জেনারেল রাইটিং - জীবনকে সহজ করতে শিখুন।

in hive-129948 •  18 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় থাকবে জীবনকে কিভাবে সহজ নিয়মে পরিচালনা করা যায়। যেখানে স্বার্থ অর্থ লোভ-লালসা কম থাকবে। নিজের মত করে অন্যকে নিয়ে ভাবনা চিন্তা আসবে।


1000003641.jpg




আমরা আমাদের ছোট্ট এ জীবনটাকে পরিচালনা করতে গিয়ে কঠিন করে ফেলি। দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদাটা যেন বড় আকার ধারণ করে। একটা জিনিস থাকলে আরো একটি জিনিস পাওয়ার প্রত্যাশা করি। ১০ টাকা উপার্জন করলে ২০ টাকার জন্য হাঁ করে থাকি। যেখানে ১০০ টাকা খরচ করলে যথেষ্ট সেখানে ২০০ টাকা খরচ করে ফেলি। যেখানে একটা কথা বললে সমস্যার সমাধান হয় সেখানে পাঁচটা কথা বলার অভ্যাস গড়ে ফেলেছি। নিজের ভুল ত্রুটি গুলো কমাতে গিয়ে যেন ভুলের মাত্রা বাড়িয়ে চলেছি। যেখানে ঝগড়া বিবাদ অল্পতেই বন্ধ করা যায় সেখানে বন্ধ করতে গিয়ে যেন ঝগড়া-বিবাদ আরো বাড়িয়ে ফেলি। কাউকে একটু উপকার করলে নিজেকে বেশ অনেক বড় মনে করি। আসলে খালি কলসি বাজে বেশি এটাই সত্য।

আসলে কেন এ ভুলগুলো হয়ে যায় আমাদের। আমরা তো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। আমরা চাইলে সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। কেন সুন্দর পরিবেশ তৈরি করতে গিয়ে অসুন্দর হয়ে যায়। আসলে এখানে আমাদের বিবেকের অভাব রয়েছে বলেই এমনটা হয়। শীতের সময় আমাদের প্রয়োজন শীতের পোশাক। গত বছর একটা ছিল, এবার শখ করে না হয় আরো একটি কেনা হল। এটা কিন্তু আমাদের সুন্দরভাবে শীত নিবারণ সম্ভব। কিন্তু একটা জায়গায় যদি দুই থেকে তিনটা কেনা হয়। সেখানে হয়ে যাবে বাড়তি খরচ। যেখানে এক হাজার টাকা খরচ করে ফুল ফ্যামিলির মানুষের ছোট ছোট চাহিদা পূরণ করা যায়, সেখানে একজনের পেছনে এক থেকে দুই হাজার টাকা খরচ করলে বাকিটা সামলানো কঠিন হবে। পকেটে বেশি টাকা নেই এই মুহূর্তে শখ আহ্লাদ মিটানোর কি প্রয়োজন। ৮০০ টাকা দিয়ে খাসির মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই সেখানে ২০০ টাকা দিয়ে মুরগির মাংস কিনে খাওয়াটাই বেটার। যখন সম্ভব হবে, এভেলেবল ব্যালেন্স থাকবে তখন না হয় খাসির মাংসের চিন্তা করতে হবে। তাই বলে তো আর দিনা করে নিজেকে ঋণের মধ্যে ফেলা যায় না।

প্রতিমাসে ঢাকা থেকে মেহেরপুরে যায়। একজন ব্যক্তির এসি বাসে ভাড়া ১৪০০ টাকা,নন এসি ৬০০ টাকা। যখন ফুল ফ্যামিলি যাওয়া আসা করি তখন নন এসিটাই বেটার। পাঁচ জন ব্যক্তির যেতে ৭ হাজার টাকা লাগবে এসিতে, আর নন এসিতে তিন হাজার। আসতে পথেও তো এমনটা খরচ হবে। তাই বলে কি চিন্তা ভাবনাটা আগেই করতে হবে না। যদি জীবনকে সহজ করতে না শিখি। নিজের আরাম নিয়ে পথে চলি তাহলে তো নিজেকেই সমস্যায় পড়তে হবে। ফুটপাতের জামা কাপড়ে যদি ১০ জনের সুন্দরভাবে ঈদ উদযাপন হয়ে যায় তাহলে আমার হবে না কেন। কেন আমাকে বড় বড় শহরের মার্কেটে গিয়ে দশ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে নিতে হবে? এই জন্যই তো মার্কেটগুলোতে আপনার আমার কাছে ৫০০ টাকার জিনিস পনেরশো টাকা দিয়ে বিক্রয় করে। এখানেও কিন্তু নিজের বুদ্ধি খাটাতে হবে। যেমন বুদ্ধি খাটিয়ে চালাক চতুর ব্যবসিকেরা আপনার পকেট ফাঁকা করে দিচ্ছে তখন আপনি কেন বোকার মত থাকবেন।

এতক্ষণ যে কথাগুলো বললাম হয়তো এগুলো মাথায় নিয়ে মনে হবে কৃপণতার চিন্তা চেতনা। আসলে এখানে কৃপণতা দেখানো হয়নি। জীবনকে একটু সহজ করে নিতে বলা হয়েছে যেটা সামর্থের মধ্যে থাকবে। আপনি আমি সবাই মিলে যদি জীবনকে সহজ করি তাহলে সমস্ত কিছুর মধ্যে একটা সমঝোতা আসবে। আপনার সামর্থ্যের বাইরে যখনই পথ চলবেন তখনই আপনার বিপদের সম্মুখীন হতে হবে। আর জীবনকে সহজ করে নিলে একটি মুহূর্তে দেখা যাবে সুখ শান্তি আপনার মাঝে বিরাজমান হচ্ছে খুব সহজেই। তাই ইচ্ছে করলেই সেই মুহূর্তে মনের মত পথ চলার সুযোগ তৈরি করে নিতে পারবেন। শখ করে আনন্দ করে ভালোলাগার জিনিস খুব সহজেই গ্রহন করতে পারবেন। নিজের কাছে অ্যাভেলেবল টাকা থাকবে। জীবনকে সহজ করে না নিতে পারলে খুব সহজেই পকেট ফাঁকা হয়ে যাবে এছাড়াও ঋণগ্রস্ত হতে হতে পারে। তাই আমি মনে করি সব কিছু দিক বিবেচনা করেই নিজের জীবনকে একটু সহজ করে নেওয়া ও পরিবারকে সহজভাবে পরিচালনা করাটাই বেটার।




বিশেষ বিশেষ তথ্য


ব্লগিং ডিভাইসমোবাইল ফোন
বিষয়জেনারেল রাইটিং
আলোচনার বিষয়জীবনকে সহজ করতে শেখা
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার ও ব্লগার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন ভাইজান। অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে সুন্দর জীবন গড়ার কথা উল্লেখ করেছেন দেখে। আমাদের চেষ্টা করতে হবে নিজের জীবনটাকে একটু সহজ ভাবে গুছিয়ে নেওয়ার। এতে নিজেরই মঙ্গল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আমার আজকের টাস্ক

1000003647.jpg

1000003645.jpg

1000003643.jpg

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি পোস্ট লিখেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আমার। আমি মনে করি যে জীবনকে সহজ করে নিতে জানবে সে লাইফে অনেক সুখি হবে। আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনি একদম ঠিক ধরেছেন।