ছবিতে একজন মানুষকে দেখতে পাচ্ছেন। যিনি মাথায় করে কিছু একটা নিয়ে কোথায় যেনো যাচ্ছেন। আসলে এই মানুষটি চরাঞ্চল থেকে শহরের দিকে এসেছেন নিজের খেতে উৎপাদিত সবজি নিয়ে। শহরের মানুষজন যে প্রতিদিন টাটকা শাকসবজি খায়। তার পিছনে এই ধরনের মানুষদের অবদান সবচেয়ে বেশি। প্রতিদিন এই লোকটি চর থেকে ট্রলারে করে নদী পার হয়ে শহরের হাটে বাজারে সবজি বিক্রি করতে আসে। সারাদিন ভর সবজি বিক্রি করে আবার তারা বাড়িতে ফিরে যায়। এই ধরনের মানুষের জীবন কতোই না কষ্টের।
সকালে হাঁটতে বের হয়ে এই ছবিটি তুলেছিলাম। সকালে হাঁটাহাঁটি করা আমাদের সবার জন্যই অনেক উপকার। এখনকার ডাক্তাররা বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ৩০ থেকে ৪০ মিনিট দ্রুত বেগে হাঁটেন। তার অসুখ বিসুখের পরিমাণ অনেক কমে যায়। এজন্য বর্তমানে আমাদের দেশে সকালে হাটাহাটি করা মানুষের সংখ্যা অনেক বেড়েছে। তাছাড়া সকালে হাঁটতে বেশ ভালো লাগে। রাস্তাঘাটে গাড়ি ঘোরার কোন ভিড় থাকে না। মানুষজনের তেমন কোনো ভিড় থাকে না। আর আবহাওয়াটাও থাকে চমৎকার। ভোর বেলায় হাটাহাটি করার মজাই অন্যরকম।
উপরের ছবিটাতে আপনারা ঘাটে কিছু নৌকা ভেড়ানো দেখতে পাচ্ছেন। আসলে এই নৌকাগুলোর মাধ্যমে চরাঞ্চলের মানুষজন শহর থেকে চরে আসা যাওয়া করে। আবার শহর থেকে কিছু মানুষ চরে যায়। আপনাদের অনেকের মনের প্রশ্ন হতে পারে চরে শহরের মানুষ জনের কি কাজ থাকতে পারে? চরে যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষকেরা বেশিরভাগই শহরে থাকেন। তারা প্রতিদিন এই নৌকাগুলোতে করে চরে যাতায়াত করেন। তাছাড়া বাংলাদেশের অসংখ্য এনজিও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সেই সমস্ত এনজিও কর্মীদেরও অনেকে প্রতিনিয়ত চরে যাতায়াত করেন।
ছবির লোকেশন--বাংলাদেশ, ফরিদপুর।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ঠিক বলেছেন গ্রামের লোকজন এরকম টাটকা সবজি নিয়ে শহরে আসে। তার জন্য আমরা শহরে বসে টাটকা সবজি খেতে পারি। তাছাড়া সকালে হাটাহাটি করতে পারলে স্বাস্থ্যের জন্য আসলেই ভালো। যাইহোক আপনার আজকের ফটোগ্রাফিগুলো বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit