শুক্র গ্রহ সৌরজগতের সূর্যের দ্বিতীয় গ্রহ। এর আকার ও গঠন পৃথিবীর মতো হলেও এর পবিবেশ ও পৃথিবীর পরিবেশের ব্যাপক পার্থক্য রয়েছে। শুক্র গ্রহকে প্রাচীনকাল থেকে সন্ধ্যাতারা বা ভোরের তারা বলা হয় কারন সন্ধ্যা কিংবা ভোরে আমাদের পৃথিবী থেকে সব থেকে উজ্জ্বল যে তারাটি দেখা যায় সেটাই হচ্ছে শুক্র গ্রহ। আজ আমরা শুক্র গ্রহ সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানবো তবে চলুন শুরু করি।
শুক্রকে পৃথিবীর জমজ বোন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কারণ পৃথিবীর সাইজ এবং শুক্র গ্রহের সাইজ খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। এর ব্যাস ১২ হাজার কিলোমিটারের একটু বেশি। আর পৃথিবীর ব্যাস ১৩ হাজার কিলোমিটারের একটু কম। পৃথিবীর মতোই এই গ্রহতে অনেকগুলো আগ্নেয়গিরি, সমতল ভূমি এবং পাহাড়-পর্বত রয়েছে।
তবে পার্থক্য আসে তখনই যখন আমরা এই দুই গ্রহের বায়ুমণ্ডল নিয়ে কথা বলি। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রায় ৯৬ শতাংশই কার্বন ডাই-অক্সাইড দ্বারা তৈরি। যা মারাত্মক গ্রীন হাউস ইফেক্ট তৈরি করে এবং শুক্র গ্রহের উষ্ণতা অনেকটা বৃদ্ধি করে দেয়। যা আমাদের সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হিসেবে পরিচিতি লাভ করেছে। কার্বন ডাই অক্সাইডের পরে সালফার ডাই অক্সাইড খুব বেশি মাত্রায় রয়েছে শুক্র গ্রহে।
পৃথিবীর তুলনায় এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন অর্থাৎ পৃথিবীতে যদি এক বায়ুমণ্ডলীয় চাপ থাকে তাহলে সেখানে ৯২ বায়ুমন্ডলিও চাপ অনুভূতি হবে। তাহলে একবার চিন্তা করে দেখুন সেখানকার বায়ুমণ্ডলের কি একটা অবস্থান! এছাড়াও এই গ্রহের এভারেজ টেম্পারেচার ৪৫০ ডিগ্রির উপরে। এই চরম তাপমাত্রার জন্য দায়ী, বায়ুমণ্ডলের গ্রিনহাউজ এফেক্ট ও কার্বন ডাই অক্সাইড।
আরেকটি অবাক করার বিষয় রয়েছে এই শুক্র গ্রহকে নিয়ে। এই শুক্র গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ২২৫ দিন সময় নেয়, কিন্তু নিজ অক্ষে একবার ঘুরে আসতে ২৪৫ দিন সময় লাগে। আপনি শুক্র গ্রহে থাকেন তাহলে এক বছর আগে হয়ে যাবে কিন্তু আপনার একদিন অতিক্রম করতে এক বছরের বেশি সময় লেগে যাবে। কি চমৎকার একটা বিষয় তাই না!
এছাড়া শুক্র গ্রহে নিজস্ব চৌম্বক ক্ষেত্রটি অনেকটাই দুর্বল পৃথিবীর তুলনায়। বাদ বাকি সব বিষয়গুলো তো আপনাদেরকে জানানোই হল। আপনাদের কেমন লেগেছে এসব অজানা তথ্য জেনে? তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে।
সৌরজগতের শুক্র গ্রহ সম্পর্কে অনেক সুন্দর তথ্য উপস্থাপন করেছেন আপনি। আসলে আজকের পোস্টটি পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম শুক্র গ্রহ সম্পর্কে। আসলে সৌরজগৎ সম্পর্কে জানতে আমার খুবই কৌতূহল। তাই এরকম পোস্ট গুলো সত্যিই আমার অনেক বেশি প্রিয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লাস নাইনের বাংলা বইয়ে পড়েছিলাম মিনু গল্পে সন্ধ্যা আকাশের শুকতারা সম্পর্কে। কিন্তু আজকে জানতে পারলাম সেটি আসলে সুখ তারা নয় শুক্র গ্রহ হবে। তাছাড়াও আরো বেশ কিছু অবাক করা এবং চমৎকার তথ্য আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। শুক্র গ্রহ সম্পর্কে অজানা সকল তথ্যগুলোকে খুবই সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit