আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বাংলাদেশে ২০২৪ সালের বর্তমান অবস্থা কি, তা নিয়ে কথা বলতে চাই না। কারণ আমাদের বর্তমান অবস্থা কি, সেটা আমরা সকলেই জানি এবং সকলেই দেখতে পাচ্ছি আসলে। কিন্তু এটা নিয়ে কথা না বলি। যেহেতু আমাদের কমিউনিটিতে বর্তমানে রাজনীতি নিয়ে কথা বলা একেবারে জন্যই নিষিদ্ধ এবং ব্যাপারটি আমাদের ভালোর জন্যেই।তো ওই ব্যাপারটিকে একেবারে স্কিপ করে আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলতে এসেছি, সেটা নিয়েই কথা বলি।
বর্তমানে আমি আজকে যতোক্ষণ নিউজ দেখেছি ততোক্ষণ পর্যন্ত একটা ফিক্সড নিউজ দেখলাম যে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং রেজাল্ট দেওয়া হবে যেই এক্সাম গুলো হয়েছে সেসব এর উপরে। আমি জানিনা এই পোস্টটি করার আগ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল হয় কিনা কিংবা অন্য কোনো সিদ্ধান্ত আছে কিনা কিন্তু আমি যখন পোস্টটি লিখছি, ততোক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তই ছিলো যে, বাকি এইচএসসি এক্সাম গুলো হবে না। অর্থাৎ যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিলো সেগুলো। এবং বলা চলে যে, তাদেরকে মোটামুটি একটা অটো পাশের মাধ্যমে পাশ করানো হবে।
আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমাদের কাছে পরীক্ষা বলা চলে অনেকটা জমের মতোন।কারণ আমরা পরীক্ষা দিতে চাই না। আর এই না চাওয়ার বড় একটি কারণ হলো, এক পরীক্ষা ভীতি। দ্বিতীয়ত আমরা সত্যিই সারা বছর খুব একটা ভালোভাবে পড়াশোনা করি না। যার জন্য আসলে আমাদের পরীক্ষা দেওয়ার মতোন একটা পরিস্থিতি থাকে। তো মূলত এই কারণেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট চায় যে তারা পরীক্ষা দিবে না।
আমরাও মূলত যে সব সময় পরীক্ষা দিতে চাই এমন নয়। অর্থাৎ কিছু কিছু ভালো কাজ রয়েছে যেটা জোর করেই করতে হয়, পরীক্ষা ব্যাপারটা ও ঠিক তাই। এখন দেশ থেকে যদি এভাবে করেই লিগাল ভাবে পরীক্ষা তুলে দেয়। তাহলে দেশের জাতির ধ্বংস ছাড়া এটাকে আমি আর কিছুই মনে করছি না। কারণ ইন্টারমিডিয়েট এমন একটা বছর কিংবা এমন একটা পরীক্ষা, যেটা একটা স্টুডেন্টকে অবশ্যই পার করতে হবে এবং এমন ভাবে পার করতে হবে যাতে সে পরবর্তীতে একটি ভালো রেজাল্ট করে। কিন্তু এখানেই যদি অটোপাশ দিয়ে দেওয়া হয়। তাহলে বুঝাই যাচ্ছে যে, একটা জাতির মেরুদন্ড মোটামুটি ভেঙ্গেই দেওয়া হচ্ছে বলা চলে। এই বিষয়ে হয়তো ভিন্ন মত থাকতে পারে, অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন।