নারী নির্যাতন বন্ধ করুন

in hive-129948 •  last month 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নারী নির্যাতন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


people-2298607_1280.webp



লিংক


আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এই পৃথিবীতে নারী-পুরুষের সমান অধিকার। আর এই চিন্তা ভাবনা নিয়ে আমরা বড় হয়ে উঠেছি। আমাদের যেসব সহপাঠী ছিল অর্থাৎ যেসব ছাত্রী ছিল তাদের সাথে আমরা সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করেছি এবং তাদের সব সময় সম্মান করেছি। আসলে বর্তমান সময়ে এসে আমরা সবকিছুর উল্টোটা দেখতে পাচ্ছি। কেননা বর্তমান সময়ে কেউ আর নারীদের সম্মান করে না। আসলে সবাই এই নারীদেরকে ঘৃণা এবং তুচ্ছ চোখে দেখে থাকে। আসলে আমরা আরেকটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখেছি নারীরা কিন্তু পুরুষের থেকে কোন অংশে কখনো পিছিয়ে থাকে না। কেননা আপনি যখন উচ্চ কোন পর্যায়ে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন যে নারী-পুরুষ সবাই একসাথে মিলে বিভিন্ন ধরনের জটিল কাজ করে থাকে।


আসলে বিভিন্ন দেশের উঁচু উঁচু পর্যায় কিন্তু নারীদের আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্তু নারীদের অবদানও অবশ্যই অনস্বীকার্য। কিন্তু একটা জাতি কখনো নারীদেরকে সম্মান করতে পারে না। আসলে তারা যেভাবে নারীদেরকে ঘৃণা করে এবং তুচ্ছ তাকে দেখে তা দেখে মনে হয় যে নারীরা এই পৃথিবীতে কোন কাজেই আসেনা। কিন্তু আমার মনে হয় যে নারীরা কিন্তু সেই সব ব্যক্তিদের থেকে অনেক বেশি ভালো এবং বিভিন্ন কাজে দক্ষ হয়ে থাকে। কিন্তু একজন পরিবারের সদস্যরা যদি সবসময় নারীদেরকে ঘৃণা করে তাহলে তার পরবর্তী প্রজন্ম তাদের দেখাদেখি এইসব ধরনের খারাপ জিনিস শিখে তারা সবসময় নারীদেরকে ঘৃণা করবে। আসলে যারা নারীদেরকে ঘৃণা করে তারা অবশ্যই তাদের নিজেদের মাকে কখনো ভালবাসতে পারে না।


আসলে এই নারীরা সারা দেশের জন্য যেমন কাজ করে তেমনি তারা তাদের পরিবারের প্রতিটা সদস্যের জন্য কিন্তু সবসময় কঠোর পরিশ্রম করে। কেননা ঘরে আমরা আমাদের মায়েদের দেখতে পাই যে তারা আমাদের তিন বেলা ভালো-মন্দ খাওয়ানোর জন্য সব সময় কত কঠোর পরিশ্রম করে। এছাড়াও ঘরের কোন কিছুর চাহিদার প্রয়োজন হলে মা কিন্তু সেই জিনিসগুলো আমাদের খুব দ্রুত মিটিয়ে দেয়। কেননা ঘরের একজন সদস্যের চাহিদা কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর এই আমাদের মা এই এক এক জন মানুষের কাছে এক এক ধরনের সব সময় হয়ে থাকে। আর এজন্য আমরা মা এদের অর্থাৎ নারীদেরকে দেবীর সঙ্গে তুলনা করি। কেননা এই নারী রাই দুই হাতে যত প্রকারের কাজ করতে পারে তা কিন্তু পুরুষরা কখনো চেষ্টা করলেও পারবেনা।


এই পৃথিবীতে সব কিছু ঊর্ধ্বে যদি আমরা নারীদেরকে সম্মান করতে পারি এবং তাদের যথাযথ মর্যাদা দিয়ে বিভিন্ন কাজে নিয়োগ করতে পারি তাহলে আমাদের দেশটা কখনো পিছিয়ে থাকবে না। আসলে নারী-পুরুষ যদি সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারে তাহলে আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশটা সারা পৃথিবীর বুকে শাসন করতে পারবে। আর এই জন্য আমার মনে হয় যে এই পৃথিবীতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান সবসময় একই থাকে। আর এজন্য আমরা সব সময় নারীদেরকে সম্মান করবো এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকেও এই নারীদের সম্মান করতে অবশ্যই শেখাতে হবে। আর এভাবে যদি আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারি তাহলে আমাদের দেশের কোন অভাব কখনোই থাকবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

打女人的男人,算是男人吗?

একটা সময়ে নারী নির্যাতন অনেক বেশি ছিল, তবে এখন নারী নির্যাতনের হার অনেকটাই কমেছে। তবে সর্বোপরি নারী নির্যাতন বন্ধ করা অতীব জরুরী।আর যারা নারী নির্যাতন করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত । কারণ নারীরা মায়েরে জাতি এবং এরা সর্বোচ্চ সম্মান এর অধিকারী। ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।

আমি মনে করি কিছু কিছু লোক আছে যারা নারীদেরকে সম্মান করে না। অন্যথায় বেশিরভাগ লোকই নারীদেরকে সম্মান করে। কারণ সবাই জানে নারীরা মায়ের জাতি। তবে নারী নির্যাতন এটি অনেক আগে থেকে হয়ে আসছে,এখনো হচ্ছে।যারা নারী নির্যাতন করে তারা নিতান্তই কাপুরুষ এবং খারাপ মনের লোক এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

নারী নির্যাতন অবশ্যই বন্ধ করা উচিত। তাছাড়া আমাদের সবার উচিত নারীদেরকে যথাযথ সম্মান দেওয়া। কারণ নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। নারীরা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় সব ধরনের কাজ করে যাচ্ছে। তাছাড়া নারীরা প্রতিটি সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নারীদের অবদান সর্বক্ষেত্রেই বিদ্যমান থাকে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনেও নারীদের অবদান অনেক বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যান নারী নির্যাতন অনেকে বেশি দৃশ্যমান। তবে আমরা সবাই সচেতন থাকা উচিত নারীদেরকে তাদের পর্যাপ্ত সম্মান ফিরিয়ে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।