আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে নিজের জীবন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা যেনো নিজেকে জড়িয়ে ফেলে কারন জীবনে চলার পথে কম সময় ব্যয় করিনি। এখন বলা যায় অনেকটা সময় ব্যয় করে ফেলেছি আমাদের নিজেদের জীবনের। অর্থাৎ নিজেদের জীবনের অনেক পদক্ষেপে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটা বুঝতে পারছি যখন আসলে অনেকটা সময় পার করে ফেলেছি জীবনের।
কিন্তু আমরা কল্পনা প্রিয় মানুষ। অর্থাৎ মানুষ সব সময়ই কল্পনা ভালোবাসা এবং কল্পনার রাজ্যটাকেও ভালবাসে। আর তার কারণ হলো, কল্পনার রাজ্যের সবকিছু নিজের মন মতোই হয় তাই আসলে ওই যে কল্পনার রাজ্যটাকে সাঁজাতেই বেশি ভালোবাসে এবং মানুষ এই রাজ্যে ঘুরে বেড়াতেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং ওই ঘুরে বেড়ানো। অর্থাৎ ওই রাজ্যের যে চিন্তাটা আমি সব সময় বাস্তবের সাথে মেলাতে চাই। অর্থাৎ একটি অসম্ভব চেষ্টা করি। সেটা হচ্ছে, মাঝেমধ্যে মনে হয় যে, আমি নিজের জীবনের যতোগুলো ভুল করেছি সেগুলো যদি হুট করেই কোনোভাবেই ফুলের মতোন পবিত্র হয়ে যায়। অর্থাৎ সঠিক হয়ে যায়, তাহলে কেমন হতো?
এই ব্যাপারটা নিছক কল্পনা এবং অসম্ভব একটি কাজ। অর্থাৎ ভুল কখনো শুদ্ধ হতে পারে না। আর এখানে ফুলটাকে আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে ফুলকে শুদ্ধ এর একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো জীবনে যতোগুলো ভুল করেছি, ভুল পদক্ষেপ নিয়েছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি। সে শব্দটি মুহূর্তের মধ্যেই পলক না ফেলতেই যদি শুদ্ধ হয়ে যায়। তাহলে আমাদের জীবনটা অনেকটা যেনো ফুলের বাগানের মতোন হয়ে যাবে। সেখানে থাকবে সুন্দর পরিবেশ এবং সুঘ্রাণ এবং ভালো থাকা।কারণ মাঝেমধ্যে নিজের করা ভুলগুলোর জন্যই নিজের অনেক পাপ বোধ কাজ করে। কারণ মনে হয় যে, এই ভুলগুলো অন্তত না করলেই পারতাম। কারণ কিছু কিছু ভুল শুধু নিজের জীবনের মোড়টাকে বদল করে দেয়নি। কিছু কিছু ভুল জীবনে ডেকে এনেছে অসম্ভব অশান্তি যে অশান্তি গুলো হয়তো নিজের কাঁধে করে বেয়ে নিয়ে যেতে হবে আজীবন এবং তার ভার আসলে অনেক বেশি।