আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কয়েকদিন আগে একটি নিউজ দেখলাম। ভাবলাম যে আপনাদের কেউ আমার সতর্ক করা উচিত এবং এটা আমার একটি নৈতিক দায়িত্ব। কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতেই বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমার চোখের সামনে এসেছে এবং এগুলোর সবগুলো মূলভাব ছিলো একই। আমি একটু ভালোভাবে ক্লিয়ার করলে। আপনাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে।
কয়েকদিন আগে পড়েছি যে, কয়েকজন বন্ধু মিলে সিএনজিতে উঠলো অর্থাৎ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো। আর রাতে কিন্তু বাংলাদেশে শহরের দিকে অনেক বেশি সিএনজি চলে এবং যথারীতি তারা একটু অন্ধকার রোড দিয়ে যাচ্ছিলো। অর্থাৎ সাধারণভাবে সেই রাস্তাটা অন্ধকার থাকে এবং তারা সিএনজি নেওয়ার একটা কারণ ছিলো।তারা মনে করেছিলো যে, রাতের জন্য সিএনজি খুব সেইফ হতে পারে। যেহেতু তাতে একেবারে চারপাশে খাঁচার মতোন দেওয়া থাকে। অর্থাৎ লোকালে যে কারণে তারা উঠেনি।
কিন্তু তারা যে কতোটা ভুল ছিলো। সেটা টের পেয়েছে কিছু সময় পরে। অর্থাৎ হঠাৎ করে সিএনজিটা থেমে যায় এবং সিএনজি চালক পিছনের লোহার গেইটটি খুলে দেয়। এমন একটি খুলে দেওয়ার সাথে সাথে কয়েকটা ছেলে কিছু দেশীয় অস্ত্র নিয়ে আসে এবং ওই ছেলেগুলোর কাছে থেকে মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছু ছিনিয়ে নিয়ে ফেলে।
ঠিক একই রকম বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমি ফেসবুকে পড়েছি। আসলে এই সিএনজি চালকদের ব্যাপারটি হচ্ছে। তারা আসলে অনেক বড় একটি চক্র এবং তারা আসলে রাস্তাঘাটে বসে থাকে লোক ধরার জন্য। অর্থাৎ যখন দেখে যে কোনো মানুষ একটু বড়লোক কিংবা তার কাছ থেকে অনেক ভালো রকম কিছু পাওয়া যাবে। তখন তারা ওই মানুষগুলোকে ভাড়ার দাম একটু কমিয়ে বলে। যাতে তারা ওই সিএনজিটি নেয়। এবং ওঠার পরে সেই ড্রাইভার তার সাঙ্গপাঙ্গদের এলার্ট করে দেয়। এবং এরপরে নির্জন একটি জায়গায় দেখে গাড়ি থামিয়ে যন্ত্রপাতি দেখিয়ে সবকিছু আত্মসাৎ করে নেয়। না দিতে চাইলে সেখানে রক্তারক্তি ও হয়।
তাই আমি বলবো যে, আসলে মানুষের অনেক রাত অব্দি বাইরে থাকাটা বর্তমানে একেবারে নিরাপদ নয়।অন্তত এই ধরনের সিএনজি নিয়ে একা একা চলাফেরা করা আরো বেশি ভয়ানক ব্যাপার।
রাতের বেলায় বাহিরে গেলে অনেক ভয় কাজ করে। বিপদের আশঙ্কা করে ভয়ে ভয়ে চলতে হয়। তবে আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে। বিপদের আশঙ্কা হলে সব সময় সাবধানে পথ চলতে হবে। কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের বেলায় সিএনজি তে উঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি তো রাতের বেলা ভুলেও সিএনজি তে উঠি না। তাছাড়া বর্তমানে আমাদের দেশের অবস্থা খুব খারাপ। তাই খুব দরকার না হলে রাতের বেলা বাহিরে না থাকাটাই উত্তম। যাইহোক এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit