একটি ওয়াজ মাহফিলে অংশগ্রহণ

in hive-129948 •  6 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। শীতের সময় আমাদের দেশে অসংখ্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে অনেক সুন্দর মেলা বসে। এলাকার বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন হয়। ঠিক তেমনি একটা ওয়াজ মাহফিলে অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করব এই পোস্ট। আশা করবো আমার এই অংশগ্রহণটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


IMG_20240213_214710_4.jpg


ধর্মীয় আলোচনা করার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ধর্মীয় কথা শুনে নিজের মনটা শীতল হয় এবং ধর্মের প্রতি গভীরতা সৃষ্টি হয়। এজন্য সবাই চেষ্টা করে থাকে নিজ নিজ গ্রাম অথবা নির্দিষ্ট কোন স্থানে, ভালো মানের বক্তা এনে ওয়াজ মাহফিলের আয়োজন করতে। আমাদের দেশে এমন কিছু আলোচিত ইসলামিক বক্তা রয়েছে। যাদের দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তাদের মুখে কথা শুনতে অনেক ভালোবাসে। ঠিক তেমন আল আমিন হুজুর নামে আমাদের দেশে একজন স্বনামধন্য বক্তা রয়েছেন। গত বছর উনি আমাদের গাংনী ষোল টাকাতে এসেছিলেন। কাজিনদের মাধ্যমে আমি যখন জানতে পারলাম এই বক্তা ওয়াজ করতে আসবেন। আমিও রেডি হয়েছি তার ওয়াজ মাহফিলের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এরপর কাঙ্খিত দিন উপস্থিত হলাম নির্দিষ্ট সেই ওয়াজ মাহফিলের জায়গাতে। দেখলাম অনেক সুন্দর করে গেট সাজানো রয়েছে। এরপর জায়গায় জায়গায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে।

IMG_20240213_214255_8.jpg

IMG_20240213_214344_6.jpg

IMG_20240213_214407_6.jpg

IMG_20240213_214530_8.jpg

IMG_20240213_214536_8.jpg


আলোচিত বক্তার মুখে আলোচনা শুনতে অনেক মানুষের আগমন। আমি সহ আমার বেশ কয়েকজন কাজিন সেখানে উপস্থিত হই। অনেক মানুষের ভিড়ে আমরাও যেন পথ চলে মঞ্চের নিকটে উপস্থিত হলাম। যখন উপস্থিত হলাম তখন স্থানীয় বক্তা ওয়াজ করছেন। অনেক মানুষ স্থানীয় বক্তার ওয়াজ শোনার জন্য খুব সুন্দর ভাবে বসে রয়েছেন মঞ্চের আশেপাশে এবং ছাউনির নিচে। কিছুক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে থেকে কিছু কথা শোনার চেষ্টা করলাম। ওয়াজ মাহফিলের মাইকের পাশে তেমন একটা বসার অভ্যাস নেই আমার। তবুও কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করলাম। অনেক ভালো লাগছিল এত এত মানুষের উপস্থিতি আর ধর্মীয় আলোচনা শুনতে। এরপর মাইকে কথা শুনতে শুনতে নিকটে থাকা বিভিন্ন ধরনের মেলাগুলোর পাশে গেলাম। দেখলাম মেলাগুলোতে বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় হচ্ছে।

IMG_20240213_214659_6.jpg

IMG_20240213_223521_9.jpg

IMG_20240213_215609_823.jpg

IMG_20240213_215713_529.jpg


খেলনা জাতীয় জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে সেখানে। এই সমস্ত জিনিস দেখার জন্য ভিড় করেছে অনেক যুবক ও কিশোর বয়সের ছেলেমেয়েরা। তাদের মধ্য থেকে উপস্থিত হলাম বিভিন্ন জিনিস গুলো দেখতে। দেখলাম একটি নির্দিষ্ট স্থানের দুইপাশ দিয়ে অনেকগুলো ঘর সাজিয়ে বিক্রেতারা বিক্রয় করছেন। ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের খেলনা পাওয়ার জন্য কত আফসোস করতাম। যে থাকতাম পিতা-মাতা অথবা আপনজনদের পানি। এমন কিছু জিনিস এখানে লক্ষ্য করলাম যেগুলো পাওয়ার প্রত্যাশা করতাম বালক বয়সে। কবে যেন সে সমস্ত ভালোলাগাগুলো মন থেকে দূরে চলে গেছে। কিন্তু এখনো ওয়াজ মাহফিলের আয়োজনে সেই ভাবেই মেলার আয়োজন থেকে যায়। তাদের এমন জিনিস বিক্রয় করতে দেখে শুধু বারবার মনে হচ্ছিল এতগুলো জিনিস তারা সামলায় কি করে। হরেক রকম সুন্দর সুন্দর পুতুল থেকে শুরু করে কয়েলদানি বাচ্চাদের খেলনা মহিলাদের মাথার ক্লিপ ছাড়াও অন্যান্য জিনিস রয়েছে।

IMG_20240213_215844_239.jpg

IMG_20240213_215953_626.jpg

IMG_20240213_220105_514.jpg


আর এক পাশে খেয়াল করে দেখলাম বিভিন্ন রকম খাবারের আইটেম বিক্রয় করে চলেছে অনেক বিক্রেতা। এ সমস্ত খাবার গুলোর মধ্যে চটপটি খেতে আমি খুবই পছন্দ করি। কিছুটা সময়ের জন্য দাঁড়িয়ে গেলাম খাবারের দোকানে আর কাজিনদের সাথে বিভিন্ন রকমের খাবার খেলাম। খাবার খাওয়ার মুহূর্তে লক্ষ্য করে দেখলাম নিকটে একটি দোকানে ইসলামিক জিনিস। যেমন নামাজের টুপি তসবি ইসলামিক বই আতর সুরমা সহ বিভিন্ন রকমের জিনিস। খাওয়া-দাওয়া বক্তার কথা শোনা সহ বিভিন্ন জিনিস দেখতে দেখতে অনেকটা সময় পার হলো। এরপর আবারও আমরা ওয়াজ মাহফিলের এরিয়াতে গেলাম। সেখানে প্রধান বক্তা এসে উপস্থিত এবং বক্তব্য দিচ্ছেন। তোমরা অনেকক্ষণ বক্তার বক্তব্য শুনতে শুনতে অনেকটা সময় পার করে ফেললাম। এভাবেই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা।

IMG_20240213_223440_0.jpg

IMG_20240213_215959_465.jpg

IMG_20240213_222634_513.jpg




বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিবাজার
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্ক

1000006829.jpg

1000006827.jpg

1000006825.jpg

আপনি আল আমিন হুজুরের ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে গিয়েছিলেন শুনে বেশ ভালো লাগলো। উনি বিগত বছর আমাদের এলাকায় ও এসেছিলেন উনি খুব সুন্দর আলোচনা করেন। আপনি আপনার কাজিন দের সাথে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনেছেন, এবং মেলার দোকানে ঘোরাঘুরি করেছেন। বিভিন্ন রকমের খাবার খেয়েছেন।সব মিলিয়ে দারুন লাগলো ভাই।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া

মাঝে মাঝে ওয়াজ মাহফিল শোনা হয়। যদি পছন্দের বক্তার আগমন ঘটে তাহলে মাহফিল শোনার ইচ্ছেটা আরো বেড়ে যায়। ওয়াজ মাহফিলে অংশগ্রহণের খুবই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। মাহফিলের মধ্যে এবং বাইরে অনেক ফটোগ্রাফি ও তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া দেখে খুবই ভালো লাগলো।

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

ওয়াজ মাহফিলে গেলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায় ধর্মীয় আলোচনা শুনলে। মেলায় বেশ সুন্দর সুন্দর খেলনা জিনিসও ছিল দেখছি।বক্তাদের আলোচনা গুলো শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। ওয়াজ মাহফিলের বেশ সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন সেই সাথে অসাধারণ কিছু ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।