এবিবি স্কুল লেভেল ০৪ হতে আমার অর্জন - by @helal-uddin

in hive-129948 •  last month  (edited)


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল চতুর্থ এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষা মূলক পোস্ট। লেভেল চতুর্থ এর প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেত চেষ্টা করব লেভেল চতুর্থ এর এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।


IMG-20241007-WA0006.jpg


১। প্রশ্নঃ p2p কি?

উত্তরঃ পার্সন টু পার্সন ট্রান্সফারকে p2p বলা হয় । স্টিমিটএ p2p হচ্ছে একজন একাউন্ট থেকে অন্য একাউন্টে steem, sbd এবং TRX ট্রান্সফার করা কে বোঝায়।

২। প্রশ্নঃ p2p এর মাধ্যমে আপনার স্টিমিট একাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ প্রথমে এক্টিভ কী দিয়ে লগইন করবো এরপর আমার sbd এর পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করবো এবং সেখান থেকে Transfer এ ক্লিক করবো।


Screenshot_20241007_161622.jpg


এবার to ফিল্ডে level4test বসাবো। amount ফিল্ডে 0.001 বসাবো। Memo এর ফিল্ডে level four exam (যে কারনে এসবিডি পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করতে হয়)। এরপরে next বাটনে ক্লিক করতে হবে।

** যেহেতু আমার একাউন্টে SBD নেই insufficient funds লেখা দেখাচ্ছে এবং Next বাটন ডিজেবল হয়ে আছে।


Screenshot_20241007_161900.jpg


এরপর তথ্য গুলো সঠিক আছে কিনা যাচাই করে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে কাংখিত sbd ট্রান্সফার করবো।

৩। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ

প্রথমে এক্টিভ কী দিয়ে লগিন করবো এরপর আমার লিকুইড স্টিম এর পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করবো এবং সেখান থেকে Transfer এ ক্লিক করবো।


Screenshot_20241007_161955.jpg


এবার to ফিল্ডে level4test বসাবো। amount ফিল্ডে 0.001 বসাবো। Memo এর ফিল্ডে level four exam (যে কারনে steem পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করতে হয়)। এরপরে next বাটনে ক্লিক করতে হবে।


Screenshot_20241007_162857.jpg


এরপর তথ্য গুলো সঠিক আছে কিনা যাচাই করে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে কাংখিত steem ট্রান্সফার করবো।


Screenshot_20241007_162938.jpg


৪। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ প্রথমে এক্টিভ কী দিয়ে লগিন করবো এরপর আমার trx এর পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করবো এবং সেখান থেকে Transfer এ ক্লিক করবো।


Screenshot_20241007_163219.jpg


এবার to ফিল্ডে level4test বসাবো। amount ফিল্ডে 0.01 বসাবো। এরপরে next বাটনে ক্লিক করতে হবে।


Screenshot_20241007_163324.jpg


এরপর তথ্য গুলো সঠিক আছে কিনা যাচাই করে ok বাটনে ক্লিক করে active key দিয়ে transfer বাটনে ক্লিক করে কাংখিত trx ট্রান্সফার করবো।


Screenshot_20241007_163406.jpg


৫। প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ প্রথমে এক্টিভ কী দিয়ে লগইন করবো এরপরে উপরে ডান সাইডে থাকা তিনটি বার আইকনের উপর ক্লিক করবো। এরপর currency market এ ক্লিক করবো।


Screenshot_20241007_163545.jpg

Screenshot_20241007_163628.jpg


এরপর Buy steem সেকশনে এ থাকা price ফিল্ডে price বসাবো। নিচে lowest ask এ ক্লিক করে প্রাইস অটো বসাতে পারি। এমাউন্টের ফিল্ডে 0.1 বসাবো। এরপর buy steem বাটনটিতে ক্লিক করবো


Screenshot_20241007_163825.jpg


এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে কনফার্ম করবো এরপর একটিভ কি দিয়ে সাইন ইন এর মাধ্যমে SBD থেকে steem এ কনভার্ট করবো।


Screenshot_20241007_163903.jpg


৬। প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃ

প্রথমে গুগল প্লেস্টোর থেকে poloniex app ডাউনলোড করে ওপেন করবো এরপর Sign Up এ ক্লিক করবো।


Screenshot_20241007_164103.jpg


Email এ আমার ইমেলটি দেবো। পাসওয়ার্ডের ঘরে ৮ ক্যারেক্টর এর ওপর স্ট্রং পাসওয়ার্ড দিবো এবং create account বাটনে ক্লিক করবো।


Screenshot_20241008_154236.jpg


এবারে ক্যাপচা মেলাবো


Screenshot_20241007_200729.jpg


এবারে আমার ইমেল একাউন্টে একটি কোড যাবে সেটি কপি করে এনে verification code ফিল্ডে বসিয়ে continue বাটনে এ ক্লিক করলে একাউন্ট খোলা হয়ে যাবে।


Screenshot_20241007_200600 (1).jpg


৭। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃ প্রথমে poloniex এ আমার একাউন্টে লগইন করে নিব। এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো।


Screenshot_20241007_164751.jpg


এরপর Deposit মেথড এ ক্লিক করবো।


Screenshot_20241007_215829.jpg


এরপর সার্চ ফিল্ডে steem লিখবো এরপর নিচে STEEM লেখা আসবে সেখানে ক্লিক করবো।


Screenshot_20241007_164911.jpg


এবার নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করবো।



Screenshot_20241007_164937.jpg


এরপর এড্রেস এবং মেমোটি কপি করে রাখবো।


Screenshot_20241007_165846 (1).jpg


এখন নিজের স্টিমিট এ এক্টিভ কী দিয়ে লগইন করবো। এরপর লিকুইড স্টিমের পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করে Transfer লেখাতে ক্লিক করবো।


Screenshot_20241007_161955.jpg


এরপর কপি করা poloniex এর address টি To ফিল্ডে বসাবো এবং কপি করা মেমোটি মেমো ফিল্ডে বসাবো। এখন 10 steem poloniex একাউন্টে ট্রান্সফারের জন্য একাউন্ট ফিল্ডে 10 বসিয়ে Next বাটনে এ ক্লিক করবো।


Screenshot_20241008_154030.jpg


এরপর সব কিছু ঠিক আছে কিনা না সতর্কতার সাথে দেখে নিতে হবে এরপর ওকে বাটনে এ ক্লিক করতে হবে। এরপর প্রাইভেট কী দিয়ে Sign In বাটনে ক্লিক করে ট্রান্সফারটি সম্পন্ন করতে হবে।


Screenshot_20241007_170008 (1).jpg


৮। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তরঃ প্রথমে poloniex এ আমার একাউন্টে লগইন করে নিব। এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো।


Screenshot_20241007_164751.jpg


এরপর Deposit মেথড এ ক্লিক করবো।


Screenshot_20241007_215829.jpg


এরপর সার্চ ফিল্ডে TRX লিখবো এরপর নিচের TRX লেখা আসবে সেখানে ক্লিক করবো।


Screenshot_20241007_165107.jpg


এবার নেটওয়ার্ক হিসেবে TRX TRON সিলেক্ট করবো।


Screenshot_20241007_165133.jpg


এরপর এড্রেসটি কপি করে রাখবো।


Screenshot_20241007_165612 (1).jpg


এখন নিজের স্টিমিট এ এক্টিভ কী দিয়ে লগইন করবো। এরপর TRX এর পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করে Transfer লেখাতে ক্লিক করবো।


Screenshot_20241007_163219.jpg


এরপর Switch to Tron Account বাটনটিতে ক্লিক করবো


Screenshot_20241007_165405.jpg


এরপর কপি করা poloniex এর address টি To ফিল্ডে বসাবো এখন 1 TRX poloniex একাউন্টে ট্রান্সফারের জন্য এমাউন্ট ফিল্ডে 1 বসিয়ে Next বাটনে এ ক্লিক করবো।


Screenshot_20241007_165712 (1).jpg


এরপর সব কিছু ঠিক আছে কিনা না সতর্কতার সাথে দেখে নিতে হবে এরপর ওকে বাটনে এ ক্লিক করতে হবে। এরপর প্রাইভেট কী দিয়ে Transfer বাটনে ক্লিক করে ট্রান্সফারটি সম্পন্ন করতে হবে।


Screenshot_20241007_165740 (1).jpg


৯। প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ

steem কে USD তে কনভার্ট:

প্রথমে poloniex একাউন্টে লগইন করে wallet বাটনে ক্লিক করবো এরপর spot বাটনে এ ক্লিক করে সার্চ ফিল্ডে steem লিখে নিচে লেখা থাকা steem এ ক্লিক করবো।


Screenshot_20241007_170339.jpg


এরপর trade অপশন থেকে steem/usdt তে ক্লিক করবো।


Screenshot_20241007_170414.jpg


এখন sell বাটনে ক্লিক করবো এরপর প্রাইসের ফিল্ডে রানিং প্রাইস লিখবো এবং এমাউন্ট ফিল্ডে যত steem বিক্রি করবো সেটি বসাবো। এরপর Sell Steem বাটনে ক্লিক করে steem বিক্রি হয়ে USDT একাউন্টে যুক্ত হবে।


Screenshot_20241007_170525.jpg



TRX কে USD তে কনভার্ট:


প্রথমে poloniex একাউন্টে লগইন করে wallet বাটনে ক্লিক করবো এরপর spot বাটনে এ ক্লিক করে সার্চ ফিল্ডে TRX লিখে নিচে লেখা থাকা TRX এ ক্লিক করবো।


Screenshot_20241007_170631.jpg


এরপর trade অপশন থেকে TRX/usdt তে ক্লিক করবো।


Screenshot_20241007_170708.jpg


এখন sell বাটনে ক্লিক করবো এরপর প্রাইসের ফিল্ডে রানিং প্রাইস লিখবো এবং এমাউন্ট ফিল্ডে যত TRX বিক্রি করবো সেটি বসাবো। এরপর Sell Trx বাটনে ক্লিক করে TRX বিক্রি হয়ে USDT একাউন্টে যুক্ত হবে।


Screenshot_20241007_170811.jpg



*** স্ক্রিনশট গুলো screen markup এপ্লিকেশন দিয়ে নেওয়া হয়েছে।

পরিশেষে একটি কথাই বলতে চাই, লেভেল চতুর্থ এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল চতুর্থ এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

level 4 এ মার্কেট মার্কেট সম্পর্কিত টপিকগুলো তুলে ধরা হয়। প্রতিটা টপিক পর্যায়ক্রমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া এগিয়ে যান।

ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া রাখবেন।

অবশেষে আপনি লেভেল চারের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল চারের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন।আর লেভেল চার একজন স্টিমিট ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আসলে ক্লাসের মধ্যে মনযোগ সহকারে ক্লাস করলে বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারা যায়।

জি ভাইয়া। লেভেল ৪ সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে যা শিখেছি তা বাস্তব জীবনে কাজে লাগাবো।

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। তবে পোস্টে কখনো এড্রেস মেমো এগুলো শো করবেন না। এতে আপনার একাউন্টের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

ওকে ভাইয়া। এ ব্যাপারে পরবর্তীতে সতর্কতা অবলম্বন করবো