হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আলোচনার বিষয়: অবহেলিত জীবনও সুন্দর হয়ে ওঠে। |
---|
আসলে মানুষ সারাজীবন এক থাকে না।মানুষ অবহেলিত হতে হতেই এক সময় বুঝে যায় সে কোনটা করলে ভালো হবে। আর সেই বোধগম্য আমাদের সঠিক সময় চলে আসে আমাদের মধ্যে। কথায় আছে না কষ্টের পরে কেষ্ট মেলে। তাই কষ্ট হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করাই ভালো। মানিয়ে নিতে নিতে একটা সময় ভালো কিছু হয়ে যেতে পারে। ধরেন আজকে আপনাকে একটা মানুষ অবহেলা করছে আপনি গরিব এটা ভেবে। কিন্তু আপনি যদি এটা মনের মধ্যেও গেথে নেন এবং পরবর্তী থেকে সৎ পথে উপার্জন করতে থাকেন। পরে দেখা যাবে একটা সময় পর ভালো কিছুও হতে পারে।
জীবন মানে কিন্তু মানিয়ে নেওয়া। তাই আমাদের প্রত্যেকের উচিত যে কোন জায়গায় কোন সমস্যা হলেও সেটা মানিয়ে নেওয়া। যদি আমরা মানিয়ে নিতে পারি তাহলে জীবনে ভালো কিছু করতে পারবো। যদি আমরা সেটি মানিয়ে না নিয়ে ভেঙে পরি তাহলে কখনো কিছু করতে পারবো না। তাই আমাদের কেউ কষ্ট দিক বা অবহেলা করুক। আমরা এটিকে তুচ্ছ ভাববো। কিন্তু শুধু তুচ্ছ ভাবলেই হবে না আমাদের মনে মনে এই চিন্তাটাকে গেঁথে রাখতে হবে। যে আমি এখন অবহেলিত হচ্ছি পরবর্তীতে আমি অনেক ভাল কিছু করে দেখাবো। এখনকার সময় অনেক দেখা যায় একটু টাকা পয়সা বা বড়লোক হলেই গরিবদের তুচ্ছ ভাবতে শুরু করে দেয়। কিন্তু আসলে এটা করা একদমই ঠিক নয়। কারণ টাকা পয়সা আসতে সময় লাগে কিন্তু যেতে সময় লাগে না। তাই আমাদের উচিত সবার সাথে ভালো আচরণ করে থাকা। যাতে করে আমাদের কথাই কেউ কখনো কষ্ট না পাই। আবার সে যেন অবহেলিত না হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। আবার অনেক সময় দেখা যায় সমাজে বড়লোকেরা সবকিছুতে মত দিতে পারে, কোনটা করলে ভালো হবে আবার ভালো-মন্দ সবকিছু দায়িত্ব তারা বিচার করে থাকে তারা কখনো গরিবদের মূল্য দেয় না। তারা গরিবদের বুঝেও না। আসলে এটা করা একদমই ঠিক নয়। তাই আমাদের এগুলা না ভেবে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর খেয়াল রাখতে হবে তাহলে জীবনে ভালো কিছু করতে পারবো। কারো অবহেলার কথা আমরা ভাববো না। আমরা ভাববো কিভাবে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে জীবনে ভালো কিছু করতে পারবো।
এখনকার সময় অধিকাংশ জায়গায় দেখা যায় সমাজে বা পরিবারের যাদের বয়স হয়ে যায় তারা অবহেলিত হয়ে যায়। সেসব লোকজনেরা তখন অবহেলিত হতে থাকে। তারা কি করবে তখন তার কোন ঠিক নাই।কারণ তারা তো অসুস্থ। একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন তার আলাদা রকম সেবা থাকা প্রয়োজন। কিন্তু এখনকার সমাজে দেখা যায় বা অধিকাংশ পরিবারে দেখা যায় তাদের মূল্যায়ন করেনা। তখন তারা অবহেলার পাত্র হয়ে ওঠে। কিন্তু এগুলা আমাদের বোঝা উচিত।এগুলা আসলে করা একদমই উচিত নয়। কারণ আজকে আমি অসুস্থ আছি কালকে আরেকজন হতে পারে। তাই কাউকে নিয়ে অবহেলা করা উচিত। আবার গরিবদের নিয়েও কোন অবহেলা করা উচিত নয়। কারণ মানুষের সাথে কখন কি হয় তার কোন ঠিক নাই। তাই আমাদের উচিত সবার সাথে ভালো আচরণ করা। আর ভৃঙ্গরাজ গাছকে দেখেই বোঝা যায় অবহেলিত জীবনও সুন্দর হয়ে ওঠে।
বিষয় | অবহেলিত জীবনেও সুন্দর হয়ে ওঠে |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | realme c25 |
লোকেশন | ঢাকা সাভার |
ব্লগার | @helal-uddin |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
বেশ ভালো লাগলো সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করতে দেখে। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আসলে অবহেলিত সব সময় অবহেলিত থাকে না। এক সময় যেটা মূল্যহীন অন্য সময় সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কোন কিছুকে অবহেলার দৃষ্টিতে দেখা উচিত নয়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক আমরা যাদেরকে অবহেলা করি একদিন তারাই আমাদের কাজে আসে কিংবা তারা সমাজে প্রতিষ্ঠিত হয়। এমন উদাহরণ আমাদের সমাজে কিংবা আশেপাশে অহরহ আছে। আপনার কথাগুলো বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit