন্তু এই সুতার মতো জিনিসটাকে কেউ ই আমরা এতোটা যত্ন করিনা। অর্থাৎ সত্যি কথা হলো , আমাদের সম্পর্কগুলো যখন পুরনো হয়ে যায়। তখন আমাদের অনেক বেশি অবহেলা বেড়ে যায়। হয়তো খুব সত্যিকারের ভালোবাসা গুলোতে কিংবা খুব বেশি গভীর সম্পর্ক গুলোতে এমনটা হয় না। কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ সম্পর্কেই আমি দেখেছি এভাবে করে দূরত্ব সৃষ্টি হতে।
যেখানে অবহেলা রয়েছে,সেখানে ই দূরত্ব রয়েছে। আর যেখানে দূরত্ব রয়েছে। সেখানে একটা সম্পর্ক কখনোই সুন্দরভাবে এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। একটা সম্পর্কে যখন অবহেলা চলে আসে। তখন সেই সম্পর্ক এ অনেক বেশি দূরত্ব বেড়ে যায়। আর যখন দুটো মানুষের মধ্যে দূরত্ব বেড়ে যায়। তখন সেখানে বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যেটা একটা ম্পর্ককে তিলে তিলে শেষ করে দেয়। অনেকটা ক্যান্সারের মতো। অর্থাৎ হুট করেই মানুষ মারা যায় না। ক্যান্সার জীবন্ত একটা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। অবহেলা ও ঠিক তেমনভাবেই একটা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেয়।
একটা কথাই রয়েছে। পুরনো চাল ভাতে বাড়ে। ঠিক তেমনটাই, পুরনো সম্পর্ক গুলো কিন্তু আরো বেশি গভীর হওয়া উচিত। কিন্তু আমরা তা করি না। কারণ আমরা আমাদের পুরনো সম্পর্ক গুলো তেমন একটা কেয়ার করতে চাই না। অর্থাৎ আমরা পুরনো সম্পর্কগুলোতে টেকেন ফর গ্রেন্টেড হিসেবে নিয়ে ফেলি যেটা অন্যায়। তাই আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে, সম্পর্ক নিয়ে আমার কি বলার আছে। তাহলে আমি একটা কথাই বলবো যে, সম্পর্ক যতো পুরনো হয়। ততো বেশি গভীর হয়। আর এই গভীরতাটাকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। কারণ যে সত্যিকারের ভালোবাসা পেয়েছে। সে পৃথিবীর সবচেয়ে লাকি পারসন। তাই নিজের এই সৌভাগ্যটাকে দুর্ভাগ্যের বদলানোর জন্য একমাত্র অবহেলা ই দায়ী। অবহেলা কোনোভাবেই করা যাবে না। অন্তত সম্পর্কে তো একেবারেই না।
সব সময় মনে রাখবেন, আপনি সম্পর্ককে যত বেশি সময় দিবেন। আপনি আপনার সম্পর্ককে যত বেশি যত্ন করবেন। ঠিক ততই আপনাদের জীবনের মধ্যে সুখ,শান্তি,ভালো থাকা বৃদ্ধি পাবে।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit