হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। কিছু ভালোলাগা, কিছু স্বপ্ন, কিছু অনুভূতি মিলেই আমার কবিতা গুলো। কমিউনিটিতে দেখেছি অনেক ভাই-বোনেরা সুন্দর করে ছোট বড় কবিতা লিখে থাকেন। সকলের দেখা দেখি আমিও অনুপ্রাণিত। পূর্বে হালকা কবিতা লেখার অভ্যাস থাকায়, সবার পাশাপাশি নিজেও কবিতা লেখার প্রতি অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আর সেই অনুভূতি থেকেই কবিতাগুলো লেখা। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।
photo editing by mobile app
১
এক নিষ্ঠা ভালবাসার মৌনতা।
যেখানে আলিঙ্গন করতে তুমি
এক বুক ভালোবাসার অনুভূতিতে।
এখন সেথায় শুধু কুয়াশা ঘেরা
আধার নেমে আসে হয়ে দিশেহারা।
আমিও সকল সুখের আশা ছেড়ে
তোমার কাছে যেন কবেই গেছি হেরে।
হারিয়েছি শত সুখের ঠিকানা
ভালোলাগার রাস্তা গুলো হয়েছে অচেনা।
২
তোমার সুখের ছোঁয়া রাখতাম সারা জীবন ধরে।
তুমি যদি বাসতে ভালো হৃদয় উজার করে
সারা জীবন থাকতাম তোমার ভালোবাসার করিডোরে।
যদি বলতে তোমায় মন থেকে ভালবাসি
হাসিমুখে বরণ করে নিতাম মিথ্যে অভিযোগের ফাঁসি।
যদি তুমি আসো সারা জীবনের জন্য
এ দুনিয়ায় জন্ম আমার সত্যি হয়ে যেত ধন্য।
এভাবেই অন্ধ হয়ে তোমায় ভালোবাসি
তোমার ভালোবাসা পেলে হৃদয় মাঝে ফুল ফোটে রাশিরাসি।
৩
মনে হয় এই জীবনে একটাই শুধু দাবি।
ভালোবেসো প্রানো বন্ধু হৃদয় উজার করে
নামটি তুমি টুকে রেখো তোমার অন্তরে।
মনে রেখো তোমার প্রতি কত ভালোবাসা
তোমায় পেয়ে ধন্য হব এটাই মনের আশা।
৪
তুমিও কি জেগে আছো আমায় মনে করে।
মনে কি কর আমার কথা সারাটি দিনভর?
আমি তোমার মনের মানুষ বাকি সবাই পর।
মনে মন রেখে যদি আমায় ভালোবাসো
মনে হয় সারাটি ক্ষণ তুমি আমার আছো।
অবুঝ মন মানতে পারেনা তোমার দূরে থাকা
হৃদয় মাঝে তোমার ছবি যত্ন করে রাখা।
ফটোগ্রাফি | সরিষা ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 50 pro |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার কবিতা লিখেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে ভালবাসা কেন্দ্রিক কবিতাগুলো পড়তে ভালো লাগলো লাগে আবার লিখতেও ভালো লাগে যার কারণে আপনার লেখা কবিতাটি একটু বেশি ভালো লেগেছে যাই হোক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকাল অনু কবিতাগুলো পড়তে আমার অনেক আগ্রহ হয়। আগ্রহ থেকে আপনার অনু কবিতা গুলো পড়তে লাগলাম যখন পড়তে শুরু করলাম তখন বুঝলাম কবিতার মর্ম। প্রতিটি কথা, ছন্দ মিলিয়ে কবিতা গুলো অতুলনীয় হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit