আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।
আমারও জীবন প্রেম,
সঁপেছি তোমারো চরণে।
আমারও জীবনও গতি,
বেঁধেছি তোমার ই প্রাণে।
না বলা কথাটা আমার,
শুনে যাবে কি তুমি প্রিয়?
না বলা কথায় আমার ভালোবাসা,
জড়িয়ে রেখেছি তোমার ই জন্যে প্রিয়।
মাঝ রাতে মোর ঘুম ভাঙ্গে,
হাঁতড়ে বেড়াই তাকে।
মাঝরাতে ঘুম ভেঙ্গে মোর,
ওই ক্ষীণ কষ্টরা তীব্রতা পায় বটে।
বোঝোনি কভু যন্ত্রণা কিসের,
চাওনি জানতে, কিসে তীব্রতা মিশে।
দেখেছ আমার ক্রোধ কিংবা অভিমান,
দেখোনি কভু অন্তরের অন্তস্থলের,
প্রেম নিবেদিত প্রাণ।
অনেকদিন ধরেই আপনাদের সাথে কোনো কবিতা শেয়ার করা হচ্ছে না। আসলে ব্যস্ততার কারণে অনেক সময় কবিতা লিখতে ইচ্ছে হলেও, খুব একটা লেখা হয়ে উঠে না। কারণ কবিতা ব্যাপারটি এমন যে অনেক মনোযোগ সহকারে এবং মন থেকে চাইলেই কবিতা লেখা যায়। অন্তত আমার ক্ষেত্রে এমনটাই হয়। যাইহোক আজকের কবিতাটি তাহলে শুরু করা যাক।
আজকের কবিতাটির মূলভাব যদি বলতে যাই। তাহলে খুব অল্প কথাতেই তা প্রকাশ করার চেষ্টা করছি। আজকের কবিতার মূল ব্যাপারটি হলো ভালোবাসার এবং প্রেমের তীব্রতা। আসলে দুটো মানুষ যখন কাছাকাছি আসে, দুটো মানুষ যখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তখন তাদের মাঝে প্রেমের তীব্রতা কিংবা ভালোবাসার তীব্রতাটা থাকে অনেক বেশি।
তাই অল্পতেই তারা অভিমানে জড়িয়ে পরে। আর তাদের অভিমানটা হয় ওই প্রিয় মানুষটিকে ঘিরে। তাদের অভিমানটা এমন হয়, যেনো ওই অভিমানটা সব সময় চায় যেনো তার প্রিয় মানুষটি এসে তাকে ভাঙ্গায়। আমার এই কবিতাতে এই ব্যাপারটি আমি ব্যক্ত করার চেষ্টা করেছি। অর্থাৎ পিওর ভালোবাসা এবং প্রেম যাকে বলে। তবে কষ্টের বিষয় হলো, সত্যি কারের ভালোবাসা কিংবা সত্যিকারের প্রেম দুটোই বর্তমানে এতোটাই রেয়ার যেটা আসলে খুঁজে পাওয়াই খুব মুশকিল। তাও এসব মিথ্যে প্রেম ভালোবাসার মধ্যেও অনেক সত্য ভালবাসা এখনো বেঁচে রয়েছে।
প্রেম নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই প্রেমের কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কবিতা লেখার জন্য অন্য রকম পরিবেশ লাগে। তাছাড়া কল্পনার জগতে হারিয়ে যেতে হয়। যাইহোক প্রেম নামক কবিতাটি দারুণ হয়েছে। আসলে ভালোবাসার মানুষ যদি অভিমান ভাঙ্গায়,তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit